![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
সদ্য জন্মানো লাল টুকটুকে সূর্যটা,
কেমন যেন তোমার মত!
কাঁদছে তারস্বরে,
আমি দূর থেকে ইশারায় হাত বোলাতেই
যেন ফিক করে হেসে ফেলে
চারদিকে কিরণ ছড়িয়ে দিলো!
তুমি না হলে কে তা?
দুপুরে মাথার উপর গনগনে সূর্যটা,
তোমার অগ্নিমূর্তি দেখলাম ওতে!
সে কি? অত রাগ করে আছো কেন?
বলেছি তো,
কাজ ছিলো,
তাই সকাল গড়িয়ে দুপুরে পড়লো
তোমার সাথে ফের দেখা দিতে।
রাগ ভাঙো বলছি!
না হয় কিন্তু আমি স্নান শেষে
তোমাতে আজ চুল শুকোবো না,
এই বলে দিলুম!
এই তো লক্ষীটা, তুমিই তো!
আর,
দুপুর পেরিয়ে বিকেলে যখন
তুমি ক্লান্ত হয়ে মায়ের কোলে ফেরো,
খুব মায়া হয় তোমায় দেখে,
বিশ্বাস করো।
তখন আবারো হাত বুলোই,
তাতেই তুমি সাঁঝ নামিয়ে
চুপটি করে ঘুমিয়ে পড়ো।
হুম্, সত্যিই তুমি।
না হয় অত মায়া
আর কে দেখেছে কোথায়?
মায়ার জগতে ছায়া হয়ে
ভালো থেকো হেথায়।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
আজাদ মোল্লা বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার নামটা অনেক সুন্দর
সূর্যমায়ায় তোমার ছায়া
কবিতার আহ্লাদ গুলো ভালো লেগেছে।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: যার দৃষ্টিভঙ্গি সুন্দর, তার কাছে অতি সাধারণও সুন্দর মনে হয়। তাই কৃতিত্ব আপনার দৃষ্টিভঙ্গির। ধন্যবাদ তাকে।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
হাসান মাহবুব বলেছেন: সও সুইট!
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: লেস দ্যান ইওর কমেন্ট! থ্যাংক য়্যু...
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: ছোট বাচ্চা নাকি? সন্ধ্যা হলে মায়ের কোলে যাবে?
খুব সুন্দর কবিতা
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: বাচ্চা না হলে বুঝি মায়ের কোলে ঘুমোনো যায় না?
ধন্যবাদ অসংখ্য।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
রাফা বলেছেন: চমৎকার শিরোনাম ও কবিতা।
ধন্যবাদ,ফা.আ.নিপু ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ, উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর লিখেছেন। সো সুইট।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: লেস সুইট দ্যান ইওর কমেন্ট! থ্যাংক য়্যু...
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন সূর্যমায়ায় তোমার ছায়া,
অনেক মায়া জড়ানো, মন ছুঁয়ে গেল।