![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# সনাতনী ধর্মাবলম্বীদের (হিন্দু) একটা ধর্মীয় বিশ্বাস হল,,,,
একটা প্রাণী পৃথিবীতে একবার আসার পর যদি ভালো কাজ না করে মারা যায়। তবে সে কিছুদিন পর পৃথিবীতে আবার আসে। মানুষ রুপে বা অন্য কোন জীবজন্তু রুপেও আসতে পারে। তার মূল কাজ হল অতীতের পাপমোচন করা। এবং ভালো কাজ করা। এভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত আসার পর যখন তার আর পাপ থাকেনা এর অর্থ হল সে সিদ্ধি লাভ করেছে। সিদ্ধিলাভকারী আর পৃথিবীতে আসেনা। আর নির্দিষ্টকালব্যাপী আসার পরেও সিদ্ধিলাভ না করতে পারলে তার ঠিকানা হয় নরক।
,
# ইসলামে আক্বিদা মতে ইহজগতে পুনর্জন্ম বা পুনর্জীবন লাভের কোন বিধান নেই। হযরত ঈসা (আঃ) আবার পৃথিবীতে আসবেন কিন্তু তিনি এখনো ইন্তেকাল করেন নি। মানে তার দেহ থেকে আত্মাকে আলাদা করা হয়নি।
,
# যে ব্যক্তি পুনর্জন্মবাদ বিশ্বাস করে নিজেকে মুসলিম দাবী করলো সে মূলত আকবরের দ্বীন-এ-ইলাহীর মত একটা মিক্সড ধর্মের অনুসারী। সে মুসলিম হতে পারেনা।
,
# ইন্ডিয়ান চ্যানেল দেখে আমাদের অনেকেই বলে ফেলেন,,,
'তোর সাথে আমার আগের জন্মেও মনে হয় সম্পর্ক ছিল।' নাউজুবিল্লা
,
# দেওয়ানবাগী বলেছে হযরত ফাতেমা (রাঃ) নাকি তার স্ত্রী! নাউজুবিল্লা,,
প্রথমত রাসুলের (সাঃ) মেয়েকে নিয়ে এত বড় মিথ্যাচার করার মত স্পর্ধা দেখিয়েছে। দ্বিতীয়ত সে এর দ্বারা নিজেও পূর্বজন্মে বিশ্বাস করলো এবং তার অনুসারীদেরকে ইসলাম থেকে সরিয়ে একেকজন হিন্দু বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হল।
,
# ঢাকাসহ সারাদেশব্যপী তার সম্মেলন সামনে রেখে রাস্তায় রাস্তায় মাইকিং হচ্ছে। যদিও তার কথাগুলো শুনলেও পাপ হবে। তবুও মানুষকে না বললে হয়ত দেখবেন আপনার ঘরের কেউই ইমান হারিয়ে ফেলেছে। মসজিদের ইমাম সাহেবদেরকে বলুন। তার বিরুদ্ধে কথা বলতে।
,
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
(কালেক্টেড)
২| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৫
মোঃ সাকিব বলেছেন: সাধারণ মুসলমান ভাইবোনকে সজাগ স্বচেতন করা আমারা সকলেরই দায়ীত্ব। আসুন আমরা সকলেই এইসব ঈমান হনন কারীদের বিরোদ্ধে রুখে দাঁড়াই।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ, আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ পোস্ট!!