![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ গড়তে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছুটে বেড়াচ্ছে এক জেলা থেকে অন্য জেলায়। টগবগে তারুন্যে ভরপুর এনসিপি নেতারা জুলাই গনঅভ্যূত্থানের নায়ক যারা মৃত্যভয়কে জয় করে গুলির সামনে বুক পেতে দিয়ে দেশ থেকে হটিয়েছে ইতিহাসের নিশৃংষতম স্বৈরশাষককে। দেশের বৃহত্তম রাজনৈ্তিক দল বিএনপি সেই সময়ে আন্দোলনে যোগ দিতে অস্বীকৃ্তি জানিয়ে গর্তে লুকিয়ে ছিল। বিগত ১৭ বছরে কোটা সংস্কার আন্দোলন , নিরাপদ সড়ক চাই আন্দোলন ও বৈষম্যবিরোধি আন্দোলন কোনটাই রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এই সব কয়টি আন্দোলন ছিল এই দেশের ছাত্র জনতার আন্দোলন। প্রতিটা আন্দোলন ছিল এই দেশের গলে পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। বছরের পর বছর আমাদের দেশের রাজনীতি কুক্ষীগত করে রেখেছে দুই লুটেরা পরিবার। রাস্টীয় ক্ষমতার পালাবদলে তাই ভাগ্য বদল হয় দুই রাজনৈ্তিক দলের সুবিধাভোগীদের , কিন্তু জনগনের ভাগ্যের কোনই পরিবর্তন হয় না। আর তাই এবার বিপ্লবের কান্ডারিরা জনগনের ভাগ্য বদলাতে বহুল প্রত্যাশিত রাজনৈ্তিক দল গঠন করেছে।
জুলাই বিপ্লবীদের দল এনসিপির জনসভা ও আমাদের প্রচলিত রাজনৈতিক দলের জনসভার মাঝে সবচেয়ে বড় যে পার্থক্য চোখে পড়ছে তা হচ্ছে জনসভায় অংশগ্রহন করা মানুষগুলোর ধরন। এনসিপির জনসভায় আমরা সর্বস্তরের জনগনকে দেখতে পাচ্ছি, যেখানে আছে বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রী, পেশাজীবি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। আর রাজনৈ্তিক দলের জনসভায় যে মানুষগুলো দেখে আমরা অভ্যস্ত তারা হচ্ছে এই দেশের হতদরিদ্র , অজ্ঞ, অসহায় মানুষ যারা জানেও না কি কারনে তারা জনসভায় এসেছে। হাতে গুজে দেয়া ১০০/ ২০০ টাকার নোট বা এক প্যকেট বিরিয়ানি দিয়ে তাদের টেনে আনা হয় জনসভায়। মঞ্চ বা ভার্চুয়ালি অনস্ক্রীনে উপস্থিত হওয়া লিডাররা কি বলে , তা কারোরই কর্ণকুহর ঢোকে না । বিরাট অংকের টাকায় বিক্রি হওয়া এই দেশের সাংঘাতিকবৃন্দ ও দালাল প্রিন্ট ও টেলি মিডিয়া হেডলাইন নিউজ হিসাবে প্রচার করে এই ধরনের জনসভার খবর। জনপ্রিয়তার প্যরামিটার হিসাবে প্রচার করা হয় এই চরম রাজনৈতিক ধোকাবাজি। জুলাই আন্দোলনের খবরও বিগত ২০২৪ এর জুলাই মাসে দালাল মিডিয়ার কভারেজ পায়নি। সোস্যাল মিডিয়াই সেই সময় ছিল খবর পাবার অন্যতম মাধ্যম। জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তির পরেও একবিন্দু বদল হয়নি মিডিয়ার ন্যক্কারজনক ভুমিকা। এখনও এনসিপির জনসভার খবর মিডিয়া কভারেজ পায় না। অথচ এই মুহুর্তেও লাখ লাখ মানুষের উপস্থিতিতে পঞ্চগড়ের রাজপথ কাপাচ্ছে এনসিপি । মিডিয়া কভারেজ দেয়ার বদলে উল্টো জুলাকারনাইন সায়ের , জিল্লুর রহমান, খালেদ মহিউদ্দিন টাইপ অপসাংবাদিকেরা মিথ্যায় ভরপুর স্ক্রিপ্টেড খবর সরবরাহ করে এবং মাঝে মাঝে এনসিপি নেতাদের টকশোতে আমন্ত্রন জানায় হেনস্তা করার উদ্দেশ্যে!! তবে সোস্যাল মিডিয়ায় দালাল সাংবাদিকদের পাশাপাশি দেশপ্রেমিক সাংবাদিক, লেখকরাও আছে। আর আছে এই দেশের জনগন। সত্য ও মিথ্যার ফারাক এখন সাদা কালর মতই দৃষ্যমান। ধোকাবাজির রাজনীতির আর ঠাই হবে না এই দেশে ----
