নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুভি এবং বই খাদক

ঈশান কবির

মুভি এবং বই খাদক

ঈশান কবির › বিস্তারিত পোস্টঃ

দ্যা বিগ সর্টঃ- একটি অসাধারণ ইকোনমিক থ্রিলার

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১

এ যাবত কালে নির্মিত ইকোনমিক থ্রিলার গুলোর মধ্যে মার্টিন স্করসেইজি’র দ্যা ওলফ অফ দ্যা ওয়াল স্ট্রিট বেষ্ট। স্করসেইজির পরিচালনা এবং ডিক্যাপ্রিও’র অভিনয় মুভিটিকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। দ্যা ওলফ অফ দ্যা ওয়াল স্ট্রিট এর এই স্থানটি অন্য কোন মুভি দ্বারা স্থলাভিষিক্ত হতে প্রচুর কাঠ খড় পুড়াতে হবে তা হলপ করে বলা যায়। তবে এই সেরা ইকোনমিক থ্রিলার এর তালিকায় সহজেই দ্বিতীয় স্থান দখল করে নেবে অ্যাডাম ম্যাককে পরিচালিত দ্যা বিগ সর্ট মুভিটি। পুরো আমেরিকা ঝুরে ২০০৭-০৮ সালের অর্থনৈতিক ক্রাইসিস নিয়ে বিখ্যাত লেখক মাইকেল লুইস এর একই নামের বই থেকে এডাপ্ট করা মুভিটি এতো মধ্যে সাধারণ দর্শক সহ সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

২০০৫ সাল। আমেরিক্যান হেজ ফান্ড ম্যানেজার মাইকেল ব্যারি আবিষ্কার করেন যে আমেরিকার হাউজিং মার্কেট খুবই অস্থিতিশীল। ২০০৭ সালের দিকে এই মার্কেট ভেঙ্গে পড়বে প্রেডিক্ট করে এই সিচুয়েশন থেকে চলমান হাউজিং মার্কেট এর বিরুদ্ধে গিয়ে প্রচুর পরিমাণে অর্থলাভ করার পরিকল্পনা করেন। ঐ একই পরিস্থিতি সম্পর্কে অভগত হয়ে জেরেড ভেনেট নামক এক ট্রেডার, আরেক হেজ ফান্ড ম্যানেজার মার্ক বৌম, বেন রিকার্ট নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংকারকে সাথে নিয়ে তরুন ইনভেস্টর চার্লি গেলার এবং জেমিই সিপলে একই পদ্ধতিতে অর্থলাভের পরিকল্পনা করেন। তাদের এই পরিকল্পনা এবং অর্থলাভের সত্য ঘটনা অবলম্বনেই মুভিটি।
পরিচালক হিসেবে অ্যাডাম ম্যাককে ছিল পার্ফেক্ট চয়েস। কমেডিতে সিদ্ধহস্ত অ্যাডাম ২০০৭-০৮ সালের আমেরিকার অর্থনৈতিক ক্রাইসিসকে কমেডি এর মাধ্যমে উপস্থাপন করার কাজটি খুব সুনিপুন ভাবে সম্পন্ন করেছেন। যার জন্য অস্কারের সেরা পরিচালক ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে, জিতেও জেতে পারেন। মুভিতে অর্থনীতির বোরিং বিষয় গুলো মার্গট রুবি, সেলেনা গোমেজদের মত সেলিব্রিটি দ্বারা ব্যাখ্যা করা হয়। এটি ছিল অ্যাডাম ম্যাককে’র মাস্টার স্ট্রোক গুলোর মধ্যে একটি। তার আরেকটি মাস্টার স্ট্রোক ছিল মুভি ঝুরে রায়ান গোস্লিং এর নেরেশন এর ব্যবহার। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি উনার নেরেশন ছিল মুভির অন্যতম পজেটিভ দিক। মুভির মিউজিক ডিপার্টম্যান্ট এর দায়িত্বে ছিলেন নিকোলাস ব্রিটেল। কম্পোজার হিসেবে এটি উনার সবচেয়ে বড় প্রজেক্ট। টুয়েল্ভ ইয়ার্স এ স্লেভ এবং হোয়িপল্যাস এর মত মুভিতে কাজ করা এই মিউজিশিয়ান উনার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে মাতিয়ে রেখেছিলেন পুরোটা মুভি ঝুরে। অস্কারে তিনিও পেতে পারেন নমিনেশন।

