![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি
১।
হঠাৎ করে দাড়ি রাখা ও টাখনুর উপর কাপড় পরা শুরু করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন পালন, গান বাজনাসহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান হতে নিজেকে গুটিয়ে রাখাসহ বেশকিছু বিষয়কে জঙ্গিবাদের লক্ষণ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞাপন দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।
সম্প্রীতি বাংলাদেশের নামের এই সংগঠনটি গত বছরের ৭ জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।
বিজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ পরিবর্তন ডটকমকে বলেন, ‘সোজা কথা এই বিজ্ঞাপন দিয়ে ভুল করেছে। এভাবে তাদের মন্তব্য করা উচিত নয়।’
বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস পরিবর্তন ডটকমকে বলেন, ‘এটা একটা আইনগত ব্যাপারও। এ ধরনের বিজ্ঞপ্তি দেয়ার এখতিয়ার এ ধরনের সংগঠনের আছে কিনা। ধরেন, সরকার যদি কিছু বলে সে ব্যাপারে একটা জবাবদিহিতার জায়গা থাকে। কিন্তু এ ধরনের সংগঠনের তো সে জায়গাটা নেই। তাকে এই অধিকার কে দিয়েছে যে, সে বলবে এমন এমন আচরণ জঙ্গিবাদী আচরণ। এমনটা বলার এখতিয়ার এ ধরনের প্রতিষ্ঠানকে কে দিয়েছে এটা একটা দেখার ব্যাপার। একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে সেটা দিয়ে অন্যকে বিচার করাটা সমস্যাজনক।’
অবশ্যই জঙ্গিবাদ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এব্যাপারে বিজ্ঞাপন দিলে সরকারীভাবে দেয়াই যুক্তিসংগত। ঢালাও ভাবে মুসলমানদের ধর্মীয় আচরণকে জঙ্গিবাদ হিসাবে চিহ্নিত করাকে অনুচিত এবং অধিকারের বাইরের চর্চা বলে মনে করি।
২।
সাওম আরবি শব্দ সাওম অর্থ বিরত রাখা, বারন করা বা ফিরিয়া রাখা, সাওম এর বহু বচন সিয়াম, রোযা ফারসি শব্দ, পবিত্র কুরআনে সাওম ও সিয়াম বলে উল্লেখ রয়েছে। আমাদের দেশে ফারসি শব্দ রোযা ব্যাপকভাবে প্রচলিত।
রোজা বা সিয়াম সাধনা আল্লাহর অন্যতম বিধান যা শুধু ইসলামের বিধান নয়, পূর্ববর্তী ধর্মগুলোতেও রোযার বিধান ছিল।
যারা একমাস ধরে দিনের বেলায় সব ধরনের খাদ্য-দ্রব্য ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকে, তারা অন্যের ধন-সম্পত্তির ব্যাপারে নিজের লোভ-লালসাকে দমন করতে সক্ষমতা লাভ করে। রোজা মানুষকে উদার হতে শেখায়। যারা একমাস ধরে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করে তারা ক্ষুধার্তদের কষ্ট বুঝতে পারে এবং তাদের সম্পর্কে চিন্তা-ভাবনা করে ও সহানুভূতিশীল হয়। রোজা গুনাহ বা পাপ বর্জনের পরিবেশ সৃষ্টি করে। বেশীরভাগ পাপ পেটপূজা ও ইন্দ্রিয় পরায়ণতা থেকেই জন্ম নেয়। রোজা এই দুই প্রবৃত্তিকে দমনে রেখে সমাজে দুর্নীতি ও পাপ হ্রাস করে এবং খোদাভীরুতা বা পরহেজগারিতা বাড়ায়।
কুরআন-হাদিসের এসব আলোচনা থেকে বুঝা যায়, রোযার মুল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, পরহেজগারী অবলম্বন করা, পাপ বর্জনের পরিবেশ সৃষ্টি করা।
চিকিৎসা বিজ্ঞানে ২০১৬ সালে নোবেল পুরস্কার বিজয়ী জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি নিয়ে এলো মানবজাতীর মানসপটে এক নতুন উপলব্ধি যার নাম অটোফেজি। প্রাণীকোষ কীভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, এই গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
রমজান মাস এলে ইদানিং Autophagy এর কথা অলোচিত হতে দেখা যায়।
সিয়াম বা ফাস্টিং, উপবাস, অনসন যে নামে বা পদ্ধতিতে পালন করা হোক না কেন অটোফেজি মানুষের উপলব্ধি আসার পর আধুনিক মানুষ রোজাকে অধিকতর কল্যাণকর হিসাবে বুঝতে পারছে।
এ বিষয়ে একটি পোষ্ট লিখেছিলাম ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০ অটোফেজি ও রোযা: একটি পর্যালোচনা
৩।
মুক্তিযোদ্ধার আগে কোনোভাবেই ‘ভুয়া’ শব্দটি না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
ভুয়া শব্দটি কেন ব্যবহার করা যাবে তার ব্যাখ্যাও দেন আদালত, ‘মুক্তিযোদ্ধা সনদ ভুয়া হতে পারে। কিন্তু, মুক্তিযোদ্ধারা কখনো ভুয়া নন। ভুয়া শব্দের ব্যবহারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান হয়। এজন্য এটি ব্যবহার করা যাবে না। একজন ভুয়া সনদধারীর কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভুয়া বলা অযৌক্তিক।’
যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে চাকুরী বা অন্য কোন সুবিধা নেয়
তাকে কি হিসেবে আখ্যা দিতে হবে?
