নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি,একটা আলো ঘুম ভাঙাবে বলে...

ফাহমিদা আফরোজ নিপু

যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!

ফাহমিদা আফরোজ নিপু › বিস্তারিত পোস্টঃ

সামনে একক, পেছনে সহস্র

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

দশম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় বাংলা প্রথম পত্র বইয়ে জাতীয় কবি কাজী নজরুলের "দুরন্ত পথিক" নামে একটি প্রবন্ধগল্প পড়েছিলাম। তার মূল বক্তব্য ছিলো এমন, যতই দুরন্ত পথিক সামনে এগোতে চাইবে, কন্টকাকীর্ণ পথ তার ধারালো কাঁটায় তাদের পথ রুখে দাঁড়াবে। শেকলে পা জোড়া বেঁধে আটকে রাখতে চাইবে। পেছনে জড়োসড়ো হয়ে থাকা বুড়োরা সামনের ভয়ংকর কষ্টের বিবরণ দিয়ে থমকে দিতে চাইবে। শেষমেষ মৃত্যু নামক দানব তার তলোয়ার বের করে শেষ সুযোগ দিবে যেন পথিক ফিরে যায়। কোনো কিছুই দুরন্ত পথিক পরোয়া না করে সামনে এগোয় আর বলে, আমাকে অনুসরণ করে আসছে সহস্র পথিক। সেই সহস্রের প্রত্যেকের পেছনে আছে আরো সহস্র। তারা সহস্রের পেছনে সহস্র। তাদের কি করে রুখবে?
ব্লগার রাজীব খুন হয়েছেন। অভিজিৎ সরকার খুন হয়েছেন। ফয়সাল আরেফিন দীপন খুন হয়েছেন। আহমেদুর রশীদ টুটুল খুন হয়েছেন। কাল আমি খুন হবো। পরশু আপনি খুন হবেন। ক্ষতি আমাদের হচ্ছে,কিন্তু তাদের লাভ হচ্ছে না। যারা এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা হয়তো "একটি গাছ কাটলে দশটি গাছ লাগান" এই নীতিতে বিশ্বাসী। একজন করে পথিক মারছে আর দশজন করে জীবিত করছে!
সাবাশ! মারতে থাকো। আমরা মরতে জানি। কত মারবে? রক্ত আমাদেরই, ডিএনএ হলো বাংলাদেশ প্রেমিকের ডিএনএ। আবার "বাঘ"ই জন্ম দেবো। ভয়কে কবর দিয়েছি এ মাটির বুকে জন্মেই। সে এখন কঙ্কাল। তোমরা তোমাদের মত চলো। আমরা ভীত নই। কারো পথ রুখে দাঁড়াই না। পথটাই চিরতরেবিলীন করে দিই।
বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে যেন সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তকে বা অভিযুক্তদের শাস্তি প্রদান করা হয়। বেশি দেরী হয়নি বিদেশী নাগরিক খুনের। তার উপর অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছিল শুধুমাত্র নিরাপত্তার দোহাই দিয়ে। ব্রিটিশ হাইকমিশনার অলরেডি নাক সিঁটকে ফেলেছে মুক্তমনাদের চেতনা সংরক্ষণে বাংলাদেশের অবহেলা এবং ধ্বংসের তাগিদ দেখে। তাছাড়া পশ্চিমা দেশগুলো থেকে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে বড় ধরনের জঙ্গী হামলা হতে পারে। হচ্ছেও বর্তমানে। একজন দুজন করে মারছে,তাই গায়ে লাগছে না। এগুলোই এক সময় মহামারী আকার ধারণ করবে। আর আন্তর্জাতিকভাবে যখন এ ধরনের কিছু ধারণা করা হয়,তখন তা একেবারে ফেলনা হয় না। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যদিও বাংলাদেশের অবস্থান কিছুটা পজিটিভ হয়েছিল,খেয়াল করলে দেখা যাবে, শুধুমাত্র নিরীপত্তাজনিত কারণে বাংলাদেশ নেগেটিভিটি অর্জন করছে। মনে রাখতে হবে, এক গামলা দুধ নষ্ট করতে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট! বিমানমন্ত্রী রাশেদ খান মেননের কথা কিছুটা সন্তোষজনক এক্ষেত্রে। তিনি বলেছেন, "সমস্যা এখন আমাদেরকে সম্মিলিতভাবে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে।" যত যাই বলি, আমাদের ঘরের ভুল যদি আমরা না শুধরাই তাহলে পাশের বাড়ির প্রতিবেশীর ঠ্যাকা নেই তা শুধরানোর। তারা আমাদের ভুল নিয়ে কানাঘুষো করতে পারলেই বেশি সন্তুষ্ট। গৃহযুদ্ধ একটি দেশভঙ্গের কারণ হয়, এ কথা আমাদের মাথায় রাখা উচিত। তবে বাংলার দামাল বাহিনীগুলোর প্রতি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস আছে। আশা আছে। তারা একবার গর্জে ওঠার দেরী! আসুন আমরা সবাই মিলে শুধু আর একটিবার "বাংলাদেশকে ভালোবাসি" ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

কিরমানী লিটন বলেছেন: সব হত্যাকাণ্ডই ঘৃণ্য দানবীয়,এই অন্ধকার কেটে আলো আসুক,প্রাণের স্বদেশের বুকে...
শুভকামনা ..

