![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরে অফিস ব্রেক থাকে, আধা ঘন্টার
অফিস ব্রেক। অফিস ব্রেক মানে অফিস
ভাঙ্গা না, মানে বিরতি। চরম গরম নিয়ে
অফিস কে সালাম দিলাম।
যাইহোক, আমার হাজার প্রকার কার্টুন
স্টিকার লাগানো ব্যাগ টা নিয়ে বের
হলাম খেতে, সাধারন এক হোটেলে ঢুকে
খাবো এই ভাবনা। টেবিলে বসলাম, এক
হ্যাংলা ছেলে এসে কি খাবো জিজ্ঞেস
করে এক প্লেট ভাত দিয়ে গেলো।
বললাম গরূ ভুনা আর ডাল দিতে। এই বলেই
হাত মুখ ধোয়ার উদ্দ্যেশ্যে বেসিনে
গেলাম,,
হাত মুখ ভালো ভাবে ধুয়ে নিজের চেয়ারে
একটু দূর থেকে দেখলাম আমার চেয়ারে এক
পরনে ময়লা শার্টের এক ব্যাটা বসে আছে,,
একে তো গরম, তার উপর মুঠ ভরা
ডিপ্রেশন.... বিরক্তিকর অবস্থা।
কিছু না বলে ওই লোকের সামনাসামনি
চেয়ারে বসে ভ্রু কুঁচকে তাকালাম,, সে
হাসে।
দিব্যি আমার অর্ডার করা ভাতের উপর
নিজের হাত চালাচ্ছে লবন মেখে,, ভারী
বেয়াদবি তো।
হোটেলের বয় এসে টেবিলে আমার "গরুভুনা"
আর ডাল নিয়ে আসলো।
ব্যাটায় সুন্দর করে গরুর মাংশের প্লেট টা
টেনে পিচ্চি মাংশ টা নিজের পাতে আপন
করে নিলো,,,,,, শালার স্পর্ধা দেখে এবার
পুরাই চমকে উঠলাম।
ডালটাও খাচ্ছে আরামছে,, আমি তাকিয়ে
আছি, আছি তো আছি।
আমার দিকে ভ্রুক্ষেপ করার সময় নেই তার,
খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে।
এবার কথা বললামঃ বিলটাও আমি দেই
দাদা??
ব্যাক্তিঃ হুঁ?????
এমন ভাবে আধ-খাওয়া অবস্থায় আমার
দিকে তাকালো যেন তার কিডনি পাচার
করার জন্য ভদ্র ভাবে জিজ্ঞেস করতেছি।
এবার চেয়ার থেকে ঊঠে দাড়ালাম,,
(উদ্দ্যেশ্যঃ ব্যাটারে নিয়া সিন ক্রিয়েট)
কিছু একটা বলতে যাবো, তখনই দেখি আমার
ঠিক এক টেবিল পরেই আমার
স্টিকারওয়ালা ব্যাগ ঝুলছে চেয়ারের
পিঠে , সাথে টেবিলে আমার ভাত-গরুভুনা-
ডাল।
ভূলে একটেবিল পেছনে বসে পড়ছি,,
১- # এণ্ড_দ্যা_ব্যাড_লাকিয়েস্ট_ফ্যাক্ট_ইজ
= ওই ব্যাটায়ও গরুভুনা অর্ডার করছে। ≠_≠
২- ডিপ্রেশন ইজ দ্যা মাদার অফ
বুলডোজার।
©somewhere in net ltd.