![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস ছুটি দিয়েছি সেই সকাল বেলায় ঠিক ফেইজ বুকের নিউজ ফিডে যখন দেখলাম টসে হেরেছে বাংলাদেশ। কি মনে করে যেন অফিসে গেলাম না। খেলা দেখতে শুরু করলাম। বল বাই বল, রান বাই রান, ওভার বাই ওভার। অভিষিক্ত মোসাদ্দেকে শেষমেশ ২০৮ রানে গিয়ে ঠেকলো বাংলাদেশের রানের চাকা।বোলারদের জন্য যেন একটু সস্তি এনেদিলো লড়াইয়ের। সাকিব আসলো জয় করলো। মোসাদ্দেক ও তাই। আর মুশফিকের হাত থেকে যেন ফঁসকে গেল শেষ আশাটুকু ও। শেষমেষ জিতেছে আফগান। লড়েছে টাইগার্স। হেরেছে আমার মন।
বিষন্ন মন নিয়ে সস্ত্রীক হাঁটতে বের হলাম বিকেলের সূর্য ডোবার একটু আগেই।সূর্যের হাসি যেন ম্লান হতে লাগলো আমার মন খারাপে। দক্ষিনা বাতাস যেন প্রানবন্ত প্রচেষ্টায় ব্যস্ত আমার মন ভালো করতে। হাঁটতে হাঁটতে মাইল চারেক হেঁটে ফেলেছি। বুঝতে পারি নি কখন যে প্রকৃতি সন্ধ্যাকে আলিঙ্গন করে কালো চাদরে ঢেকে দিয়েছে। নিয়ন আলোয় কখন দিন থেকে রাত হলো টের পেতে যেন সময় নিল বিষন্ন আমার এই মন। ইদানিং জিততে জিততে যেন প্রাপ্তির আশা বেড়ে গিয়েছে। হারের মাঝেও যে আনন্দ আছে।তাও ভুলতে বসেছিলাম। তবে বলতে দ্বিধা নেই যুদ্ধ বিদ্ধস্ত আফগানরা বেশ ভালোই খেলেছে। যদিও অভিজ্ঞতা বাংলাদেশ থেকে অপেক্ষাকৃত অনেক কম।
হাতে হাত ধরে হেঁটে চলেছি প্রকৃতির মোহে দৃষ্টি নন্দিত দৃশ্য অবলোকনে। হেঁটে চলেছি পাহাড়ে ধারে। পাহাড় বেয়ে সরু রাস্তা দু ধারে সবুজের সমোরহে। এখানকার বাড়ী গুলো বেশ উঁচু নয়। একতলা বাড়ীই বেশি। স্বপ্নীল রংয়ের রন্জিত বাড়ীর দেয়ালগুলো।বাড়ীর সামনে লাল নীল ফুলে ছোট্ট সরু বাগান।ব্যালকনি নেই বললেই চলে। তবে হাতে গনা দুএকটা ডুপ্লেস্ক বাড়ীতে ব্যালকনি দেখা যায়। সে সব বাড়ীর ব্যালকনিতে ঝুঁলতে থাকে বাহারী রংয়ের অর্কিড।সাদা কিংবা বেগুনি রংয়ের অর্কিডই বেশি।পাহাড়ে উঁচু নীচুতে অদ্ভুত সুন্দর এসব ঘর বাড়ী গুলো নি:সন্দেহে আপনার চোখকে আটকে রাখবে।হাঁটছি আর দেখছি আর সঙ্গীনি যদি আপনার মতো হয় আপনি হাজার মাইলের পথও হেঁটে পাড়ি দিতে পারবেন। যেমনটি ছিলো আজকের আমার বিকেল।
কথার ছলে কখন যে চার মাইলে রাস্তা পেরিয়ে নিজ গৃহে ফিরে এসেছি বুঝতে পারি নি। দেশ থেকে দূরে হাজার হাজার মাইল দূরে তবুও যেন ব্যাথায় বুক কেপেঁ উঠো যখন বাংলাদেশ কে হারতে দেখি। টেনশনে মাথা ঝিমঝিম করতে থাকে। গলার স্বর থেমে যেতে চায়। ঠিক একটু পরে আবারো যেন বুনতে থাকি নতুন কোন স্বপ্নের। ভুলে যেতে চাই হেরে যাওয়ার দু:সহ স্মৃতিকে। আলিঙ্গন করতে চাই নতুন কোন মোসাদ্দেকের স্বপ্নকে। যে স্বপ্নে আশা আছে। চমক আছে আরো আছে বড়ো কিছু করার দৃড়তা।
ভালোবাসি বাংলাদেশ কে। ভালোবাসবো আজীবন। যতদিন এ দেহে প্রাণের অস্তিত্ব থাকবে ঠিক তত দিন।
মহি
লন্ডন।
সময় : রাত ৯:১৭ মিনিট
২৮/০৯/২০১৬
©somewhere in net ltd.