নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল কবীর

আমি এক নরাধম। মানুষ হবার প্রাণপণ চেষ্টায় রত।

ফয়জুল কবীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ স্বপ্নকুমারী

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

I love you.
অনেক সাধনা করে ভয়াতুর স্বরে হাঁটুতে ১০৪ডিগ্রী জ্বরের প্রচন্ড কাঁপুনি নিয়ে তাকে শেষ পর্যন্ত বলেই ফেললাম। ততক্ষণে শরীর ঘেমে নেয়ে ভিজে একাকার। সোজা হয়ে দাঁড়াতে পারছি না। গলা বুক শুকিয়ে মরুভূমিতে পরিণত হতে সময় নিয়েছে মাত্র কয়েক সেকেন্ড।
একি! আমি আর কথা বলতে পারছি না। খুব জোরে কথা বলার চেষ্টা করে যাচ্ছি অবিরত। সব চেষ্টা যখন ব্যর্থ তখন অসহায়ের মতো তার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম পাথর হয়ে।
.
খুব রাগ নিয়ে ঘুরে দাঁড়ালো ও। এক মুহূর্তে কর্তব্য ঠিক করে দক্ষিণ হস্তে একখান চপেটাঘাত করতে উদ্যত হচ্ছে...........
চোখবুজে সকল শক্তি এক করে শুধু বললাম,"না........"
ঠিক তখনি পিছন থেকে ধাক্কা অনুভব করে চোখ মেলে দেখি আমার রুমমেট বলছে," কী ব্যাপার ভাই! কাকে I love you বলছেন? আবার চিৎকার করছেন?"
হন্ত-দন্ত হয়ে মুখে হাত বুলিয়ে দাঁতগুলো ঠিক আছে কিনা পরখ করে নিলাম। হাড়ে বাতাস লাগল এতক্ষণে!!!! তাহলে স্বপ্ন দেখছি আমি। নিজের বেডেই ঘুমিয়ে আছি। যাক বাবা!! তাও ধন্যবাদ রুমমেটকে , চড়টা মুখে লাগার আগেই জাগিয়ে দিয়েছে। না হলে ঐ চড় মুখে পড়লে,স্বপ্ন রাজ্যে দু'পাঁচটা দাঁত হারাতে হতো নিশ্চয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.