![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
দুটো রঙের এক টুকরো কাপড়,
তোমার গায়ে জড়িয়ে দিলাম।
কী মায়াবী লাগছে তোমায়!
তুমি রাণী হয়ে আছো।
তুমি বাঁ পাজরের নিচে থাকো,
বাহিরেও না, ভেতরেও না,
গহীন মাঝে আঁটো।
তোমার অনেকগুলো চোখে,
তুমি মায়া আঁটিয়ে রাখো,
কষ্ট পেলে,
বুক ভাসিয়ে কাঁদো।
রহস্যময়ী কুয়াশাকালে,
চাদর গায়ে হাঁটো।
কুহুধ্বনির বসন্ততে,
হরেক রঙে সাজো।
তুমি একটি বাংলাদেশ আমার,
মাগো, আমায় ভালোবেসো।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ, প্লাসের জন্য।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনাকেও স্বাগতম।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
সুলতানা রহমান বলেছেন: প্রথমে বুঝতে পারছিলামনা …লেখক একজন আপু …বলাটা মনে হচ্ছে নারী নিয়ে……দেশকে নিয়ে
ভাল লেগেছে আপু।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: দ্বিধান্বিত করেছি বোধ হয়!
লেখাটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
হাসান মাহবুব বলেছেন: শেষটা অনুমেয় ছিলো না। চমকটা বেশ ভালো লেগেছে। সুন্দর কবিতা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০২
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: মাঝেমাঝে চমক দিতে এবং পেতে ভালো ই লাগে বৈকি! আপনার চমকিত হওয়ার চমৎকার মন্তব্যে আমার লেখা চমৎকৃত।
নতুন বছরের শুভেচ্ছা নিবেন।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: শেষটা অপ্রত্যাশিত সুন্দরভাবে শেষ হলো। ভালো লেগেছে
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৪
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই সাধারণকে আপনার "অপ্রত্যাশিত সুন্দর" মন্তব্যের জন্য।
নতুন বছরের প্রাণঢালাও করে শুভেচ্ছা দিলুম।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর অভিব্যক্তি, হৃদয় ছোঁয়াঃ
//দুটো রঙের এক টুকরো কাপড়,
তোমার গায়ে জড়িয়ে দিলাম।
কী মায়াবী লাগছে তোমায়!//
.............
//তুমি একটি বাংলাদেশ আমার,
মাগো, আমায় ভালোবেসো।//
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ ভাল লাগল।
নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো লেগেছে বলে ভালো লাগলো।
শুভ হোক নতুন বছর।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: তুমি একটি বাংলাদেশ আমার,
মাগো, আমায় ভালোবেসো।
১ম +।