![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
অগোছালো বিছানায়
ছড়িয়ে আছে
"তুমিফুল" এর সুবাসিত মোহ।
পারিজাত পারী ছাড়িয়ে,
ধূলোমাখা গলি এড়িয়ে
তুমি পৌঁছেছো বহুদূর,
কষ্টমাখা অষ্টপ্রহরের
নষ্ট জীবন তুচ্ছ করে।
তুমি ফুল।
বসন্তে বাড়ো।
মৌমাছি আসবেই, একটি নয়;
বরং ঝাঁকে ঝাঁকে,
প্রতিটি শিরার ফাঁকে।
কিন্তু শীতকাল কি আর না এসে পারে,
বলো?
শেষমেষ,
মধু বিগলিত হলো
মৌমাছির ঠোঁট বেয়ে।
মৌচাকেও শেষ ফোঁটাটি জমেনি।
তোমার অভাবে সেও অভাবী শোকাতুর!
সেদিনই শীত এসেছে।
হয়তো কোনো বসন্তেই
তুমি আবার জন্মাবে ,
অন্য কোনো ফুল হয়ে,
পূর্বের স্মৃতিকে বিস্মৃত করে।
তবে হ্যাঁ, মনে রেখো তবুও,
ভুল করেও মিষ্টি বকুল হয়ো না,
আমি মিষ্টি বকুল ভালোবাসি।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
শাহরীন মাহাদী বলেছেন: মন খারাপের পদ্য
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: মন খারাপের পদ্য না পড়লে ভালোটা বুঝবেন কি করে?
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২০
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর , এক কথা চমৎকার ।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ, চমৎকার মন্তব্যের জন্য।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: 'তুমিফুল'! সুন্দর উপমা।
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: বোধ হয়!
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর!
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: সুন্দর মনের কাছে সবই সুন্দর।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই সুন্দর নাহ কিউট।
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন:
ধন্যবাদ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩০
রুদ্র জাহেদ বলেছেন: খুব সুন্দর
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
নাজমুস সাকিব রহমান বলেছেন: চমৎকার।