![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিন্তু আমি যে মারতে পারি না রে!! মারতে পারি না বলে, স্কুলের বাচ্চুরা পর্যন্ত আমাকে টিজ করে!
বলে- ম্যাদুম তো মারতেই পারে না!! হু, আমি তোকে রিমান্ডে নিয়ে হাত-পা গুড়িয়ে দেবো না,
চামড়া ছিলে মরিচের গুঁড়া দিবো না! ও আমি পারবো না!
আমি জানি, বাচ্চুদের মত তুই ও বিটকেলে হাসি হাসবি, টিজ করবি,
আর বলবি- কই মারতে তো পারলি না রে বাচ্চি মায়াবতীটা!!
ঠিক যেভাবে তুই গালি দিলে আমি হেসে উঠি আর তুই গালি দিতে ভুলে যাস,
আমি জানি আমি তোকে মারতে না পারলে তুইও হাসবি, আর আমি মারতে ভুলে যাবো!
তবে আমি তোকে ছেড়ে দিবো না রে পাগলা! মারতে না পারলে কি হবে?
আমি তোর চুলের ঝুঁটি মুঠো করে ধরবো! ভয় পেয়েছিস? মারবো বলে? উহু না!
চুলগুলো মুঠো করে ধরে ঝুঁটি বেঁধে দিবো!! গাল টেনে ধরবো? ভাবছিস- ছিড়ে ফেলবো? উহু না!
গাল টেনে ধরে মেক-আপ করে দেবো ( লাল লাল ব্লাশন--খুক খুক) !
চোখে হাত দেবো!! ভাবছিস- চোখ তুলে নিবো? উহু না!! চোখে কাজল আর মাশকারা দিয়ে দেবো!
দু আঙ্গুলে ঠোঁট চেপে ধরবো! ভবাছিস বুঝি ঠোঁট থেঁতলে দিবো? উহু না!!
ঠোঁটে লিপ্সটিক দিয়ে দেবো! কান টেনে ধরবো! ভাবছিস কান ছিড়ে কুত্তাকে খাওয়াবো?
উহু না! কানে টিপ দুল পড়িয়ে দেবো! কপাল কুঁচকে ধরবো, ভাবছিস বুঝি- কপালের চামড়া তুলে নেবো?
উহু না কপালে টিপ দিয়ে দেবো!! পট পট করে তোর শার্টের বোতাম খুলে শার্ট ছুড়ে ফেলবো!
ভাবছিস বুঝি- চামড়া ছিলে নিয়ে মরিচের গুড়া দিয়ে দেবো? উহু না রে না!!
লিপ্সটিক দিয়ে তোর পিঠে ভালোবাসার মানচিত্র এঁকে দেবো ( লেখা থাকবে-- লাভ ইউ বিলুইটা ) !
এরপর তোকে শুধু প্যান্ট পরিহিত অবস্থায় মেয়ে সাজিয়ে ছেড়ে দেবো............ !
আমি জানি এই রিমান্ডের কথা তোর মনে থাকবে!!
যতটুকু ভুল তোর ছিলো, তা শুধরে যাবে তোর নিজের দ্বারাই ...............!
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহহাআ শুকরান! কেউ এমন রিমান্ডে আপনাকে নিয়েই নিক!
২| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৯
প্রথম বাংলা বলেছেন: বেতালা রিমান্ড
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উতলা হইয়েন না!! হহাহহা
৩| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
বিজন রয় বলেছেন: তাইলে আমি যাইগা।
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা আচ্ছা পালান!
৪| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫
কাছের-মানুষ বলেছেন: আল্লাহ রহম করুণ সেই হতভাগাকে!
সুন্দর হয়েছে, আমার ভাললাগা রইল।
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নাআআআআ! আমি তাকে রিমান্ডে নিতে চাই!! শুকরান! ভালো থাকবেন!
৫| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮
ইব্রাহীম আই কে বলেছেন: এমন একটা রিমান্ড প্রক্রিয়া আবিষ্কারের জন্য আপনাকে অতিসত্বর নোবেল দেওয়া হবে
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নুপেল চাই না! তাকে রিমান্ডে চাই!
৬| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: রিমান্ডে কি করে?
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অই যে বললাম!!! তিড়িং বিড়িং করলে!!
৭| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
আবু হাসান লাবলু বলেছেন: আমি আগে থেকেই আয়রন ম্যান এর পোশাক পরে তোর কাছে যাব রে পাগলি তাইলে কি করবি????
(এই রকম রিমান্ড সবাই আশা করে
অনেক সুন্দর হয়ছে)
০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মারতে পারি না বললাম তো!! এরপর ও আয়রন ম্যান!! হাহাহহা! আরো কিছু লিখতে ভুলে গেছি! এই যেমন- আমি তোর আঙ্গুলে আঙ্গুল ছুবো, ভাবছিস বুঝি? আঙ্গুলের খোসা তুলে ফেলবো? না রে না!! আমি তর আঙ্গুলে নেইলপলিশ দিয়ে দেবো.........
৮| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা কে? আমাদের স্যারররররররর!!!
মাস্টার সাব, রিমান্ড ডিমান্ড বাদ। হবে শুধু রোমান্স। এখন সময় ভালোবাসার।
ছবির টেন্জু আমার হিরোইন।
০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক ভালোবাসার রিমান্ড তো দেখিয়ে দিলাম...!! হহাহহাআ আপনার হিরোইন তো দারুণ স্মার্ট!!
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭
রক বেনন বলেছেন: এমন রিমান্ডে আমি শতবার যেতে রাজি।
চমৎকার লিখেছেন।