![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> কিছুদিন আগে প্রচন্ড গরমে কষ্ট পাওয়া এই দুঃস্থদের ( ফকির) নিজের গাছের লেবু দিয়ে শরবত বানিয়ে খাইয়েছিলাম যখন ওরা ভিক্ষা করতে এসেছিলো! অনুরোধ করেছিলাম- আপনারাও এই গরমে এসব দুঃস্থদের মত কারো পাশে ৫ টাকা দিয়ে একটা স্যালাইন কিনে দিয়ে তাদের তৃষ্ণা মেটাতে পারেন! সে সময় আমার উদ্যেগকে অনেকেই প্রশংসা করেছিলো! তাদের মধ্যে থেকে একজন আমার এই ডাক্তার বন্ধুনী- জানতে চেয়েছিলো এদের জন্য আর কি করা যায়?
> আমি বলেছিলাম- এরা মাইলখানেক এর উপরে রাস্তা হেঁটে হেঁটে ভিক্ষা করতে আসে শহরে! হাতে গোনা দু একজন ছাড়া কারো পায়ে স্যান্ডেল নেই! এদের স্যান্ডেল/ ছাতা/ স্যালাইন দেয়া যায় সাধ্যমত! আমার বন্ধুনী তার সাধ্যের মধ্যে এদের জন্য স্যান্ডেল আর স্যালাইন ডোনেট করে ! মাধ্যম হিসেবে আমি থাকি!
>> আজ সেই ৩৫ জন ফকির কে স্যান্ডেল আর স্যালাইন দিয়েছি! এদের মুখে যে হাসি দেখেছি আর দোয়া পেয়েছি তা দেখে নিজেও অনেক শান্তি পেয়েছি! ইচ্ছে করলেই আমরা নিজেরা এমন ছোট ছোট কিছু কাজ করতে পারি আর এভাবে পাশে দাঁড়াতে পারি নিজের আশে পাশে থাকা কিছু দুঃস্থ মানুষদের !
>>> আমার এই বন্ধুনী আমার স্কুলের জন্য ও কিছু করছে! আল্লাহ্ যেন তার এই দান কে কবুল করে নেন! আর তার সকল নেক ইচ্ছে পূরণ করেন!
>>> এই দুঃস্থদের ( ফকির) পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার! কিছুদিন আগে দিনাজপুরের মন্ত্রী মহাশয় এই শহরের হিজড়াদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন! ঠিক তেমনি ভাবে যদি এদের ও করতেন খুব ভালো হত! কারন এরা বেশির ভাগ-ই বৃদ্ধ ! কাজ করার ক্ষমতা নেই + এদের দেখার কেউ নেই! এরা তাই মাইল খানেক রাস্তা হেঁটে হেঁটে ভিক্ষা করে যা পান তাই দিয়ে চলে! পারিবারিক ও ব্যক্তিগত ভাবে আমরা এবং আমি এদের জন্য যখন যা পারি তাই করি কিন্তু তা খুব সামান্য!
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু যে যার মত করে আসুন দাঁড়াই এমন দুঃস্থদের পাশে!
২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনি মহৎকর্ম করছেন!
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! চেষ্টা করি কিছু করতে!!
৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার উদ্যোগ এবং প্রস্তাব প্রশংসনীয়। আশা করি আপনার প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে আসবে নেতা নেত্রীরা।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! আসাটা খুব দরকার! ভালো থাকবেন!
৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কাজ করছেন, এটা অনেকদুর যাবে, অনেকেই আপনাকে অনুসরণ করবেন।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি খুব খুশি হবো, মনে অনেক শান্তি পাবো যখন দেখবো আমার এই ক্ষুদ্র কাজ দেখে অনেকেই এগিয়ে আসছে! ভালো থাকবেন ভাই!
৫| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান! এর প্রতিদান আমার বন্ধুনী পাক! আমি তো মাধ্যম! এভাবেই মানবতার জয় হোক!
৬| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ভালো উদ্যোগ
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: শুকরান!
৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ আপনার চেষ্টা কবুল করুক। সরকারেরই উচিত এদের জন্য কিছু করা...
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমীন! শুকরান! সরকার করলে তো ভালোই হত! কিন্তু কেউ তো এগিয়ে আসছে না!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪
মাহিরাহি বলেছেন: দুঃস্থদের পাশে সকলেরও দাড়ানো উচিত। না হলে শেষ সময়ে আপনি আবিস্কার করতে পারেন, আপনি একা হয়ে পড়েছেন, আপনার পাশে কেউ নেই।