![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ কামাল যেমন শহিদ মিনারে যাওয়াকে কেন্দ্র করে বলেছিলেন যে দেশ কি তোর বাপেঁর, ঠিক তেমন রাস্তার পাশে বিভিন্ন যায়গায় লাগানো বিলবোর্ডে ছাত্রলীগ, যুবলীগ, আওামিলীগ, হাম্বালীগ, গুন্ডালীগ, চ্যাপাতিলীগের ব্যানার লাগানো দেখে বলতে হয় বিলবোর্ড তোর বাপেঁর নাকি? সমানে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আবার নতুন করে বিলবোর্ড ব্যাবহারের নেশায় মেতেছে যুবলীগ। রাজধানির ৭৫% বিলবোর্ডে দেশের সফলতাটা বা কোন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে লাগানো, এসব রাজনৈতিক প্রচারের কারনে হুমকির মুখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এত উন্নয়ন হয়েছে যে লেখার জায়গা পাচ্ছে না! বিভিন্ন প্রতিস্ঠানের এসব বিলবোর্ডে মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপন থাকে। এসব বিজ্ঞাপন দিতে প্রতি বর্গফুটে মোটা অঙ্কের টাকা গুনতে হয় এসব কোম্পানিগুলিকে। কোন প্রকার অনুমতির তোয়াক্কা না করেই ঝুলিয়ে দেওয়া হচ্ছে এসব বিলবোর্ড অপর দিকে প্রতিবাদ করতে গেলেই কি হয় তার বিচার জনগণের কাছেই দিয়ে দিলাম। এমতা অবস্থা যদি চলতে থাকে তাহলে বিলবোর্ডে বিজ্ঞাপন দিতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আর আগ্রহ দেখাবে না, ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলার কারনে অনেক বিজ্ঞাপন ইতিমধ্যে আমরা হারিয়েছি, হারিয়েছি অনেক রাজস্ব। তাই উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্শন করছি এই বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য।
২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
নীল আকাশ ২০১৪ বলেছেন: বিলবোর্ড আর অভিনন্দন ছাড়া এইসব অকর্মাদের করার আর কিছু আছে কি?
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল উন্নয়নের প্রকৃত রুপ ইহা!!!!
উন্নয়ন কেবলই বিলবোর্ডে দৃশ্যমান
কাজীর গাই কিতাবে আছে গোয়ালে নাই..'র মত
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫
খাটাস বলেছেন: বিল বোর্ডে কোন রাজনৈতিক প্রচার আমার ও পছন্দ নহে।
তাহা যে দলের ই হোক।