| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুরুব্বি মুরুব্বি... উঁহু উঁহু উঁহু...
'নোংরা মানুষ এবং তাদের নোংরা চিন্তাধারার মধ্যে কখনো আটকে যেয়ো না। দেখবে এদের নেতিবাচকতা এতটাই জঘন্য এরা তোমাকে মাকড়সা যেমন জাল বিছিয়ে শিকার ধরে, ঠিক সেরকম নিজের জালের মধ্যে ঢুকিয়ে ছাড়বে!'
কর্মজীবন শুরু করার প্রারম্ভে জনৈক শুভাকাঙ্ক্ষী একবার সদুপদেশ দিয়েছিলেন। তার সেই সদুপদেশ মাথায় নিয়ে চলতে গিয়েও মাঝে মাঝে হোঁচট খাই। বুঝতে পারি বিরাট হাঁ যুক্ত নোংরা কোনো মাকড়সা এখানে সেখানে তার নোংরা মুখের লালা ঝরিয়ে বিষাক্ত করে রেখেছে চারপাশ। সেই পথে চলতে গিয়ে বারবার হোঁচট খাই। তবু মাকড়সা তো দিনশেষে মাকড়সাই! সে কীভাবে জানবে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত! সৃষ্টির সেরা জীব! তাকে পাঁকে ফেলে দেওয়া কি এত সহজ? বিশেষ করে আমার মতো একজনকে যে কী না জীবনের সিংহভাগ সময়ই পার করে এসেছে!
ওহ হ্যাঁ, এই প্রসঙ্গে নিজের বয়সের কথাটাও বলে ফেলতে হয়। আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেছি ২০০৫ সালে। চাকরি আছে আর বড়জোর ১০/১২ বছর। কাজেই মুরুব্বি মাকড়সা, আমাকে কি অল্পবয়সী বলা কোনোভাবে যুক্তিযুক্ত?
এর আগেও দেখেছি (গল্প কবিতা ডট কমে) যখন গল্প লেখার প্রতিযোগিতায় কেউ সামনে দাঁড়াতে পারে না, একের পর এক পুরষ্কার জিতে ফেলি, চিটিং করেও কোনো একজন ধান্দাবাজ লেখক আমাকে নামাতে পারে না, তখনই তারা আমার চাকরির পেছনে পড়ে যায়। একে তো ইঞ্জিনিয়ার, তার ওপরে সরকারী চাকরি! এ তো নির্ঘাৎ ঘুষখোর!
একবার গল্পকবিতা ডট কমে এরকম একটা গ্রুপ আমার পেছনে হাত ধুয়েই লেগে গেল। সামুতে অনেকেই আছেন, যারা সেইসময় এই বিষয়টা দেখেছেন। ফলাফল কী হয়েছে? নামাতে পেরেছিল আমাকে?
এটাই মজার বিষয়! যখনই কেউ হাত ধুয়ে পেছনে লাগে, তখন কেন জানি না ভেতর থেকে দারুণ একটা ইন্সপিরেশন বোধ করি। কাজেই প্লিজ পেছনে লাগবেন মাঝে মাঝে। না লাগলে বুঝব কীভাবে আমি কিছু মিছু করতে পারছি?
চাকরিতে অথবা ব্যক্তিজীবনে আমি কতখানি সৎ, সেটার বয়ান আপনার কাছে দিয়ে যাওয়ার কোনো দরকার আছে? পেছনে যদি কারেন্ট খুব বেশি থাকে, তাহলে পূর্তভবনে গিয়ে ফাহ্মিদা বারী নামের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের খোঁজ করলেই সবকিছু 'সার্টিফিকেট' আকারে পেয়ে যাবেন।
আমি এমন কেউ না, যার মুখ লুকাতে হয়। আমি মুখ দেখিয়েই সব জায়গায় অংশ নিই। হোক সেটা আমার কর্মক্ষেত্র, হোক সেটা আমার লেখালেখির জগত।
গার্বেজ লিখছি? চাকরিতে শিটিং করে? ওকে ওকে... খোঁজ নিন খোঁজ নিন। ফলাফল দেখলে নিজেই বড় মুখ করে কিছু বলবেন না!
