![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> কিছুদিন আগে এক ডাক্তার আমাকে একটা পেইন কিলার প্রেস্ক্রাইব করে! নাম “ সিন্টা” !
ব্যথা থাকলে- ৩ বার খেতে হবে! আমি ৫/৬ দিন আগে সেই ঔষধ কিনতে দোকানে যাই!
নাম বলার পর দোকানদার বলে- এটা তো পাওয়া যাচ্ছে না এখন! কারন এটা দিয়ে পোলাপাইন নেশা করছে!
এরপর তিনি আমাকে ডিটেইলস বললেন! এবং অই গ্রুপের অন্য একটা কোম্পানীর মেডিসিন দিগুন দাম নিয়ে
( ১৫ টাকার জায়গায় ৩০ টাকা) দুইটা দিলেন! আমি দ্বিধা নিয়ে তাকে বার বার জিজ্ঞেস করেছি - প্রব হবে না তো?
তিনি বললেন না হবে না! এটা ঘুমেরও কাজ করে!
> বাসায় এসে মামনীকে বলার পর মামনী আমাকে সেটা খেতে নিষেধ করে!
কিন্তু পেইন থাকায় এবং খুব বেশি গুরুত্ব না দিয়ে আমি খাই! খাওয়ার পর পেইন একটু কমে !
এরপর মেডিসিন খাওয়ার ৩/৪ ঘন্টার মধ্যে আমার ঘরে আমি at a Time দুইবার
পুরো শরীর ঘেমে মাথা ঘুরে পরে যাইতে নেই এবং গা গুলিয়ে বমি আসে! নিজেকে সামলাই!
এরপর প্রায় ৩ দিন আমার মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে, শরীরে ক্লান্তি... চোখ মুখ বসে কেমন হয়ে যায়... !
আমি আর একটা ভুল করেছিলাম, আমার এত ডাক্তার বন্ধুনী আছে,
পরিচিত ডাক্তার আছে তাদের কারো সাথেই এই মেডিসিন খাওয়ার আগে কথা বলিনি!
যদিও পরে এক রিপ্রেজেন্টেটিভ বলেছেন- ব্যথার জন্য এই মেডিসিন ভাল কাজ করে!
ভাবছি আমি যদি ডাক্তারের প্রেস্ক্রাইব অনুযায়ী ৩ বেলা খাইতাম ( ব্যথা থাকলে)
তাইলে তো আমারে খুইজা পাওয়া যাইতো না!!!
>> এখন কথা হলো- কোন মেডিসিন নেশাযুক্ত তা নেশাখোররা জানে কিভাবে? কিভাবে এই মেডিসিন এত প্রচার পায়?
এই মেডিসিনের ভেতরের অংশ বের করে না কি খায় নেশাখোররা... !
এক প্যাথিডিন এর কথা জানতাম কিন্তু এই টাইপের আর ও যে কিছু মেডিসিন আছে তা জানা ছিলো না!
চিন্তার বিষয় - যারা এসব মেডিসিন তৈরি করছে ( মানে যে কোম্পানী) কিংবা
যারা সাপ্লাই করছে তাদের মাধ্যমেই কি নেশাখোরেরা এসব জানতে পারছে? না কি ডাক্তারদের?
মাঝখান থেকে মেডিসিনের দোকানদারেরা দিগুন দামে সেসব মেডিসিন বিক্রি করছে!!
ভাগ্যিস সাপ্লাই কিছুটা বন্ধ করে দেয়া হয়েছে নইলে হয়ত
কাশের সিরাপ এর মত এই “ সিন্টা” পোলাপাইন কে খেয়ে ফেলতো...... যেভাবে খাচ্ছে “ ইয়াবা” ... !
০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাই তো দেখছি-- এবং বুঝতেছি!!!
২| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬
চোরাবালি- বলেছেন: ২০১১এ একবার ব্যাথার (হাই এসিডিট ব্যাথা) অষুধ দিলো প্রতিদিন একটা ১০দিন। পর পর তিন দিন খাওয়ার পরই মাথায় দেখি কিছুই থাকে না মানে সব ভুলে যায়। খাওয়ার ১৫মিনিট পরের কোন ঘটনা কিছুই মনে থাকত না এমনকি রাতে খাবার খেয়েছি কি না কি খেয়েছি কখন খেয়েছি কিছুই না।
তিনদিন পর আর খাই নাই, বলেছি যা পেইন থাকে থাকুক অষুধ খাবো না।
০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্যথার কারনে ঘুমের দরকার আছে- সেই কারনে এসব মেডিসিনের ও দরকার আছে কিন্তু বিপদের কথা হলো- তা নেশাখোরেদের জেনে যাওয়া!!