সামাজিক দক্ষতাহীন কিন্তু জিনিয়াস অর্থনীতিবীদ মাইকেল ব্যারি চরিত্রে ক্রিস্টেন বেল কেমন ছিলেন তা বললেও চলবে। শুধু বলতে চাই উনার অন্যান্য রোলের মত এই রোলেও ছিলেন ডেডিকেটেড। তাই এবাবের অস্কারে বেষ্ট সাপোর্টিং এক্টর হিসেবে আমার বাজি থাকবে ক্রিস্টেন বেল এর পক্ষে। সেন্সিটিভ, হালকা রাগী মার্ক বৌম চরিত্রে ছিলেন স্টিভ ক্যারল। লিটল মিস সানসাইন খ্যাঁত স্টিভ ক্যারল তার কমিক টাইমিং, উত্তাল সব ডায়লগ আর পাগলাটে অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন। মুভি প্রযোজনা করার পাশাপাশি ছোট একটি রোলে ছিলেন ব্রাড পিট। এই ছোট রোলটি বারবার মানিবল’র কথা মনে করিয়ে দিচ্ছিল।
মুভিতে হাসি ঠাট্টা এর মধ্যমে পরিচালক এক কঠিন সত্য তুলে ধরেছেন। এমন সব ক্রিমিনালদের কথা বলেছেন যারা ভাল মানুষের মুখোশ পড়ে তাদের ক্রাইম চালিয়ে যায়। কখন তাদের কোন শাস্তি হয় না, তাদের শান্তির ব্যাপারে কেউ কথাও বলে না। ভাল মানুষের মুখোশে এই ক্রিমিনালদের কথা সবার সামনে তুলে ধরায় পরিচালক অ্যাডাম ম্যাককে কে ধন্যবাদ দেয়াই যায়।
আশা করি সবাই মুভিটি দেখবেন। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আইএমওয়াচিং বলেছেন: দেখিনাই । দেখিতে হইবেক ।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

ঈশান কবির বলেছেন: দেখে ফেলেন...।।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

এস কাজী বলেছেন: হুম দেখতে হবে।

রিভিউ ভাল লাগলো

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

ঈশান কবির বলেছেন: ধন্যবাদ.।।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

দাড়ঁ কাক বলেছেন: বেশ প্রফেশনাল রিভিউ হয়েছে। ফাইনান্সের ষ্টুডেন্ট হিসেবে ফাইনান্সিয়াল থ্রিলার বই কিংবা মুভি খুব এনজয় করি। দেখে নেব সময় করে।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

ঈশান কবির বলেছেন: ধন্যবাদ। যেহেতু অর্থনীতিতে আছেন, মুভিটি খুব ভাল ভাবে বুঝবেন। এমনকি নতুন অনেক কিছু শেখার সুযোগও পেতে পারেন।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

ঈশান আহম্মেদ বলেছেন: দেখা হয় নি।দেখব।ডাওনলোড দিলাম।ধন্যবাদ ঈশান ভাই রিভিও দেওয়ার জন্য।অসাধারন একটা রিভিও।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

ঈশান কবির বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

তামান্না তাবাসসুম বলেছেন: দেখবো মুভিটা, সুন্দর রিভিউ :)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

ঈশান কবির বলেছেন: ধন্যবাদ। দেখে মতামত জানাবেন।।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

লিও কোড়াইয়া বলেছেন: মুভিটা নিয়ে আগেও একজন রিভিউ লিখেছিল মনে হয়, তখনই দেখার ইচ্ছা জন্ম নিয়েছিল। গতকাল ডাউনলোড করেছি। অাপনার রিভিউ পড়ে দেখার আগ্রহ আরেকটু বাড়লো।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

ঈশান কবির বলেছেন: দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ভালো রিভিউ। ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

ঈশান কবির বলেছেন: আপনাকে ধন্যবাদ। মুভিটা দেখবেন। এবং দেখে জানাবেন কেমন লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.