অনেকের কাছেই শুনেছি, আপনি নাকি একজন বেশ বয়স্ক মানুষ। জানি না কেমন বয়স্ক। আপনাকে তো আবার মুখ লুকিয়ে ব্লগিং করতে হয়! হোয়াট আ শেম! তা একজন বয়স্ক মানুষ হয়ে এভাবে জনে জনে মানুষকে বিরক্ত করে মারছেন? ওহ মুরুব্বি, মরার ভয় হয় না? নাকি 'আল্লাহ্র বিশেষ রহমত' এ আপনাকে মরতে হবে না? তাই যাকে যা ইচ্ছা তাই বলেন?
আপনার অত্যাচারে অনেকেই জর্জরিত। গতকাল এক ভাই আমাকে অনুরোধ করেছেন, 'দেখেন ঐ নির্দিষ্ট নিকৃষ্ট লোকটির বিরুদ্ধে রিপোর্ট করে কাজ হয় কী না!
আপনারা রিপোর্ট করলে হয়তো ব্লগটিম বেশি আমলে নিবেন।'
এতটাই চমৎকার ইমেজ আপনার! সেজন্যই পোস্টটা দিলাম। তবে চিন্তা নাই, আপনি আবার কিছু লিখবেন আমি আবার তার প্রত্যুত্তর দিব... এত সময় দেয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু আপনাকে আমি মনে করি না!!!
বরং গুরুত্বপূর্ণ শব্দটার প্রথম অক্ষর দিয়েই আপনাকে ভূষিত করা উচিত!!
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৪
ফাহমিদা বারী বলেছেন: রোমান্টিক উপন্যাস। এটিই আমার একমাত্র রোমান্টিক জনরার লেখা।
২|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৬
জাহাঙ্গির আলম ৫৬ বলেছেন: উপরে যে মন্তব্য করেছে সে হচ্ছে আপনার অভিযোগকৃত সাইকোর একনিষ্ট চামচা।
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১০
ফাহমিদা বারী বলেছেন: হাহা। তাই নাকি? সাইকোরও আবার চামচা হয়? কপাল!
৩|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৬
ডার্ক ম্যান বলেছেন: জাহাঙ্গীর আলম ৫৬@ কথা হিসেব করে বলেন। নিজে চামচামি করেন ভালো কথা। কিন্তু অন্যরে চামচা বলেন কেন?
আইডির নাম দেখেই বুঝতে পারছি একসময় সোনাগাজীর অনেক কিছু চেটেছেন। এখন মনে হয় আর চাটতে দেয় না। তাই তার নামটাই ব্যবহার করছেন।
৪|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩১
ডার্ক ম্যান বলেছেন: @ ফাহমিদা বারী।
আপনার মত নামকরা লেখক হয়তো নয়, আবার আলমের মত মানুষরে মলম লাগানোর প্রতিভাও নাই।
আপনার বইটা ফেব্রুয়ারিতে কালেক্ট করেছি। কিন্তু পড়া হয় নি। আরও ২/১ জন ব্লগারের বইও কালেক্ট করেছি।
আপনার বইয়ের ঢাউস সাইজ দেখি এখানে শুরু করি নি। তাই জিজ্ঞাসা করলাম কোন জনরার বই।
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৬
ফাহমিদা বারী বলেছেন: ঠিক আছে। পড়ুন আস্তে ধীরে। আমি নামকরা লেখক নই। লিখছি শিখছি স্ট্রাগল করছি। আপনি কে কী ... এসব নিয়ে আমার বক্তব্য না থাকাই ভালো। লক্ষ করে দেখবেন আমি কিন্তু জেনারেল মন্তব্য করেছি। আপনাকেই উদ্দেশ্য করে লিখিনি কিছু। বুঝতে পারছি এখানে কেউ এদিকে কেউ ওদিকে। আমি কোনদিকেই যেতে চাই না। একটু শান্তিপূর্ণভাবে ব্লগিং করতেই এসেছিলাম। মনে হচ্ছে না সেটা খুব সহজ হবে। জেনারেশন মুরুব্বিই গ্যাঞ্জামের শুভ সূচনা করেছেন। তবে এবার আর বিদায় নিব না। ইনশাআল্লাহ আছি সামুর সাথে। ভালো থাকবেন।
৫|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮
সুম১৪৩২ বলেছেন: আপু আসসালামুলাইকুম ,
আপনি ওই ছাগল কে নিয়ে শুধু শুধু সময় নষ্ট করছেন , ওরে ওর মতো ঘাস , লতা পাতা খেতে দেন। ছাগল কে ঘর থাকে বের করে দিয়েছেন , আর ফিরে তাকানোর দরকার নাই।
আপনি যত ওরে নিয়ে পেন পেন করবেন , ততই মাথায় উঠে লাফালাফি করবে, এটাই ওর লাভ।
Finally, congrats to you — your home is now officially Chagol-free! Once again, congrats! ![]()
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪১
