![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার সেই ঠোঁটদুটো, কোথায় ও কেন চুমু দিয়েছিল আমার অধরে
সকাল অবধি মাথা রেখে দিয়ে কার বাহু মূলে
কাটিয়েছি সারা রাত আমি, তাও গেছি ভুলে
অলৌকিক বৃষ্টিধারা দীর্ঘশ্বাস ফেলে টুপটাপ ঝরে
প্রত্যুত্তর পাবে বলে কাচের উপরে কান পাতে
নিঃশব্দ বেদনা এক আমার হৃদয়ে ওঠে জেগে
সেই সব বিস্মৃতজনের কথা ভেবে নিতান্ত আবেগে
আমাকে দেবে না যারা ডাক সচিৎকার কোনো মধ্যরাতে।
এভাবে একাকী বৃক্ষ দাঁড়িয়ে কাটাবে সারা শীত
জানে না সে একে একে দিয়েছে উড়াল পাখি সব
তবুও পাতারা জানে বৃক্ষটি আগের চেয়ে অনেক নীরব
আমি তো জানি না কোন প্রেম, এসেও গিয়েছে চলে আচম্বিত ।
শুধু জানি, ক্ষণিক বসন্ত এসে একদিন গেয়েছিল গীত
তারপর গান নেই, আমার জীবনে নেই বসন্ত উৎসব।
আজ কবি ও নাট্যকার এডনা সেন্ট ভিনসেন্ট মিলের ১২১তম জন্মদিন। উল্লিখিত কবিতাটিসহ আরও ৫১টি কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে 'প্রেম ও বিরহের বিদেশি কবিতা' অনুবাদ ও কবি পরিচিতি: ফরিদুর রহমান। প্রচ্ছদ: চারু পিন্টু। প্রকাশক: স্বরবৃত্ত প্রকাশনী বইমেলায় স্টল নং: ১০০
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা +++++++