![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবাহিত দম্পতিদের কাছে পরিবার পরিকল্পনা পদ্ধতি একটি পরিচিত শব্দ। কারণ তারা কোন না কোন পদ্ধতি ব্যবহার করছেন। যারা সদ্য বিয়ে করেছেন বা বিয়ে করবেন ভাবছেন বা পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে পুর্ণ ধারনা নেই তাদের জন্যই আমার এই পোস্টটি।
পরিবার পরিকল্পনা পদ্ধতির প্রকারভেদ :
>>> পরিবার পরিকল্পনা পদ্ধতিকে সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়। যথা ----
১. স্বল্প মেয়াদী
২. দীর্ঘমেয়াদী
৩. স্থায়ী
নিম্নে বিস্তারিত আলোচনা করা হল :
১. স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি :
স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে রয়েছে ------ বড়ি, কনডম ও ইনজেকশন।
২. দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি :
দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে রয়েছে ---- আইইউডি ও ইমপ্লান্ট ।
৩. স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি :
স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে রয়েছে ----পুরুষদের জন্য এনএসভি ও মহিলাদের জন্য লাইগেশন (টিউবেকটমী)।
আমরা ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি পদ্ধতি (বড়ি,কনডম,ইনজেকশন,আইইউডি,ইমপ্লান্ট,এনএসভি,লাইগেশন) নিয়ে বিশদাকারে আলোচনা করেছি। যার মাধ্যমে আপনারা সকল পদ্ধতি সম্পর্কে পূর্ণ ধারণা পাবেন এবং আপনাদের ব্যক্তিগত জীবনে উপকারে আসবে বলে আশাবাদ রেখে আজকের মত এখানেই শেষ করছি।
ইউটিউব চ্যানেলের লিংক :
Family Planning - Youtube Channel
©somewhere in net ltd.