![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার
কিন্তু,
মাঝ রাত্তিরের দুঃস্বপ্নে,
চোখের পাড়ে জলটা মুছে দিতে
কাউকে তো লাগবেই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার
কিন্তু,
মাইগ্রেইনের অত্যাচার থেকে মুক্তি পেতে,
কপালে একটা
কোমল হাতের স্পর্শ তো লাগবেই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
কাঁথাটা সরে গেলে,
তা গায়ে জড়াতে তো
কারো থাকা চাই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
বোবা ভূত হোক আর
রক্ত সঞ্চালন বন্ধ হোক,
তা সারাতে কারো থাকাটা আবশ্যিক!
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
প্রচন্ড শীতের রাতে,
উষ্ণতা সৃষ্টিতে কারো বুকের স্পর্শ
একান্ত নিভৃত প্রয়োজন!
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
ভোররাতে জ্বর আরো বাড়লো কিনা,
তা মেপে দেখতে
একটা দৃষ্টিসম্পন্ন হাত থাকা চাই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
বেঁচে থাকতে হলে,
রক্ত মাংসে গড়া
একটা "মানুষ" বড্ড বেশী দরকার!
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০১
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: সময় যে আসলে কিসের হচ্ছে, বুঝে পাই না! আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৫
রক্তিম দিগন্ত বলেছেন:
++
একা বাঁচতে শেখাটা খুব দরকার।
কিন্তু,
একা একা বাঁচতে শেখানোর জন্য
কাউকে তো দরকার।
চমৎকার কাব্য।
৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: রক্তিম দিগন্ত মশাই,
আপনি যেমন ভালো লেখেন, তেমন নম্র আপনার মন্তব্য। ধন্যবাদ কম হবে যাবে তাই!
৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: বুঝেছি আপনি একা থাকতে পারবেন না!
৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৫
হাসান মাহবুব বলেছেন: মানুষ যখন আছে
তখন হাত জুটে যায়...
৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
কবিতায়++++
৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪১
আহমেদ জী এস বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু ,
চমৎকার ভাবের কবিতা ।
বেঁচে থাকতে হলে,
রক্ত মাংসে গড়া
একটা "মানুষ" বড্ড বেশী দরকার!
সেজন্যেই বিয়েআর অবিয়ে(লিভ-টুগেদার) প্রথা ।
তবে বাড়িয়ে দেয়া হাতটি তেমন হাত হলে ঐসব প্রথার কোনও প্রয়োজন নেই ।
অনেকদিন পরে এলেন । শুভেচ্ছান্তে ।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:০১
চাঁদগাজী বলেছেন:
সময় হয়েছে