![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির নীতি নাই
দেশপ্রেম প্রীতি নাই
টাগের্ট একটাই
ভাগাভাগি করে খাই
কেউ আছে ক্ষমতায়
কেউ যাবে ক্ষমতায়
নীতির ঐ রাজনীতি
জাদুঘরে সেই স্মৃতি
নেতা আর আমলায়
ভাগাভাগি করে খায়
কেউ করে সন্ত্রাস চেতনার কথা বলে
কেউ করে সন্ত্রাস বিবেকের পথ ভুলে
রাজনীতি হয়ে গেছে ব্যক্তির পণ্য
স্বাধীনতা এনেছি এই কি জন্য::$
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: বেশ সুন্দর ছন্দে সত্যি কথাটাই বললেন, ভালোলাগা জানিয়ে গেলাম।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
সামহোয়্যারইনে সু-স্বাগতম
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
টোকাই রাজা বলেছেন: আমারে একটু ভাগ দিয়েন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
রুদ্র জাহেদ বলেছেন:
কেউ করে সন্ত্রাস চেতনার কথা বলে
কেউ করে সন্ত্রাস বিবেকের পথ ভুলে
শুভ ব্লগিং