নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু › বিস্তারিত পোস্টঃ

দেশভেদে বাংগালী চেতনার তারতম্য !!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আজকে প্রথম আলোর একটা নিউজ দেখলাম, যে নিউজের শিরোনাম হচ্ছে "ঢাকা–ইসলামাবাদ পাল্টাপাল্টি?" সেখানে অনেক কমেন্টকারীকে দেখলাম পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক চিন্ন করার দাবি জানাচ্ছে যদি ঘটনা সত্যি হয় ,
তবে আমিও দাবি জানাব "কূটনৈতিক সম্পর্ক চিন্ন করার"

প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ঘটনাটি হচ্ছে " ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে ‘সন্দেহজনক গতিবিধি’র কারণে গতকাল সোমবার পুলিশ আটক করে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরই মধ্যে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর গভীর রাতে তিনি বাসায় ফেরেন।" পাকিস্তান যা করেছে তা খুবই নিন্দনীয় কাজ করেছে, যদি নিখোঁজ হওয়াটা পাকিস্তান সরকারের দ্বারা ঘটে থাকে । নিখোঁজ হলেও মেরে তো ফেলেনি !! । আর এই ঘটনাতেই বাংগালী চেতনাজীবিদের গেল গেল বলে রব উঠেছে।

আমার প্রশ্ন হচ্ছে , যখন ইন্ডিয়া প্রায়ই প্রতিদিনই মানুষ হত্যা করে সীমান্তে , তখন এই চেতনাজীবিদের এই চেতনা কোথায় ?? কই যখন ফেলানীর লাশ কাটা তারের বেডায় জুলীয়ে রাখে , তখন আপনাদের এই দেশাত্তবোধ কোথায় থাকে ???তখন তো দেখিনা এইসব মুখোসধারী লোকদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক চিন্ন করা দাবি তুলতে বা এর বিরুধীতা করতে । নাকি ইন্ডিয়া যা করবে , সবই আপনাদের বাংগালী চেতনার ভিতরে পডে !!!! অবশ্যই বাংগালী চেতনার ভিতরে পরাটাই স্বাভাবিক ,কারন বাংগালী চেতনার মানে বাংলাদেশ আর ভারতের পশ্চিম বঙ্গ এক ।

এই চেতনাজীবিদের অধিকাংশই লোকই তাদের জীবনের বেশিরবাগ সময় ইন্ডিয়াতে কাটিয়েছে ।৭১ সালে যুদ্ধের সময় এরা কলকাতাই গিয়ে আরাম আয়েশ করে কাটিয়েছে, আর যুদ্ধের শেষে দেশে এসে এমন সব ভাব দেখাচ্ছে যেন এরাই দেশ স্বাধীন করেছে আর যারা প্রকৃত মুক্তিযুদ্ধা, তাদেরকে রাজাকার খেতাব দিচ্ছে আর বিভিন্নভাবে হেনস্থা করছে।

আমাদের চিন্তা করা উচিত, এই চেতনাজীবিরা কি আসলে বাংলাদেশে বিশ্বাসী নাকি এরা ইন্ডিয়ার "র" এজেন্ট হিসেবে কাজ করছেন ??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

কল্লোল পথিক বলেছেন: আমাদের চিন্তা করা উচিত, এই চেতনাজীবিরা কি আসলে বাংলাদেশে বিশ্বাসী নাকি এরা ইন্ডিয়ার "র" এজেন্ট হিসেবে কাজ করছেন ??
শত ভাগ সহমত।ধন্যবাদ ভাই।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

বিপরীত বাক বলেছেন: শুধু বাঙালী বললে আমরা ভূখন্ডগত স্বকীয়তা টা হারাই।

যেমন আমেরিকা আর ইংল্যান্ড।
দুটোই ইংলিশ। কিন্তু একটা আমেরিকান ইংলিশ।
অন্যটা বৃটিশ ইংলিশ।

আমাদের বলা উচিৎ বাংলাদেশী বাঙালি।

কিন্তু সমস্যা আরও জটিল। আরও একটা পক্ষ আছে।
এই পক্ষ যেমন বলে ভাষা এক। তাই আমরা এক।
অন্যটা আবার পড়ে আছে ধর্ম নিয়ে।
যে মুসলমান হলে দরদ উথলে পড়ে। কিন্তু বাঙালি হোক, মুসলমান হোক। আসল কথা তারা ভারতীয়। ভারতীয় মানসিকতা ধারণ করে। পুরোই আলাদা।
পশ্চিমবঙ্গের লোকজনের জাত রক্তই আলাদা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

ফাহিম আবু বলেছেন: আপনার কথার সাথে একমত হলেও আমি "বাংলাদেশী বাঙালি" বলতেও আমার আপত্তি এই কারনে যে আমাদের দেশের উপজাতীরা বাঙালি নয় , কিন্তু ঐক্যই একটি দেশের উন্নয়নের চাবিকাঠি , তাই আমরা "বাংলাদেশী" বলার পক্ষে । পাহাডী ,বাংলাদেশি বাঙালি বলে বিভক্ত করার পক্ষে নই ।
পাহাডী ,উপজাতী, বাংলাদেশি বাঙালি সবাইকে মিলেই আমরা এক দেশ বাংলাদেশ ও আমরা সবাই বাংলাদেশী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.