নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস মস্তিষ্কের কিছু কথা

আবুবকর সিদ্দিক

আবুবকর সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

দেওয়ানবাগীর কুফুরী আক্বিদা

৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:০৮

# দেওয়ানবাগীর মেঝছেলে আরবের কারাগারে বন্দি হলে দেওয়ানবাগি আল্লাহ পাকের সাথে যোগাযোগ করে সাহায্য চায়। তখন সে দেখলো তার ছেলের জন্য আল্লাহ নিজেই খুব চিন্তিত!
নাউজুবিল্লা।
,
# যখন তার ছেলের জন্য আল্লাহ কোন ব্যবস্থা নিচ্ছেন না। তখন সে জোর দিয়ে তার মুরিদকে (কুতুব) দেওয়ানবাগীর রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে ব্যবস্থা নিতে বলে। এর পর তার জোরের কারনে, তার মুরিদের কথায় আল্লাহ ব্যবস্থা নেয়!
নাউজুবিল্লা।
,
# দেওয়ানবাগীর স্ত্রী হওয়ার জন্য হযরত ফাতেমা রাঃ পৃথিবীতে এসেছে!
নাউজুবিল্লা।
,
# দেওয়ানবাগীর স্ত্রী পূর্বজন্মে রাসুলের (সাঃ) কন্য হযরত ফাতেমা রাঃ ছিলেন!
নাউজুবিল্লা।
,
# দেওয়ানবাগীর অনেক মুরিদ স্বপ্নে তাকে স্বয়ং রাসুলের (সাঃ) চেহারায় দেখেছে!
নাউজুবিল্লা।
,
# এবং তার কোন মুরিদ মদিনায় রাসুলের (সাঃ) রওজা জিয়ারত করতে গেলে রাসুল (সাঃ) কে দেওয়ানবাগীর চেহারায় দেখে!
নাউজুবিল্লা।
,
# দেওয়ানবাগীর ছেলে, মেয়ে, নাতী মদিনায় গেলে রাসুলের (সাঃ) সাথে সরাসরি লাইন হয়ে যায়!
নাউজুবিল্লা।
,
# হযরত ফাতেমা (রাঃ) দেওয়ানবাগীর মেয়েকে ধরে অনেক কান্নাকাটি করে! নাউজুবিল্লা।
,
# রাসুলের (সাঃ) সকল আহাল দেওয়ানবাগীর মোহাম্মদী ইসলামের জন্য দোয়া করতেছে! নাউজুবিল্লা।
,
# রাসুল (সাঃ) এবং হযরত ফাতেহা (রাঃ) পরিষ্কার বলে দিয়েছে,, উনারা নাকি দেওয়ানবাগীর সাথে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে! নাউজুবিল্লা।
,
# নফসের মোকামে গেলে (দেওয়ানবাগীর ভাষায়) যেখানে আল্লাহকে দেখা যায়। সেখানে নাকি গেলে দেখা যাবে (আল্লাহর যায়গায়) স্বয়ং দেওয়ানবাগী বসা। নাউজুবিল্লা।
,,
উপরের কথাগুলো একটাও আমার বানানো নয়। সব দেওয়ানবাগী ভন্ডের মুখের কথা ভিডিও দেখুন
আগামী শুক্রবার দেওয়ানবাগীর সম্মেলন, তাই উপরের এই কথা গুলো দিয়ে আপনার আশেপাশের মানুষকে বুঝান। আপনার কথায় যদি একজনও ঈমান হারানো থেকে বেঁচে যায় হয়ত এটাও আপনার নাজাতের উছিলা হতে পারে
(ফেসবুক থেকে সংগ্রহ)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: যারা ধর্মের নামে নতুন কিছু বলে বা নতুন কিছু বানায় তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি আল্লাহ বলেছেন।
সুরা নাহল, 16:116-117: "তোমাদের মুখ থেকে সাধারনতঃ যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বল না যে, এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তাদের মঙ্গল হবে না। যৎসামান্য সুখ-সম্ভোগ ভোগ করে নিক। তাদের জন্যে যন্ত্রনাদায়ক শাস্তি রয়েছে।"

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

আবুবকর সিদ্দিক বলেছেন: জাযাকা্ল্লাহ

২| ৩১ শে মে, ২০১৬ রাত ৩:২৭

সালমান খান সিই বলেছেন: দুনিয়ায় ব্যবসার অভাব নাই! X(

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

আবুবকর সিদ্দিক বলেছেন: লাভজনক ব্যবসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.