নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি,একটা আলো ঘুম ভাঙাবে বলে...

ফাহমিদা আফরোজ নিপু

যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!

ফাহমিদা আফরোজ নিপু › বিস্তারিত পোস্টঃ

শামুকের দর্শন

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

প্রকৃতির কঠিন আবরণে আবৃত আমি।
এক টুকরো কঠিনের মাঝে বদ্ধ,
আটকে থাকা নরমের চেয়েও নরম আমি।

খোলসের ভেতরেই আমার বসবাস।
মাঝেসাঁঝে মাথাটা বের করে
উল্টো হয়ে খোলসটি দেখার চেষ্টা করি!

দেখি, আর হাসি!
যতটা শক্ত বহিরাবরণ,
ঠিক ততটাই কোমল অন্তগাত্র!

দম বন্ধ হয়ে আসতে চাইলে,
সত্যি করে খানিকের জন্য হলেও
নিঃশ্বাস নিই চুপটি করে!

আমার নাম দিয়েছে মানুষ 'শামুক'।
ভেজা বালি আর পানিতে থাকা আমাকে
তারা এখন রৌদ্রতপ্ত বালিতে ছেড়ে দিয়েছে!

কি যে কষ্ট আমার হয়! বোঝাতে পারি না!
একবার একটি কথা শুনেছিলাম
'মানুষ' নামক প্রাণীর মুখে।

বালুতে নাকি আমার মাঝে,
আমার কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি ঘটে।
তার নাম টিউমার, মানুষ বলে!

সেই টিউমারই নাকি তাদের চাই!
যার নাম দিয়েছে তারা 'মুক্তো'।
সেই মুক্তোর জন্মতেই আমার মৃত্যু!

আর,
মুক্তোর তুলনায় নাকি আমার জীবন তুচ্ছ!
আমার মৃত্যুতেই তাদের শান্তি!!

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

এম রাজু আহমেদ বলেছেন: আপনার লেখা শামুক বৃত্তান্ত পড়ে ভীষণ ভাল লাগলো।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ভালো লেগেছে জেনে সার্থক হলাম। ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: বড়ই নির্মম, বড়ই সত্যি

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: জ্বি ভাই, নির্মম সত্য।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

শামছুল ইসলাম বলেছেন: কারও সম্পদ আহরণ, কারও মৃত্যু - চিন্তাটাকে কবিতায় চমৎকার রূপায়ন।

//সেই টিউমারই নাকি তাদের চাই!
যার নাম দিয়েছে তারা 'মুক্তো'।
সেই মুক্তোর জন্মতেই আমার মৃত্যু!//


ভাল থাকুন। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ, এমন চমৎকার উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য।

ভালো থাকুন, সবসময়।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

রক্তিম দিগন্ত বলেছেন: ঝিনুকের ভিতর না মুক্তা থাকে। শামুকে থাকে কিনা জানতাম না তো।

কবিতার থেকে কবিতার মূলভাবটা বেশি ভাল লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আমি খুব ছোটোবেলায় এক টিচারের হাতে মুক্তোর একটা ব্রেসলেট দেখে জিজ্ঞেস করেছিলাম মুক্তো কোথায় থাকে। তিনি বলেছিলেন, গরম বালির মাঝে যখন শামুকদের চাষ করা হয়, তখন নাকি মুক্তোর জন্ম হয় তাদের ভেতর। ওই ভুলটাই হয়তো থেকে গেছে। বিভ্রান্ত করার জন্য দুঃখিত। ভুলটা ধরিয়ে দিয়েছেন বলে কৃতজ্ঞ। :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু ,




আপনার আগের লেখাগুলোতে বাঘের হুঙ্কার প্রত্যাশার আওয়াজ শুনেছি । এটাতে কেন জানি মনে হলো, একটা আত্ম-সমর্পন ----- আত্ম-সমর্পন ভাব আছে । একটা অসহায়ত্ব আছে ।
নারীর একটা মায়াময় দরদী দিক হয়তো কঠিন-কোমলে এখানে ফুঁটে উঠেছে , কিন্তু তেজস্বিনী হয়ে উঠতে পারেনি ।

আর শামুকে নয় "ঝিনুক" এ মুক্তো থাকে । একটু ভেবে দেখলে খুশি হবো ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৬

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: যে যতোটা যতটা কঠোর, ততটাই কোমল- মূলভাব আসলে এটাই। হয়তো ঠিকঠাক ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। আত্মসমর্পণ করি ন্যায়ের কাছে, অন্যায়ের কাছে কক্ষনো না, মরে গেলেও না।

আর ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারাই তো শিখিয়ে পড়িয়ে শুদ্ধ করে দিবেন, তাই হয়তো ভুলগুলো ইচ্ছে করেই ভুল হয়!!

ধন্যবাদ অসংখ্য। শুভ কামনা সবসময়।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

এহসান সাবির বলেছেন: লেখা লিখি চলুক।

০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৭

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: চেষ্টা করবো, ভাই।
ধন্যবাদ, উৎসাহিত করার জন্য।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: জীবন নিয়ে এমন নির্মম লেখা!! মুগ্ধ হয়ে গেলাম সত্যিই!! ভালো লিখছেন কবি।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ অসংখ্য, এই ক্ষুদ্র মস্তিষ্ককে উৎসাহিত করার জন্য।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন শামুকের দর্শন।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: লেখাটায় ভুল আছে। তাও আপনার ভালো লেগেছে জেনে কৃতজ্ঞ হলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.