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনাকেও শুভ কামনা...

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: বাংলাদেশকে ভালোবাসি

এই দুটো শব্দই কতবট বক্তব্য বের করে আনলো। তারা একবার মন থেকে এটা বলতে পারলে, তারাও আর ওসবে যেত না।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:৫৯

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: সেটাই তো দুঃখ রে ভাই। তারা মায়ের বুক খালি করতে পারে,ভালোবাসায় ভরিয়ে দিতে পারে না।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৩

পিচ্চি হুজুর বলেছেন: ৭১ বারবার আসে না, ওইটা একবারই আসছিল। আবার "বাঘ"ই জন্ম দেবো ফেইসবুক জেনারেশন এর কাছে থেকে এইটা আশা করা বোকামী। দেশে যেইভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হইছে তাতে আরো মরবে। আজকে প্রকাশক রে মারছে কালকে বই বিক্রেতাদের মারবে। এরপরে মারবে অনলাইন এ পৃষ্ঠপোষকদের।

দুই, সবচেয়ে অবাক লাগে দেশটারে জংগী রাষ্ট্র বানানোর চেষ্টা খুব ভালভাবেই হইতেছে এবং তাতে পঞ্চাশভাই সফল হইছে। আগামী বছরগুলাতে উদীচী কিংবা রমনার মত আর কোন ঘটনা ঘটবে না এইটার গ্যারান্টী কেউ দিতে পারে না।

তাজিয়া মিছিল এ বোমা হামলা করছে, এর পরে করবে পুজা মন্ডপ এ। চার্চ এ ও। অথচ সরকার এর কোন নজর নাই। দুইদিন পর বাংলা হইছে আফগান এইটা কইয়া যখন পশ্চিমা রা ছড়ি ঘুরাবে তখন সবাই মজা টের পাবে। সামনে সেইদিন আসতেছে ।

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আশা হারায়েন না রে ভাই,আশা রাখেন। সব হবে। ফেইসবুক জেনারেশনে বাঘ আছে, তাদের চোখ "লাইটার" এর মত জ্বলজ্বল করে। দুর্ভাগ্যবশতঃ হয়তো তা আপনার দৃষ্টির অগোচরে চলে গেছে। আমি সৌভাগ্যবান, আমি তাদের দেখেছি। বাঘ থেকে কখনো বেড়াল জন্মায় না। তারা বাঘই জন্ম দেবে।
'৭১ বারবার আসে না, কথাটা ঠিক না পুরোপুরি বোধ হয়। ২০১৩ তে একবার এসছিলো, যারা মারা যাচ্ছেন তারা যুদ্ধ করেছেন বলেই মারা যাচ্ছেন। যুদ্ধে হয়তো তৎক্ষণাৎ কপালজোরে বেঁচে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধ তারা করেছেন।
আরে ভাই, যখন আমাদের অস্ত্র ছিলো না, কেবল দা বটি খুন্তি কোদাল লাঙল ছিল, তখন যদি আমরা বাংলাদেশ স্বাধীন করার স্বপ্ন দেখতে পারি, এখন দেখতে দোষের কিছু নেই। ৭ কোটি বাঙালির মাঝে যদি রাজাকারের মত বেঈমান থেকে যেতে পারে ২০১৩ পর্যন্ত (যাদের মৃত্যুদন্ড হয়ে গেছে) , তাহলে ১৬ কোটি বাঙালির মাঝে এমন ছিঁচকে বেঈমান থাকা অস্বাভাবিক না। তাদেরও বিচার চাইবে আমাদের পরবর্তী প্রজন্ম, যেমন করে আমরা চাইছি।
সরকারের দোষ দিচ্ছেন? তাহলে ১৬ কোটি বাঙালির মাঝে বাংলাদেশের নিরীপত্তাবাহিনীতে ৮ কোটি বাঙালি নিয়োগ দিতে হবে যেন বাকি ৮ কোটি নিরাপদে থাকে। প্রত্যেকের পেছনে প্রোটোকল দেওয়া সম্ভব না। মূল কথা হলো, চোরকে বেঁধে ১০১ টা বেত্রাঘাত করলেও সে ছাড়া পেয়ে আবার চুরিই করবে। যারা এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা চোর। আমরা গৃহস্থ। চোরের দশদিন,গৃহস্থের একদিন। চোর ঠান্ডা মাথায় চুরি করুক। কাল হয়তো আমাকে মারবে, পরশু আপনাকে মারতে আসলে ঠিকই ধরা পড়বে।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী কবির প্রবন্ধের মাধ্যমে অনিঃশেষ প্রতিবাদীদের তুলে ধরায়।

//সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যদিও বাংলাদেশের অবস্থান কিছুটা পজিটিভ হয়েছিল,খেয়াল করলে দেখা যাবে, শুধুমাত্র নিরীপত্তাজনিত কারণে বাংলাদেশ নেগেটিভিটি অর্জন করছে। মনে রাখতে হবে, এক গামলা দুধ নষ্ট করতে এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট! বিমানমন্ত্রী রাশেদ খান মেননের কথা কিছুটা সন্তোষজনক এক্ষেত্রে। তিনি বলেছেন, "সমস্যা এখন আমাদেরকে সম্মিলিতভাবে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে।"// --- সহমত ।

ভাল থাকুন। সবসময়।

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ে সহমত প্রকাশ করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.