![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
❤️চরফ্যাশন তথা ভোলা জেলার অন্যতম স্থাপত্য নির্দশন - "জ্যাকব টাওয়ার" ,❤️
চরফ্যাশন সদর বাস স্টেশনের কাছাকাছি গেলেই আপনি দেখতে পাবেন আপনার স্বাগত জানাতে মাথা উচু করে দাঁড়িয়ে আছে চর ফ্যাশন ওয়াচ টাওয়ার। ফ্যাশন স্কয়ারের পাশেই স্থাপিত প্রায় ২১৫ ফুট উচু এই ওয়াচ টাওয়ারে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইনুকুলার, যার সাহায্যে আপনি পূর্বে তেতুলিয়া নদীর শান্ত জলধার, মেঘনার উত্তার ঢেউ আর দক্ষিণে চর কুকরি মুকরি সহ বঙ্গোপসাগরে কিছু অংশের উপভোগ করতে পারবেন। ভাগ্য ভালো থাকলে (খোলা থাকা সাপেক্ষে) আপনি বাংলাদেশের সর্বোচ্চ এই ওয়াচ টাওয়ারে উঠে চারোপাশে এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারেন
©somewhere in net ltd.