ফাহমিদা বারী বলেছেন: এটাই শেষ পোস্ট ভাই। আর একবারও আমি একে নিয়ে পড়ব না ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ![]()
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৭
ফাহমিদা বারী বলেছেন: ওয়ালাইকুমুস সালাম।
সালামের উত্তর না দিয়ে চলে গেছিলাম। তাই আবার ফিরলাম ![]()
৬|
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
জিকোব্লগ বলেছেন:
মুরুব্বি হচ্ছে প্রচন্ড নারীবিদ্বেষী। নারীদেরকে উহা কখনো সম্মানের চোখে দেখে নাই। ব্লগের অন্যান্য নারী ব্লগাররা
এই কথা যাচাই করতে পারেন । এই একটি যুক্তি দিয়েই উহাকে ব্লগ থেকে চিরতরে ব্যান করা যায়। উহা অন্য
আইডি খুললেও ব্লগটিম সেকেন্ডেই ভ্যানিশ করে দিতে পারেন। কেউ উহার আইডি দেখার আগেই উহা ভ্যানিশ।
কিন্তু কি এক অজানা কারণে উনারা ইহা করেন না , সেটা উনারাই ভালো বলতে পারবেন।
উহার তো অন্য আরো অনেক গুরুতর অপরাধ আছে, সেইগুলো ধরলেতো উহার নামে মামলাও করে দেওয়া যায়।
মুরুব্বিরর বিভিন্ন নষ্টামির কারণে, উহাকে উহার বউ ও বাচ্চারাও পেটায়। উহার নষ্টামির জন্যে নিউয়র্কের সমাজেও
উহা ঘৃণার ও কারো কাছে হাস্যরসের পাত্র। কিছু না পেরে , উহা সামু ব্লগকে নষ্টামির জায়গা হিসেবে বেছে নিয়েছে।
একটা সময়, উহা এমনকি ব্লগে পর্ন ফ্লাডিং ও করেছে।
১৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
ফাহমিদা বারী বলেছেন: ভাই আমার রুচি হচ্ছে না আর কিছু বলতে। যে পোস্ট দিয়েছি আশা করছি এটাই যথেষ্ট আমার তরফ থেকে। বাকিটুকু সামুর কর্তা ব্যক্তিরাই বুঝুক।
৭|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জিকোব্লগ বলেছেন: "উহা এমনকি ব্লগে পর্ন ফ্লাডিং ও করেছে।"
=======
আপনি এটা প্রমাণ করতে পারবেন? উনার বিরুদ্ধে অনেক ধরণের অভিযোগ শোনা গিয়েছে। কিন্তু, পর্ন??? উহু, এটা তাঁর সাথে যায় না।
৮|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আর, মুরুব্বী নারী বিদ্বেষী নন।
মিডো এর প্রমাণ।
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮
ফাহমিদা বারী বলেছেন: এই বিষয়ে আমার কোন বক্তব্য নেই। আমি যা জানি না, তা বলতে চাইও না! তবে উনি যে ঝগড়াটে একজন মানুষ এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কখনো থাকবে না। এমন মানুষ সর্বদা পরিত্যাজ্য।
৯|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ফেতনা বলতে কোন শব্দ নেই।
আরবী শব্দটি হচ্ছে 'ফিতনা'।
১০|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯
ফাহমিদা বারী বলেছেন: ফেতনা মানে কি..??
ফেতনা শব্দটি মূলত আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বিশৃঙ্খলা, ফাসাদ, নৈরাজ্য, অথবা বিপর্যয়। এটি একটি পরীক্ষা বা آزمائشকেও বোঝাতে পারে, যা মানুষকে নানাভাবে প্রলুব্ধ করে বা কঠিন পরিস্থিতিতে ফেলে।
ফেতনার আরও কিছু অর্থ হতে পারে:
বিপর্যয়:
কোনো আকস্মিক বিপদ বা দুর্যোগ যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
পরীক্ষা:
আল্লাহ কর্তৃক বান্দার ঈমান বা চরিত্র পরীক্ষার জন্য কোনো পরিস্থিতি তৈরি হওয়া।
ফ্যাসাদ:
সমাজে মারামারি, দাঙ্গা বা অশান্তি সৃষ্টি করা।
ষড়যন্ত্র:
কোনো ব্যক্তি বা দলের চক্রান্তের মাধ্যমে সমাজের শান্তি নষ্ট করা।
কুরআন ও হাদিসে ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, তবে এর মূল ধারণা হলো সমাজে বিশৃঙ্খলা, বিভেদ, বা পরীক্ষার পরিস্থিতি তৈরি হওয়
(বাংলা উচ্চারণে ফেতনা ফিতনা দুইভাবেই লেখা হয়ে থাকে। দয়া করে আসল জায়গায় দৃষ্টি দিন!)
