নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তালহা বিডি

তালহা বিডি › বিস্তারিত পোস্টঃ

সুশীল, সেক্যুলার, বাম ও নাস্তিকদের মিডিয়া দখলের মাধ্যমে ভারতের ক্ষমতায়ন

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

২০০৮ এর নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশে যত ঘটনা-দুর্ঘটনা ঘটানো হয়েছে তাঁর সবকিছুর বেনিফিশারী বামপন্থীরা,
***বাংলাদেশে বর্তমানে ৩২টি ইলেকট্রনিক মিডিয়া আবির্ভাবের সবচেয়ে বড় বেনিফিশারী বামপন্থীরা।এসব চ্যানেলগুলোর বেশিরভাগ মালিকানা আওয়ামী রাজনীতিবিদ্‌ এবং ব্যবসায়ীদের হাতে হলেও চ্যানেলগুলোর নিয়ন্ত্রন বামপন্থীদের হাতে। বলতে গেলে, এসব চ্যানেলগুলোর সবচেয়ে গুরুত্বপুর্ন পদ ‘বার্তা সম্পাদক’ এর পদগুলো সবই বামপন্থী সাংবাদিকদের নিয়ন্ত্রণে । এছাড়া এসব চ্যানেলে কর্মরত সাংবাদিকদের ৯০%ই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাস করা ছাত্রইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগের কর্মী এবং সংখ্যালঘু হিন্দু। আর প্রথম আলো, যুগান্তর, কালের কন্ঠ, সমকালসহ শীর্ষস্থানীয় প্রিন্ট মিডিয়াগুলো অনেক আগে থেকেই পুরোপুরি হিন্দু এবং বামপন্থীদের দখলে,
***যুদ্ধাপরাধ বিচারের নামে আওয়ামী লীগকে দিয়ে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকরের মাধ্যমে বামপন্থীদের শক্তিশালী করেছে ভারত। গভীরভাবে বিশ্লেষন করলে, যুদ্ধাপরাধ বিচারে আওয়ামী লীগের কার্যত কোন বেনিফিট নেই আর এটা একদিন আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পাবে। এই বিচারের পুরো বেনিফিট যাবে বামপন্থীদের ঘরে। এছাড়া বিভিন্ন ইসলাম বিরোধী কার্যকলাপ, আইনপ্রনয়ন এবং বাংলাদেশের ইসলামী দলগুলোকে দুর্বল করার মাধ্যমে পরোক্ষভাবে লাভবান করা হয়েছে বামপন্থী সেক্যুলারদের,
***প্রশাসন, পুলিশ ও বিচারবিভাগের শীর্ষ পদগুলোতে গত ৬বছর ধরে দলীয়করন এবং কোন নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়েছে বামপন্থী এবং সংখ্যালঘু হিন্দুদের। একটা গোপন রিপোর্টে দেখা গেছে , এদের আনুগত্য যতটা না আওয়ামীলীগের প্রতি, তার চেয়ে বেশি বামদের প্রতি। এজন্য বর্তমানে বাংলাদেশে কোন বামপন্থী বা হিন্দুর উপর সামান্য আঘাত আসলেই পুরো প্রশাসন, মিডিয়া , পুলিশ ও বিচারবিভাগে তোলপাড় হয়ে যায়,
***বিএনপি, আওয়ামী লীগ এই দুইটি প্রধান দলের সিনিয়র নেতৃত্ব এখন এককালে বাম রাজনীতি করা রাজনীতিবিদ্‌দের হাতে। এসব দলের বামরা সবাই একই স্বার্থে, একই লক্ষ্যে কাজ করছে,
***দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাদাবাজি, খুন, ধর্ষন, গুম সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে জনগনের কাছে ভিলেন হয়েছেন বিএনপি এবং আওয়ামী নেতারা। আর তাদেরকে মিডিয়ার মাধ্যমে কালার করার মধ্য দিয়ে বাংলাদেশের মুল ধারার রাজনীতিবিদ্‌দের ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে বামপন্থীদের ইমেজ বৃদ্ধি করা হয়েছে।আরেকটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, এসব দলের নিয়ন্ত্রনে থাকা বামপন্থী কাউকে কিন্তু ভিলেন বানানো হয়নি। বরং তাদের ‘ক্লিন ইমেজ’ এর লোক বলে সব মহলে পরিচিত করানো হচ্ছে,
***বাংলাদেশকে মধ্যপ্রাচ্য এবং আমেরিকা ব্লক থেকে বের করে ভারত,চায়না এবং রাশিয়ার ব্লকে নিয়ে গিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বামপন্থীরা। বাংলাদেশে বর্তমানে যেভাবে সরাসরি ওয়াল্ড ব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাচ্ছিল্য করা হয়, তা আগে কখনো ঘটেনি।
একটু গভীরভাবে বিশ্লেষন করলে যাবে, গত ৬/৮বছর ধরে বাংলাদেশে যা কিছু করা হয়েছে তা পরোক্ষভাবে বামপন্থী এবং বাম রাজনীতিকে শক্তিশালী করার জন্য। কেন......? এদেশের প্রধান দুটি দলের প্রতিপক্ষ হিসেবে দাড় করানো হয়েছে ইসলাম আর ইসলামী দলগুলোকে। কিন্তু কেন......?এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। তাহলে আগামী দিনের রাজনীতির সমীকরনটা আপনার কাছে অনেকখানি পরিস্কার হয়ে যাবে।
শেষ করব, একটা কথা বলে। নাস্তিক, সুশীল, সেক্যুলার, বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা । এদেশে বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াত এই তিনশক্তির মধ্যে পারস্পরিক চিরস্থায়ী শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরী করার পথটা অনেকটাই তৈরী করে ফেলছে বামরা। আর তাই, অদুর ভবিষ্যতে হয়ত এই দৃশ্য দেখা অসম্ভব নয় যে এদেশের মুল রাজনৈতিক শক্তিগুলোর একটাকে আরেকটার পিছনে লাগিয়ে জাতীয় সরকার বা অন্য কোন নামে ক্ষমতার সুধা পান করছে সুশীল, সেক্যুলার,বাম ও নাস্তিকরা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

টিট ফর টেট বলেছেন: Vua post

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

তারাবেষ্ট বলেছেন: দেখাযাক আপনাকে দিয়ে "সামু" india র সাথে লড়তে পারে কিনা!!!
"দেখা দেও সামু" !!!

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

ভূতের কেচ্ছা বলেছেন: গাজায় টানটা মনে হয় একটু বেশি দিছিলেন.

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

তিক্তভাষী বলেছেন: বাম আবার কে? আলহাজ্ব ইনু আর আলহাজ্ব মেনন? ডান, বাম, মধ্যম সবগুলোই ভন্ড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.