৩| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫০
টারজান০০০০৭ বলেছেন: আপনিতো ম্যাডাম জানাইয়া দিলেন ! ব্লগে যদি কোন নেশাখোর থাকে ?
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আশা করছি নেই!!
৪| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১২
শামচুল হক বলেছেন: ঘটনা মন্দ নয়, কিন্তু এটা যদি এখন ব্লগের নেশাখোররা সন্ধান পায় তাইলে খবর আছে।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খবর যেন না হয়!!
৫| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: শামচুল হক বলেছেন: ঘটনা মন্দ নয়, কিন্তু এটা যদি এখন ব্লগের নেশাখোররা সন্ধান পায় তাইলে খবর আছে।
ভাই এটা কি বললেন?? ব্লগে নেশাখোর আছে???
আপনি এই কথাটা ভুল বলেছেন।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভুল ই যেন হয় তার কথা!!
৬| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯
রাকু হাসান বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করে ,আমাদের সচেতন করে দিলেন । আপনি হয়তো বা বড় ধরনের ঝুকি থেকে বেঁচে গেছেন । বিশেজ্ঞতা চিকিৎসক ছাড়া ব্যথানাশক ঔষধ সেবন অনেকটা আত্মঘাতী বলে মনে হয় । সে যাই হোক আপনি সুস্থ আছেন সেটাই শুকরিয়া । ভাল থাকবেন অনেক ঈপ্সিতা চৌধুরী আপু
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বিশেষজ্ঞ ই ছিলো ডাক্তার! আসলে ব্যথার কিছু মেডিসিন এর সাথে ঘুম জড়িত থাকে! কিন্তু এটাকে যারা নেশায় নিয়ে যায় তাদের জন্য বিপদ!! হু আমি ভাগ্যিস ৩ বেলা খাইনি! Thnx 4 carae ভাই !
৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭
গরল বলেছেন: আমি পেইন কিলার খুব একটা খাই না, খুবি জরুরী হলে ক্লোফেনাক জেল (ওয়েন্টমেন্ট) আছে ওটা লাগাই, তাতেই কাজ হয়। ওরাল পেইন কিলার নাকি কিডনিরও সমস্যা করে তাই না খেয়ে থাকাটাই উত্তম।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আসলে প্রয়োজন ছিলো বলেই খেতে হয়েছে ভাই! কে চায় মেডিসিন গিলতে বলেন?
৮| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওষুধ বিক্রেতাদের মাধ্যমেই হয়তো অনেকে জেনে যায়। আবার ডাক্তার বন্ধুরাও জানিয়ে দেয়...
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মনে হয়!! কি করে এরা পারে মানুষের এমন ক্ষতি করতে!!
৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটার বড় প্রচারক ডিস্পেন্সারির লোকজন।
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার ও তাই মনে হচ্ছে ভাইয়া!
১০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৭
নিশি মানব বলেছেন: কবে যেন কোন পত্রিকায় দেখেছিলাম, কত হাজার পিচ ইয়াবাসহ একজন ডক্টরকে এ্যারেষ্ট করেছিলো আইনশৃংখলা বাহিনী। একজন বিচারপতিকে ইয়াবাসহ এ্যারেষ্ট করা নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিলো বছর কয়েক আগেই। নব্বই দশকের শেষের দিকে কয়েক বস্তা ফেনসিডিলসহ আটক হয়েছিলো ঢাকা মেডিকেলের নামকরা এক ডাক্তার। এটা নিউজ এজেন্সীর কথা। চিটাগাং একজন ফার্মেসীর মালিককে জানতাম, ইয়াবা বিক্রি করে কোটিপতি হতে। ঢাকা মিরপুরে একটা গ্রুপ সম্পর্কে জানতাম, তারা পার্টটাইমে এসব করতো। সেই গ্রুপের বেশীর ভাগ ছিলো মেডিকেল ষ্টুডেন্ট। বেশীদিন আগে নয়, শাহবাগের এখানে গাজা নিয়ে বিশাল একটা গ্যান্জাম হয়েছিলো দুইটা গ্রুপের।
এখন আমার কথা হলো, এরা যদি এসবে জড়িত থাকে, তাহলে সাধারণ মানুষদের জানতে বাধা কোথায়?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: এসব বাতাসের সাথে ছড়িয়ে পড়ে। প্রচার প্রচারণা লাগে না।