![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
ভায়োলিনের সূরে চাপা পড়ে যাওয়া
দীর্ঘশ্বাসের চিৎকারের শৎকারে,
অতি ক্ষুদ্র কিছু দ্বিধারাও
দানা বেঁধে দ্বন্দ্বের আলয় তৈরীতে
উদ্দমী হয়ে ওঠে ।
আজন্ম বিশ্বাসীরা হয়ে ওঠে
সবচেয়ে ঘৃন্য পাপী,
যাদের হৃদপিন্ড গুবরে পোকারা
খুবলে খুবলে খাচ্ছে!
অতীতের ক্ষতির
প্রলয়ংকারী বর্তমান রূপ দেখে
নিরব চিৎকারে মগ্ন থাকি।
পাশ বালিশে শুয়ে থাকা মানুষটি
কোটি ক্রোশ দূরে দাঁড়িয়ে।
আমায় কি ডাকছে?
কই? না।
চোখের পানিতে ঝাপসা হওয়া
আদরের কাছে নিজেকে অসহায় মনে হয়!
পারদে আঁকা খুঁনসুটিরা
প্যারাসিটামলের দাপটে বিলীন প্রায়!
স্নানের ঘরের আয়নায়
দুটো আদলের বড্ড অভাব অনেকদিন;
জীবনের চাকা থামে না কারো অভাবে।
তবুও,
আমি কি তোমার বিলাসিতা?
নাকি প্রয়োজন?
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ভালো লাগার কারণ হতে পেরে কবিতার শব্দগুলো আপনাকে ধন্যবাদ জানিয়েছে!
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
শামছুল ইসলাম বলেছেন: বেদনায় নীল হওয়া অনুভূতির প্রকাশটা হৃদয় ছুঁয়ে গেছে।
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: বেদনারা সবসময় নীল হয় না তো! তবুও অনুভূতিগুলো আপনাকে ছুঁতে পেরেছে জেনে প্রীত হলাম।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার প্রকাশ
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য...
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।