![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যোদয়ে তুমি , সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্ম ভূমি।
কত শখ করে সামুতে একটা আইডি খুলে মনের আনন্দে লেখালেখি করছিলাম, কিন্তু নেপালের ভুমিকম্পের মত একদা সামুকম্প এসে আমার সাজানো ব্লগ আঙ্গিনা তছনছ করে দিল। আমার ব্লগ পাসওয়ার্ড কোন এক অজানা কারনে ম্যাচ করছিলনা। সকল প্রকার পদ্ধতিতে চেষ্টা করা হল , সামুতে কমপ্লেইন দিলাম, জানাপুকে ফেসবুকে ইনবক্স করলাম, মেইল করলাম কোন কিছুতেই কোন কাজ হল না। ভাগ্যিস এই নিকটা ব্যাক আপ হিসাবে তৈরি করে রাখা ছিল, নইলে আমার এ অসহায়ত্বের কথা জানানোর কোন উপায় ও ছিল না । আমার ব্লগ আইডি এম ই জাভেদ। এই আই ডি দিয়েই আমি ব্লগিং এ স্বাচ্ছন্দ বোধ করি । তাই কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন- আমার পাসওয়ার্ড ফেরত দিন।
আমি জানতাম ব্লগ কর্তৃপক্ষ ব্লগারদের সমস্যা সমাধান নিয়ে অনেক বেশি যত্নশীল ! তবে সামু কেন আমার সাথে বিমাতা সুলভ আচরন করছে। এখন ভয় হচ্ছে , আবার না জানি আমার এ আই ডি বন্ধ করে দেয়া না হয়!
সামু কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করছি। আমার ব্লগের লিংক দিলাম। এম ই জাভেদ
ইতি
এক অসহায় ব্লগার
©somewhere in net ltd.