![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার বাসায় ছোট ভাই, বোন বা সন্তান তার রুমে রাত জেগে কম্পিউটার চালায়? আপনি টাইম ঠিক করে দিন। যেমন, সে রাত ১২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত কম্পিউটার ব্যবহার করতে পারবেনা। বেশি কথা না বাড়িয়ে আসল কাজে আসি,
1. control panel > User account > manage account > create new account এ Standard user এ টিক রেখে একটি নতুন user account তৈরী করুন। এবং সেই account এ একটি পাসওয়ার্ড দিন।
2. তৈরীকৃত সেই account এ ক্লিক করে set up parental control এক ক্লিক করুন।
3. parental control এ on করে Time limits এ ক্লিক করে সময় দেখিয়ে দিন।
4. Ok ক্লিক করুন।
আমি রাত ১১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত দিয়েছি, আপনি আপনার ইচ্ছামত টাইম সিলেক্ট করে OK করুন।
কাজ শেষ, এই ইউজার এবং পাসওয়ার্ড তাকে দিন। আপনি যে user name দিয়ে লগিন করতেন সেটা তাকে দিবেন না। সে জেনে থাকলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। নতুন ইউজার নেইম আর পাসওয়ার্ড দিয়ে সে লগিন করলে রাত ১১ টায় কম্পিউটার লগ আউট হয়ে যাবে। সকাল ৮ টার আগে সেই আইডি দিয়ে লগিন করা যাবেনা।
আজ এখানেই, আল্লাহ হাফেজ। ফেসবুকে আমাকে
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
কমরেড ফারুক বলেছেন: জটিল টিপস.. চলবে...