নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু › বিস্তারিত পোস্টঃ

খেলায় হারের কারনে টেনশান !!

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

কালকে রাত্রে যত টেনশানে ছিলাম , এই রকম টেনশান যদি আমার নিজের লাইফের জন্য কিংবা নিজের ক্যারিয়ারের জন্য করতাম, তাহলে আজ আমি মার্চেন্ডাইজিং এ জব করে নিজের জীবন নষ্ট করতাম না ।

আজ আমি হতে ঘুস খাওয়া কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তা বা বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারতাম, যারা ধরা পডলে অন্যের দোষ নিজের কাধে নিয়ে " সৎ লোক" স্বীকৃত পায়!! এমনকি হতে পারতাম রাখাল বালক আতিউর রহমানের মত " সৎ লোক" স্বীকৃত পাওয়া ব্যাক্তি, যে কিনা দুয়া তুলশি পাতার মত কিছুই জানে না । তখন আমি ব্যাংকে বসে নিজের আংগুল চুশতাম, কোন হ্যাকিং ঘটনা ঘটলে বলতাম যে, আমি কিছুই জানি না !!

আর, জনগন যদি দেশের জন্য এই রকম চিন্তা করত, তাহলে কোন স্বৈরশাসকের পক্ষে সম্ভব হত, রাষ্টিয় কোষাগার লোটপাট করেও খেলার মাধ্যমে দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতে।

কোন সরকার পারত না যে দেশের মোট আসনের চেয়ে বেশি আসনে বিনা ভোটে এবং বাকী আসনগুলোতে শিশু, কুকুর বিডাল ভোট নিতে।
কোন সরকার পারত না যে ভোট কেন্দ্র দখল করে পৌর, ইউনিয়ন, সিটি নির্বাচনের মত স্থানীয় নির্বাচনে প্রশাসনের সহায়তায় সব গুলো জিতে নিতে এবং অল্প কয়েকটা আসন অন্য দলকে দান করতে।

রকিবউদ্দিনও পারত না সরকারের অনুগত মিডিয়ার সামনে নির্লজ্জ মিথ্যা কথা বলতে। চলতে পারত না দেশে হত্যা, গুম, ধর্ষন, শেয়ার, ব্যাংক ইত্যাদি লোটপাটের উৎসব করতে !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.