নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী !

ফাহিম আবু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি এর নতুন ভার্সন

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

স্বাধীনতা তুমি ,
যত খুশি রাজকোষ লোটপাট করা ।
স্বাধীনতা তুমি ,
শেয়ার বাজার থেকে ইচ্ছেমত টাকা লোটে নেওয়া ।
স্বাধীনতা তুমি ,
বাংলাদেশ ব্যাংকের টাকা বিদেশে পাচার করা।
স্বাধীনতা তুমি ,
সব সরকারী ব্যংক লোটপাটের উৎসব করা ।
স্বাধীনতা তুমি ,
দেশটাকে তলাবিহীন ঝুডিতে পরিনত করা ।
স্বাধীনতা তুমি ,
হত্যা, দর্ষনের উৎসব করা ।
স্বাধীনতা তুমি
যাকে তাকে গুম করা ।
স্বাধীনতা তুমি
একজন নিরাপরাধ লোক কে ক্রসফায়ার দিয়ে দিয়ে প্রকৃত আসামী আডাল করা ।
স্বাধীনতা তুমি
চেতনার নামে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা।
স্বাধীনতা তুমি
শাহবাগে বসে ছেলেমেয়ে একসাথে বসে বিরানি খাওয়া।
স্বাধীনতা তুমি
তনুর মত হাজারো মেয়ের দর্ষন করা
স্বাধীনতা তুমি ,
অন্যায় অবিচার চুপচাপ চেয়ে থাকা ।
স্বাধীনতা তুমি ,
ভারতের সব অন্যায় আবদার মেনে নেয়া।
স্বাধীনতা তুমি ,
সুন্দরবন ধংশ হচ্ছে দেখেও না দেখার ভান করা।
স্বাধীনতা তুমি ,
ফারাক্কার মত তিস্তায় বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভুমি হতে দেখেও ,ভারতের তাবেদারি করা।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

আহমদ ফয়েজ বলেছেন: দেশ জাহান্নামের দিকে চলে যাক আমি ক্ষমতা চাই,
বাকশালী নেত্রী না সি হা

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

ফাহিম আবু বলেছেন: বর্তমান সরকারের নীতি হচ্ছে,দেশ জাহান্নামে যাক , তাতে আমার কি ? আমি খাচ্ছি, ঘুমাচ্ছি, এই তো বেশ আছি, যারা আমার সমালোচনা করছে , তারা আসলে সবাই রাজাকা.

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

বাংলার নেতা বলেছেন: স্বাধীনতা তুমি
শেখ হাসিনার গাঁয়ে ভারতের পতাকাবাহী শাড়ি!
স্বাধীনতা তুমি
রাজন ও বিশ্বজিতের মায়ের করুন অাহাজারী!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

ফাহিম আবু বলেছেন: ভাল বলেছেন , ধন্যবাদ ।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

ক্ষুদ্রমানব বলেছেন: ভালো লাগলো। দারুন লাগলো

৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

রাজু বলেছেন: অনেক সুন্দর কবিতা....

৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩

কলম বাবু বলেছেন: অসম হইয়াছে ................

৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: দারুন।

৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩

বাংলার নেতা বলেছেন: ৪৫ বছর পরেও আমি স্বাধীনতাকে খুজছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.