নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি,একটা আলো ঘুম ভাঙাবে বলে...

ফাহমিদা আফরোজ নিপু

যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!

ফাহমিদা আফরোজ নিপু › বিস্তারিত পোস্টঃ

শর্ত

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

আমি আবার ভালো বাসতাম,
যদি মেঘের কাছে
একলা একা বৃষ্টিটা ফিরে যেতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি অট্টালিকায় জমে থাকা
ইটের কণায় প্রাণ থাকতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি অভিমানী বোবা বাতাস
কথা বলতে পারতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি সমুদ্র আর কখনোই কোনো
গর্জন না করতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি চাঁদের বুড়ি সত্যি সত্যি
চরকাতে সুতে বুনতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি পক্ষীকন্যা আকাশ ছেড়ে
খাঁচার স্বপ্ন বুনতো!

আমি তোমার মায়ায় মত্ত।
যেন "আবার" ভালোবাসি তোমায়,
এটাই এখন শর্ত!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমি তোমার মায়ায় মত্ত।
যেন "আবার" ভালোবাসি তোমায়,
এটাই এখন শর্ত!
বাহ চমৎকার লিখেছেন।
কি যে ভাল লাগার অনুভূতি।

নতুন বছরের শুভেচ্ছা রইল আপু।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: দু হাজার ষোলো কেজি একশো এক গ্রাম ধন্যবাদ! ;)

নতুন বছর ভালো কাটুক।

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৯

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

আব্দুল্লাহ রিফাত বলেছেন: নতুন বছরের প্রথম সকালে ব্লগে আপনার কবিতাটাই প্রথম পড়লাম।খুবই চমৎকার লিখেছেন।পড়ে খুবই ভাল লাগল।আশা করি নতুন বছরটাতে অত সুন্দর সুন্দর লেখাগুলো পড়ার সৌভাগ্য আমার হবে।

নতুন বছরের প্রথম দিনের সকল কাজই করছি ভেবেচিন্তে। যেমন: আজ সকালে ঘুম থেকে উঠছি "মা" র ডাক শুনে এবং তার মুখখানা দেখে।ঠিক তেমনি একজন পাঠক হিসাবে আপনার সুন্দর লেখাটা পড়েই শুরু করলাম।

আপুকে নতুন বছরের অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা।

নতুন বছরের প্রথম সকালে ব্লগে আপনার কবিতাটাই প্রথম পড়লাম।খুবই চমৎকার লিখেছেন।পড়ে খুবই ভাল লাগল।আশা করি নতুন বছরটাতে অত সুন্দর সুন্দর লেখাগুলো পড়ার সৌভাগ্য আমার হবে।

নতুন বছরের প্রথম দিনের সকল কাজই করছি ভেবেচিন্তে। যেমন: আজ সকালে ঘুম থেকে উঠছি "মা" র ডাক শুনে এবং তার মুখখানা দেখে।ঠিক তেমনি একজন পাঠক হিসাবে আপনার সুন্দর লেখাটা পড়েই শুরু করলাম।

আপুকে নতুন বছরের অনেক অনেক এবং অনেক শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপনার চমৎকার উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

শামছুল ইসলাম বলেছেন: শুভ নববর্ষ।

খুব ভাল লেগেছে।

আপনার সবগুলো শর্তের সাথে একমত, একটা ছাড়াঃ

//আমি আবার ভালো বাসতাম,
যদি সমুদ্র আর কখনোই কোনো
গর্জন না করতো!//


ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫০

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনার চিন্তার জগতে আপনি স্বাধীন। অমিল থাকতেই পারে।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫২

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনার ভালো লাগার দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা এবং ধন্যবাদ।
নতুন বছর শুভ হোক। :)

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে সমুদ্রের গর্জন ভালোবাসার ক্ষেত্রে ঠিক কেমনভাবে নেতিবাচক ভূমিকা রেখেছে তা ঠিক বুঝলাম না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: যে শর্তগুলো দিলাম, তার একটিও সম্ভব নয় বোধ হয়। সেই দৃষ্টিকোণ থেকেই লেখা। আর সমুদ্রের গর্জন চাঁদের আলোর মতন, মনকে উদাস করতে পারে, ভালোও না, খারাপও না! তাই নেতিবাচকই বৈকি।


অসীমসম ধন্যবাদ এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.