নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি,একটা আলো ঘুম ভাঙাবে বলে...

ফাহমিদা আফরোজ নিপু

যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!

ফাহমিদা আফরোজ নিপু › বিস্তারিত পোস্টঃ

কেজি দুয়েক আবদার

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

আমার কাছে কেজি দুয়েক
মন খারাপের গল্প আছে।
ঠোঙায় পুরে কান্না দেবো।
নেবে?
ও! নেবে না?

আমার কাছে কেজি দুয়েক
স্বপ্ন ভাঙার গল্প আছে।
মেঘবালিশে দুঃখ দেবো।
নেবে?
কেন নেবে না?

আমার কাছে কেজি দুয়েক
কষ্টমাখা আদর আছে।
বাতাসের খামে স্পর্শকাতর স্পর্শ দেবো।
নেবে?
তাও নেবে না?

আমার কাছে কেজি দুয়েক
ভালোবাসার নিঃশ্বাস আছে!
কলসি ভর্তি মায়া আছে।
নেবে?
সত্যি নেবে?
দেবো না তো তা!

যদি মন খারাপের
ভাঙা স্বপ্নের
কষ্টমাখা গল্প নিতে,
তবেই দিতাম-
ডানামেলা নীল পাখিটার
মুক্তোর মত মুক্ত রঙিন
নিত্য প্রেমের প্রশ্বাস।
মত্ত হতাম আদিম প্রেমে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৪

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম । শুভেচ্ছা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২০

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। :)

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতাটি। লিখে চলুন সতত।

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ। :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৬

অন্তু নীল বলেছেন: ভালো লাগল।
শুভকামনা

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২২

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: ধন্যবাদ। ভালো লাগা ধরে রাখতে চেষ্টা করবো। :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৮

রক্তিম দিগন্ত বলেছেন:
আপনি কেজি দুয়েক বছর পর পর কই থেইকা হাজির হন?

মনে হয় ঠিক বছর পরে আপনার লেখা আবার পড়লাম।

এবং, আপনার লেখা আসলেই সুন্দর। মায়াময়।

কেজি দুয়েক প্লাস।

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: আপনি মনে রাখতে পেরেছেন কিনা তা টেস্ট করার জন্য অনেএএএকদিন পরপর হাজির হই! ;)
ভালো আছেন?
প্লাসের মত কি আর লিখেছি?
আপনার লেখার মানের ধারেকাছে আমার লেখা নেই।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: তাই?
ধন্যবাদ রইলো তবে! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.