![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা আমার নয় রে ছোটলোক.. বাংলাদেশী আইন...
ইচ্ছে হলেই যখন তখন ভেঙ্গে ফেলে তুই পান করবি ওয়াইন...!
৫৭ থেকে ৩২ ধারা-- সব-ই এক একটা চাল...
তালাশ থেকে বাঁচতেই বুঝি তারা ফেলছে চারপাশে জাল... !
তোর কি কখনো জানতে ইচ্ছে হয় না- আমার হালচাল...?
মুসা করে মিছামিছি সাঁতার কাটার খেলা......
আচ্ছা বাদ দে-- আমার হয়েছে খুব গোস্বা ...
চল না গোস্বা নিবারণ পার্কে গিয়ে কাটাই কিছু বেলা...
মাঝে মাঝে সহ্য হয় না তোর এই ফাইযলামির অবহেলা... !
কে কাকে চুড়ি পড়াবে তা আমি দেখতে চাই না...
তুই শুধু কবুল করে নে আমার সব বায়না.........
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা শুকরান ভাই!! ভালো থাকবেন!!
২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লিখছেন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ জনাব!
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভালো লাগলো। ধন্যবাদ জানবেন।
৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ভাই!!
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: বেশ---
৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!!
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
চাঁদগাজী বলেছেন:
সমকালীন কবিতা; জাহান্নামে যাক ৫৭ কিংবা চুড়ি পরানোর জিদ, আপনিই সবকিছুর মুলে, আপনি সেরা
৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু ভাই ৩২ তো আরো মাইরালা!! দেশটার কি যে বারো অবস্থা হচ্ছে !
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
হয়ত তোমারই জন্য বলেছেন: বন্ড গার্ল ,লিখেছেন কিন্তু বেশ ! সাথে Tangled ও আছে !
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
আটলান্টিক বলেছেন: কবিতা পাঠ করে বিমল আনন্দ লাভ করলাম
পোষ্টে +++