![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
একতারাটির একটি তার,
হ্যালোজেন বাতির বাঁকানো দু চোখ,
কাঁচের চুড়ির চাঞ্চল্যতা,
কৃষ্ণকলির কৃষ্ণচূড়া ফুল,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।
বাক্সে বন্দি বাক্সমানব,
মেঘভর্তি চোখ ঝাপসা,
মস্তিষ্কে জমা হতাশা,
কানের কাছে সরে আসা
তরুণীর কালো চুল ,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।
কাঁচের আড়ালে মানুষ ভাসে,
শব্দ হাসে,
ঘোঁড়া ছুটে চলে নীলাকাশে,
ভাঙন ধরা নদীটির কূল,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।
টেক্কা গড়ে,
ট্রামে এক্সিডেন্ট,
ঘর ইন্জ্যুর্ড,
খেলা ভন্ডুল,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।
প্রথম দেখা,
নিউরনে ঝড়,
কেমিক্যালে চেইঞ্জ,
ঝামেলার স্কুল,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।
জীবন্ত জীব আমি,
স্তন্যপায়ী মেরুদন্ডী,
এছাড়াও একটি মানুষ!
আমি নিজেই একটি
মস্ত বড় শংকরমাখা ভুল!
তুমি আমার মাত্র একটি ভুল।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৪
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: নির্ভুলেরা ভুলের রাজ্যের প্রজা!!! ভুল নাকি নির্ভুল?
আন্তরিক কৃতজ্ঞতাবোধ রইলো।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ। ভালো লাগলো আপনার ভালো লাগায়।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৭
ইউর হাইনেস বলেছেন: ভুল থেকে যদি তৃপ্তি আসে,তবে ভুলে মন্দ কি? তৃপ্তিটাই মূখ্য।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: জগতের তৃষ্ণা নারীমূর্তি, বড়ই রহস্যময়ী! মেটে না!!
আপনার সৃষ্টিশীল চিন্তার জন্য ধন্যবাদ।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: যাপিত জীবনের অনবদ্য আলেখ্য....ভালো লিখেছেন কবি।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসমখ্য ধন্যবাদ আপনাকেও...
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়্
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ
আপনিও ভালো থাকুন।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঘোঁড়া ছুটে চলে নীলাকাশে,
ভাঙন ধরা নদীটির কূল
একটু বুঝিয়ে বলবেন ।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: রূপকথার পক্ষীরাজ ঘোড়া যখন আকাশে ছুটে চলে রাজকুমারকে নিয়ে, তখন তাকে নির্ভুলই মনে হয়।
আর নদীর স্থায়ী কূল নেই, যেখানে যখন ভাঙে সেখানেই কূল। বুঝাতে পারলাম?
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: চমৎকৃত চমৎকার মন্তব্যে! ধন্যবাদ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
গেম চেঞ্জার বলেছেন: ভাল।
২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: কী জানি!
৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
রুদ্র জাহেদ বলেছেন: তুমি আমার মাত্র একটি ভুল।
চিরদিন
এরকম ভুলকে ভালবাসা যায়?
ভালো লাগল কবিতা
১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
রুদ্র জাহেদ বলেছেন: তুমি আমার মাত্র একটি ভুল।
চিরদিন
এরকম ভুলকে ভালবাসা যায়?
ভালো লাগল কবিতা
০১ লা মে, ২০১৬ রাত ১০:১৯
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: যায় বোধ হয়। আমি ভালোবাসি তো!
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হুম সবই নির্ভুল, শুধু আমি তুমি মস্ত বড় ভুল !! তাহলে তো সবই ভুল !!!
কবিতায় ভাল লেগেছে ।