![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
গেরুয়া হাসির আড়ালে,
নীল কষ্টের মিছিল।
ভাঁজ করা রুমালের কোণায়
বোধ হয় নীল কষ্টের লাল নাম ছিলো!
ফেলে দিয়েছি।
চোখ দুটোর নিচে চাপা পড়েছে,
পরমাণু আকৃতির অসংখ্য ছোটো গল্প।
কথক - আমি,
শ্রোতা আয়নায় দাঁড়িয়ে ঠাঁয়!
আর কাকে চাই?
শহুরে কাকের ডাক,
দিচ্ছে না পিছু ডাক।
চলে যা তুই,
তোকে রুখছে না কেউ।
থেমে গেছে ঝিঁঝিঁ দের বৈঠক।
সূর্য গোসল সেরে,
গায়ে তেল মেখে
স্কুলে এসেছে, তাই।
রোদের তাপে জ্বর বাঁধিয়েছে কপোতী,
থার্মোমিটারে তাপ বেড়েই চলেছে।
তবুও কপোতের,
অন্ধ হয়েছে হাত, ছুঁয়ে দেখতে।
বালিশের নিচে
মুখোশ পরে ঘুমোচ্ছে
সকল সমাধান।
সমস্যারা অক্সিজেনে
ট্র্যাফিকহীন চলমান।
বসুমতি, তুমি
লাল না সবুজ
নাকি রংধনু?
তোমায় মুখোশ পরিয়েছে
কোন্ অসভ্য প্রজাতি সে?
মুখোশ পরিহিত কেউ
স্কুলের ঘন্টা বাজিয়ে চলেছে।
সময় শেষ!
আর একটুখানি আগে এলেও
অংকটা কষে মেলাতে পারতি!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: এতটা প্রশংসিত হবো, তা কল্পনাতীত ছিলো। লিখতে চেষ্টা করেছি মাত্র। সাথে থাকবেন যেন আরো চমৎকার লেখা উপহার দিতে পারি।
অপূর্ণতা না থাকলে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০
জুন বলেছেন: মুখোশ পরিহিত কেউ
স্কুলের ঘন্টা বাজিয়ে চলেছে।
সময় শেষ!
অসাধারন লিখেছেন ফাহমিদা আফরোজ নিপু। আমরা ভদ্র সবাই মুখোশের আড়ালে থাকা এক একজন। আপনার চুড়ির মতই রংগীন না হলেও মনে ছুয়ে গেল কবিতায়।
+
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আমার লেখা যে আপনার দৃষ্টিগোচর হয়েছে, এতেই ধন্য, দিদি। আমার ব্লগে প্রথমবারের মতন এসেছেন, তার জন্য উষ্ণ অভ্যর্থনা রইলো।
প্লাস দেওয়ার জন্য কৃতজ্ঞ থাকলাম। ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা খুশি হয়েছি।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
হাসান মাহবুব বলেছেন: মেটাফরের চমকপ্রদ প্রয়োগ। লেখার স্টাইলে স্বকীয়তা আছে। +++
২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ, উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। চেষ্টা করি নিজের মত করে কিছু সৃষ্টি করতে।
প্লাসের জন্য কৃতজ্ঞতা থাকলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখা তো দারুণ।
রোদের তাপে জ্বর বাঁধিয়েছে কপোতী,
থার্মোমিটারে তাপ বেড়েই চলেছে।
তবুও কপোতের,
অন্ধ হয়েছে হাত, ছুঁয়ে দেখতে। অদ্ভুত সুন্দর কথা।
সময় শেষ!
আর একটুখানি আগে এলেও
অংকটা কষে মেলাতে পারতি! অপূর্ণতা থেকেই যায়।