সে বিষয়ে আদালতে নির্দেশনা আশা করতে পারি কি?
১৪ ই মে, ২০১৯ রাত ৯:৪৩
ফকির আবদুল মালেক বলেছেন: আল্লাহ তা’য়ালার জ্ঞান ও ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই ।
বহুদিন পর দেয়া পোষ্টে মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
২| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
সন্ত্রাস নিয়ে, সরকার থেকে পীযুষ বেশী তৎপর হয়ে গেছে।
মুক্তিযোদ্ধাদের নিয়ে, আপনি আদালত থেকে বেশী তৎপার হয়ে গেছেন? আপনি তো আরেক পীযুষ; নিজকে বুঝেন, ঝামেলা কম করেন।
১৪ ই মে, ২০১৯ রাত ৯:৪৪
ফকির আবদুল মালেক বলেছেন: আমি আদালত থেকে বেশি তৎপর হয়ে গেছি? কিভাবে?
৩| ১৪ ই মে, ২০১৯ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনি কি লিখেছেন, উহা ভুলে গেছেন; পোষ্ট ১০ বার পড়েন; ম্যাঁওপ্যাঁও কম করেন।
৪| ১৪ ই মে, ২০১৯ রাত ১০:২০
ফকির আবদুল মালেক বলেছেন: পোষ্টটি আপনি ভালোভাবে পড়ুন। আমি দুটি প্রশ্ন করেছি। যদি আপনি পারেন তবে সে বিষয়ে আলোচনা করেন। ম্যাওপ্যাও কম করেন।
৫| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৬| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
৭| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৩৩
মাহমুদুর রহমান বলেছেন: পীযূষ বন্দোপাধ্যায় এই ব্যাটা নিজেই একটা সন্ত্রাস।
রোজা আল্লাহর পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নেয়ামত।
আদালতের মতামতের সাথে আমি দ্বিমত।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
১৬ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৬
ফকির আবদুল মালেক বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার প্রতি।
৮| ০৮ ই মে, ২০২১ রাত ১২:৩২
সোহানী বলেছেন: পিযুষ বন্দোপাধ্যায় একজন প্রথম শ্রেনীর ধান্দাবাজ।
এমন অদ্ভুত মতামত কেন আদালতের দিয়েছে। ভুয়াতো হতেই পারে, তাই নয় কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৯ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: গোটা আকাশ ও যমীনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামীনের । তিনি সদা সর্বত্র বিরাজমান এ কথার অর্থ হলো- আল্লাহ তা’য়ালার ইলম গোটা সৃষ্টি জগতকে বেষ্টন করে রেখেছে । সৃষ্টিসমূহের ক্ষুদ্রতম কোনো বিষয়ও আল্লাহ তা’য়ালার কাছে গোপন নেই ,তিনি সমস্ত কিছু জানেন । পরিদৃশ্যমান ও অদৃশ্যমান যা কিছু রয়েছে তার সবকিছুই মহান আল্লাহ তা’য়ালার আয়ত্বে রয়েছেন । আল্লাহ তা’য়ালার জ্ঞান ও ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই ।