![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা : নারী
কবি : জাগ্রত কবি মুহিব খান
গ্রন্থ : লাল সাগরের ঢেউ
পোষ্টটি নারী দিবসে সকল নারীদের প্রতি উৎসর্গিত।( জাগ্রত কবি মুহিব খানের কবিতাটি আমার এত ভাল লেগেছে যে তাই শেয়ার না করে পারছিনা, )
-
রাসূলের পথ, দ্বীন শরীয়ত, পর্দা হিজাব ছাড়ি
পাশ্চাত্যের নেংটি পরিয়া গর্বিত আজ নারী।
জানে না তাহার কি যে অধিকার বুঝেনাকো সম্মান
নিজেরই ফাঁদে পড়ে শুধু কাঁদে, সয়ে যায় অপমান।
-
খুলিয়া দেখে না কোরানের বাণী, মানে না দ্বীনের নীতি
দুনিয়ায় তবে কি করিয়া হবে নর-নারী সম্প্রীতি?
ধর্ম দিয়াছে যত অধিকার নারীকে নর সমান
সবখানে তার রাখিয়াছে কিছু ক্ষেত্রের ব্যবধান।
-
সকলের তরে সম অধিকার নিজের অবস্থানে
অবস্থানের ব্যবধান কেউ মানে কিবা নাই মানে।
জীবনের পথে নারী ও পুরুষ দু'দিকের দুই চাকা
দুটোকেই যদি আনো একধারে আর দিক রবে ফাঁকা।
-
জীবনযাত্রা থেমে যাবে যদি অনিয়ম তাতে হয়
ঘিরিবে আঁধার দুর্দশা আর ব্যথা ভয় সংশয়।
পুরুষেরা চির বজ্র কঠোর নারীরা ফুলের মত
সকল আঘাত সহিবে পুরুষ, নারী রবে অক্ষত।
-
মহাপ্রলয়ের নাকারা পুরুষ, নারী বেহুলার সুর
পুরুষেরা ভীম অগ্নিপ্রতীম, নারী চির সুমধুর।
পুরুষ হানিবে চরম আঘাত, নারীরা যোগাবে বল
পুরুষের ক্ষতে জড়াইবে নারী স্নেহের ভেজা আঁচল।
-
লাঙ্গলের জোরে পুরুষ আবাদ করিনে মহাশশ্মান
নারীরা সেথায় স্নেহ মমতায় রচিবে ফুল বাগান।
নারী ও পুরুষ জীবনে দু'জন দু'জনার সহযাত্রী
একি মুদ্রার এপিঠ ওপিঠ নর দিবা নারী রাত্রি।
-
একে অপরের নয়তো বিরোধী নয়তো প্রতিদ্বন্দ্বী
যার যার পথে মুক্ত সবাই কেহ নয় কারো বন্দি।
নির্বোধ নারী করে আহাজারি বুঝে না মর্ম তার
স্বীয় অধিকার না চাহিয়া চায় পুরুষের অধিকার।
-
হয়ে বেসামাল চালিয়ে কুড়াল নিজেই নিজের পায়
চক্ষু বুজিয়া পুরুষের ঘাড়ে চাপায় সকল দায়।
আজিকার নারী ছেড়ে ইসলাম ছেড়ে কোরানের বাণী
পশ্চিমাদের বেহায়াপনার শিখিয়াছে সব খানি।
-
অশালীনতায় ডুবিয়া জাতির করিছে সর্বনাশ
ভুলিয়াছে স্মৃতি সোনালী যুগের, ভুলিয়াছে ইতিহাস।
ভুলিয়াছে নীতি বিবি খাদিজার, মা জননী আমিনার
রাসূল তনয়া ফাতেমার আর প্রিয়তমা আয়েশার।
-
অশালীনতার তুঙ্গে যে নারী করিয়াছে আরোহণ
প্রগতির নামে তাহারা চালায় কিসের আন্দোলন?
যে নারীর লাগি দেশ ও জাতির ইজ্জত রাখা দায়
সে নারীর মুখে মুক্তির বাণী কি করিয়া শোভা পায়?
-
সমাজের যত অবিচার আর অন্যায় বাড়াবাড়ি
সম্মুখে তার দেখিবে পুরুষ, পশ্চাতে রবে নারী।
খোঁজে দেখ যদি মিলিবে প্রমাণ মুছে যাবে সংশয়
নারীরাই করে নিজেদের ক্ষতি পুরুষেরা কভু নয়।
-
আজিকার যুগে পুরুষ জালিম নারীও সর্বনাশী
দোষে গুণে তারা সমান সমান কেহ নয় কম বেশি।
প্রয়সীর লাগি কত না প্রেমিক পাথরে ফোঁটায় ফুল
বিনিময়ে তার সারাটি জীবন ভুলের দেয় মাশুল।
-
কত নারী হায় সপিয়া জীবন পুরুষের পদতলে
বঞ্চনা আর প্রতারণা সয়ে ভাসে নয়নের জলে।
হায়রে অভাগী জনমের লাগি পুরুষে করিয়া সাথি
স্বভাবের দোষে পদে পদে খায় সেই পুরুষের লাথি।
-
এভাবে কি আর চলে সংসার কোন পথে সমাধান?
হাতে হাত ধরি এসো আজ করি সে পথের সন্ধান।
ইসলামে আছে নারীর মুক্তি, নর সম অধিকার
শালীনতা আর পর্দাই হল নারীর অহংকার।
-
এসো নারী এসো স্বর্গের পথে নরকের পথ ছাড়ি
ভগ্নী, প্রেয়সী, জননী আমার চির মহিয়সী নারী।
২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
আমিই মিসির আলী বলেছেন: কত নারী হায় সপিয়া জীবন পুরুষের পদতলে
বঞ্চনা আর প্রতারণা সয়ে ভাসে নয়নের জলে।
হায়রে অভাগী জনমের লাগি পুরুষে করিয়া সাথি
স্বভাবের দোষে পদে পদে খায় সেই পুরুষের লাথি।
++
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
তট রেখা বলেছেন: কবিকে স-শ্রদ্ধ সালাম। আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর কবিতার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
ফাহিম আবু বলেছেন: ধন্যবাদ আপনাকেও !
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫
বিজন রয় বলেছেন: সো নারী এসো স্বর্গের পথে নরকের পথ ছাড়ি
ভগ্নী, প্রেয়সী, জননী আমার চির মহিয়সী নারী।
++++++