১১|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কুরআনের শব্দকে বিকৃত না করাই উচিৎ, প্লিজ।
وَ قَاتِلُوۡهُمۡ حَتّٰی لَا تَكُوۡنَ فِتۡنَۃٌ وَّ یَكُوۡنَ الدِّیۡنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ فَاِنِ انۡتَهَوۡا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ
"আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই কর যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয় আল্লাহ তারা যা করে সে বিষয়ে সম্যক দ্রষ্টা।"
১২|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: মুরুব্বিকে বংশদন্ড দিয়ে সম্মানিত করেছি। অপু তানভির ভাইকে ধন্যবাদ। উনি আসলে মানুষের পর্যায়ে পড়ে না। বরাহ বা সারমেয় পর্যায়ের কিছু।
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৪
ফাহমিদা বারী বলেছেন: হ্যাঁ লোকটা আমার পোস্টে কমেন্ট করতে পারছে না সেজন্য আমিও অপু তানভীর ভাইকে ধন্যবাদ জানাই।
১৩|
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪১
এইচ এন নার্গিস বলেছেন: আপনার লেখা অসম্ভব ভালো । কোনো কোনো মানুষ অনেক কিছু হয়তো বলবে। মনে নিবেন না। দুঃখ লাগে এটা ঠিক ।
১৮ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৯
ফাহমিদা বারী বলেছেন: অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপা। লেখা নিয়ে সমালোচনা করলে সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে উনার ইসলামবিরোধী মনোভাব এবং জঘন্য মন মানসিকতা। লেখার সমালোচনা তো কত জনেই করে! প্রকৃত সমালোচনা নিতে পারলে নিজের উপকারও হয়। কিন্তু ঝগড়াটে বাজে মানুষজন চলার পথে বিরক্ত করলে, একদম সহ্য করতে পারি না এটা।
১৪|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৫
অপু তানভীর বলেছেন: আপনি খামোখাই সময় নষ্ট করছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কোন নেড়ি কুকুর ঘেউ ঘেউ করে তখন কি আপনিও তার সাথে তেমন করবেন? ছেইছেই করে তাড়িয়ে দিবেন। এর বেশি কিছু না। আর এটা হচ্ছে দুগন্ধযুক্ত বুড়ো নেড়ি। গা দিয়ে দুর্গন্ধ ছড়ায়। কর্তৃপক্ষ এটাকে অন্তত ১০/১২ বার ব্লগ থেকে একেবারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তারপরেও এটা কুইকুই করতে ব্লগে এসে হাজির। এর না আছে আত্মসম্মন না আছে সত্যতা আর না আছে ব্যক্তিত্ব। মিথ্যাবাদী আর ধান্দাবাজ। বাপের জনমে একটা বই পর্যন্ত পড়ে নি, অথচ বিশাল সাহিত্য বিশেষজ্ঞ হয়ে গেছে। এখন সামুতে কোন মডারেটর নেই বলেই এটা ফাক তালে ঢুকে ঘেউঘেউ করছে।
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৮
ফাহমিদা বারী বলেছেন: এটাই শেষ পোস্ট ছিল। আর দ্বিতীয় কোনো পোস্ট দেয়ার প্রশ্নই আসে না।
কিন্তু অবাক হচ্ছি এই ভেবে এই বাজে লোকটার স্বপক্ষেও দুই চারজন দাঁড়া হয়ে যায়। তাদের ব্যক্তিত্বের কী অবস্থা? এই লোককে তাদের এত ভালো লাগার কী কারণ থাকতে পারে? এটা তো বোঝাই যাচ্ছে অত্যন্ত বাজে একজন মানুষ!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫১
ডার্ক ম্যান বলেছেন: হাজার বর্ষা রাত এটা কোন জনরার উপন্যাস