![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।
একটা বুলেট ধেয়ে এলো নীরবে
উথাল পাথাল হৃদপিন্ডের বেড়া ছিঁড়ে
-ঢুকে গেলো খুব সঙ্গোপনে
এপার-ওপার তোলপাড় হলো
পুড়ে গেলো সব, উড়ে গেলো ছাই
এভাবেই প্রতিটা মুহূর্ত নিজেকে হারাই
মস্তিষ্কের অলিতে-গলিতে-
ব্যাথা নামক দুর্বৃত্তরা করে ছুটোছুটি
তুমি কিন্তু কোরো...
শেকড়হীন বৃক্ষ যেমন
একতারাহীন বাউল যেমন
বেমানান চাঁদ-তারাহীন আকাশের মত
একদিন কলমহীন থাকা মানে
অম্লজানহীন দুনিয়ার টানে
বড় প্রাণহীন নিষ্প্রাণ লাগে
সুরহীন তালকাটা, গানহীন গায়কের মত
একদিন কবিতার খাতায় না দিলে আঁচর
বড় আলোহীন লাগে যেন চোখের কোটর
১.
যদি উড়তে চাও
ডানা মেলো
হয়তবা উড়বে
যদি পুড়তে চাও
ভালবাসো
নিশ্চিত পুড়বে!
২.
না ছুঁতেই ঝড়ে পড়ে
আষাঢ়ের কালো মেঘ
পোড়াতে পরশ লাগে না
দুর থেকে ভালবাসাই অনেক!
৩.
যেমনি করে উড়তে গেলে
ক্ষতটাকে মানতে হয়
তেমনি করে পোড়াতে গেলে
পুড়তে আগে জানতে হয়!
১.
নিষেধাজ্ঞা
তোমায় দেখতে মানা
লিখতে মানা
ছুঁতেও মানা হাজার
তাই বলে কি ভাবতে মানা আছে?
কল্পনাতে প্রেম করেছে
এই দোষে কি কেউ কখনো
জেল খেটেছে? জেল খেটেছে?
২.
তবু তোমার মন গলেনি
আমাদের পাড়ায় লোডশেডিংয়ের
মৌসুম চলছে
হরদম বাড়িতে বাড়িতে ফ্রিজে...
আকাশে নাইবা এলো
গোমড়া ঐ চাঁদটা
তুমি যদি থাকো পাশে
মধুর হয় এই রাতটা।
ওমা! একি!
কিছু বলছো না যে
ভয় পাচ্ছো?
ভাবছো কয়টা বাজে?
বাজুক না ঘড়ির কাটা
বাজতে দাও না ওকে
ভাবছো, আজে বাজে
বলবে যা-তা লোকে?
লোকের...
©somewhere in net ltd.