![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
তোর ছুটির দিনে......
স্কুল থেকে বকর বকর করে আসা...
আউলা ঝাউলা এই আমার
গলা আর ঘাড় বেয়ে নেমে আসা ঘাম...
ওড়নার কোণা দিয়ে মুছে দিতে গিয়ে...
ঘাড়ে গলায় একটু ফুঁ দিয়ে দিস...... !
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
তোর জন্য রান্না করতে করতে ...
ঘামে-ধামে ধুয়ে যাওয়া এই আমার
কপাল আর নাকে জমে থাকা...
বিন্দু বিন্দু ঘাম হাতের আঙ্গুলে ছুঁয়ে নিয়ে...
কপালে লেপ্টে থাকা চুল ফুঁ দিয়ে উড়িয়ে দিস... !!
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
তোর সাথে সাজুগুজু করে ঘুরতে যাওয়ার আগ মুহুর্তে...
গলায় মালাটা পড়িয়ে দিতে গিয়ে একটু খোঁচা দিয়েই দিস...!
লিপস্টিক ধেবড়ে গেছে এই অজুহাত দেখিয়ে ...
আঙ্গুলের ছোঁয়ায় ঠোঁটের কোনাটা ছুঁয়ে দিস...
চোখ থেকে কাজলের একটু বিন্দু নিয়ে কালো টিক্কা দিতে গিয়ে...
কানের পাশে আলতো করে চিমটি কেটে দিস...!
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
সারাদিন ছুটোছুটি করে কাজ করতে গিয়ে...
যখন আমার খোঁপা খুলে গিয়ে ...
চুল এলোমেলো হয়ে যাবে...
পেছন থেকে এসে চুল সহ আমায় জাপ্টে ধরে...
আনাড়ী হাতে খোঁপা করতে গিয়ে...
আমায় পাগলী পাগলী বলে ক্ষ্যাপিয়ে দিস... !
ঝাড়ু দিতে গিয়ে কিংবা তরকারী কুটতে গিয়ে
যদি কখনো কোমড় থেকে
শাড়ীর আঁচল কিংবা ওড়নার কোণাটা খুলে যায়...
আলতো করে তা আবার কোমড়ে গুঁজে দিস... !
খেতে গিয়ে ইচ্ছে করে এঁটো হাতে গালে টোকা দিয়ে দিস...
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
মাঝে মাঝে এক কাপ চায়ে হুড়োহুড়ি আর
আর এক বেগুনীতে জোরসে কামড় বসিয়ে দিস...!
যদি শরীর ছুঁতেই হয়...
মাসের বিশেষ দিনগুলিতে ব্যথায় যখন আমি কাতরাবো ... তখন...
আমার পাশে বসে আলতো করে হাত দুটো ছুঁয়ে বলে দিস--
আজ তোকে রান্না করতে হবে না পাগলী...
তুই ব্যথার ওষুধ খেয়ে সারাদিন রেস্ট নিস... !
যদি শরীর ছুঁতেই হয়... তবে...
ছুপা জ্বরটা উস্কে উঠলে...
তোর হাতের শীতল ছোঁয়া কপালে রেখে...
আদুরে বকা দিয়ে দিস...... !
যদি শরীর ছুঁতেই হয়...
তবে তার আগে একটু একটু ভালোলাগায় আমায় ডুবিয়ে দিস...
যদি শরীর ছুঁতেই হয়...
তার আগে আমার মনটা ছুঁয়ে দিস... !
( মেয়েদের চাওয়া কিংবা ইচ্ছে গুলোকে অনেক ছেলেরাই বুঝতে চায় না...
বিশেষ করে বিয়ের পর... !! বেশ কিছু বিবাহিত মেয়েদের অতৃপ্ত জীবনের কথা শুনেছি...
তাদের কথা ভেবেই-- এই কবিতা লিখেছি... নিজের মত করে ! যদিও জানি জীবন ও বাস্তবতা বড় কঠিন... তবুও ভাবছি... এমন হলে মন্দ কি...? )
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান !! অনুসরণ করছেন শুনে ভয় পেলাম... যদি এরপর মুগ্ধতা দিতে না পারি...?
২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩
তামান্না তাবাসসুম বলেছেন: এতো সুন্দর একটা কবিতার জন্য অনেক ভালবাসা রইল আপু।
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান ছোটি!! চাওয়াগুলো সুন্দর হয় কল্পনায় কিন্তু বাস্তবে এসে... অনেক কিছুই মিলে না... তবু ভালো লাগতে ভাবতে!!
৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪
অচেনা হৃদি বলেছেন: কবিতার আবেগের ধারা হৃদয় ছুঁয়ে গেলো । +++
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান হৃদি! ভালো থাকবেন!
৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৭
জাহিদ অনিক বলেছেন:
নানা বাহানায়, নানা অজুহাতে তবু যেন ছুয়ে দিয়ে যায় মনের শরীর
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই.........।। ভালো থাকবেন!
৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: আহা কি কবিতা !!!
বেশ বেশ।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! শুকরান!! ভালো থাকবেন!
৭| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭
রানা আমান বলেছেন: আপনি কবিতাও ভালোই লেখেন। ভালো লেখার জন্য ধন্যবাদ ।
১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভাল থাকবেন!
৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখার বিষয় বস্তু ভালো। তবে কবিতা হিসেবে অনেক আনাড়ী লেগেছে। আপনি আরো ভালো লিখেন। বুঝতে পারছি যে সামগ্রিক ব্যাপারটায় খুব আবেগ তাড়িত হয়েছেন। শুভ কামনা রইল।
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাভা ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য! সত্যি বলতে কি? আপনি বলার আগে- আমি লেখার সময় আমার নিজের কাছেও একটু আনাড়ী মনে হয়েছে কিন্তু দক্ষ হাতে কিছু লিখতে গেলে কিছু শব্দ কিছু কথা এখানে চলে আসতো- ট্যাগ খাইতাম- চটি লেখক কিংবা তসলিমা ফ্লেভার এর! তাই কোন রকম এডিট ছাড়াই, একবারে যা লিখেছিলাম তাই পোস্ট দিয়েছি!! ভালো থাকবেন! আর এমন সুন্দর সুন্দর মতামত দিবেন যেন লেখাতে দক্ষতা আনতে পারি!!
৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
খুব রোমান্টিক ।
শরীর যদি ছুঁতেই হয়, মনটা ছুঁয়ে দিস ------ এই লাইনগুলোতেই অতৃপ্ত জীবনের সব হাহাকার যেন ছুঁয়ে ছুঁয়ে গেছে ।
হায়রে ! কল্পনা আর বাস্তব যে যোজন যোজন তফাৎ !!!!!!!!
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এক্সাক্টলি তাই- কল্পনা আর বাস্তব--- আহা... সে যে কত দূরের !! তবু ভাবতে ভালো লাগে!! শুকরান! ভালো থাকবেন!
১০| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আবেগ আছে লেখাতে ।।।। ভেসে গেলাম আবেগের বেগে। ভালো লাগলো ।।।
।
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯
ফেনা বলেছেন: মুগ্ধ হয়ে অনুসরণ করলাম। পোষ্টে ভাললাগা রেখে গেলাম।