০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:৩৪
ঢাবিয়ান বলেছেন: নীচে একটা মীম শেয়ার করেছি আপনার জ্ঞাতার্থে । খালেদ মহিউদ্দিন যতদিন ডয়েচ ভেলে ছিল ততদিন একজন বস্তুনিষ্ঠ সাংবাদিকের ভুমিকায় ছিল। ডয়েচ ভেলের চাকুরি ছেড়ে যেদিন ঠিকানা নামের এক অর্বাচীন প্রবাসের মিডিয়ায় যোগ দেন সেদিন থেকেই উনার সাংবাদিকতার মান একেবারেই নীচে নেমে গেছে।
আমি বাদে সবাই খারাপ জাতীয় কোন আওয়ামী বয়ান এনসিপি দিচ্ছে বলে শুনি নাই। তাদের সব বক্তব্য জনগনের স্বার্থে সংশ্লিষ্ট । তারা দেশে মৌ্লিক সংস্কার চাইছে , বিচারহীনতা সংস্কৃতির অবসান চাইছে। ২০২৪ এর জুলাই মাসের আন্দোলনেও তারা যা চেয়েছিল, এখনও সেই দাবীতেই অটল রয়েছে।
২| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:১৯
কিরকুট বলেছেন:
৩| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:২২
কিরকুট বলেছেন: জুলাই কে তারাই স্বাধীনতা দিবস মানে যাদের পূর্বজ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ অসহায় মানুষ হত্যা ও ৩ লক্ষ নারী ধ্বর্ষনের সাথে পরক্ষ ও প্রত্তক্ষভাবে জড়িত ।
৪| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ৩০০ আসনে জিতবে এনসিপি সেই আশা রাখছি ।
০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:৩৭
ঢাবিয়ান বলেছেন: অন্তবর্তী সরকার যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সমর্থ হয় , তবে সেটা অসম্ভব কিছু না। তবে বর্তমান দলীয় প্রসাষন , আইনশৃংখলা বাহিনী , ইসি , বিচারালয়ের বদৌলতে অন্তবর্তী সরকার কোনভাবেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না।
৫| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:২৬
ঢাবিয়ান বলেছেন: @ কলিমুদ্দি দফাদার , @ কলিমুদ্দি দফাদার ,
আপনার কাছে খালেদ মহিউদ্দিনের এই জাতীয় জেরা বা মতামত যদি সাংবাদিকতা বলে মনে হয় তাইলে কিছুই করার নাই!!
৬| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১১:২৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: @ঢাবিয়ান: খালেদ মুহিউদ্দীন প্রশ্নটি খারাপ কি করলো এইটা আমার বোধগম্য হইলো না!!!! হাসনাত কি কোন জনপ্রতিনিধি, প্রসাশনিক বা দাপ্তরিক নিয়োগপ্রাপ্ত কোন অফিসার, ঠিকাদার নাকি ভোটের আগে এলাকায় নিজেকে ফাটাকেষ্ট প্রমান করা???
বাংলাদেশে ৪৯৫টি উপজেলা ৪৫৭৮টি ইউনিয়ন। এখন হাসানাত এর মত ফ্যান্টাসাইজ হইয়া
যদি সারাদেশে সকল রাজনৈতিক নেতা-কর্মীরা রাস্তা-ব্রিজের আস্তর উঠায়, পিলার
ভাইংগা ফেলে শুধু দুই নাম্বারী কাজের অজুহাত, দেশে আইন এর শাসন বলে কিছু থাকবে???
ইহা নিছক অজ্ঞতা, বালখিল্য আচরন, যৌবনের জোশ আর মবকে উস্কে দেওয়া।
আর এনসিপি কি জুলাই বিপ্লবীদের দল???
জুলাই বিপ্লবে প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিনিধি কে এনসিপি তে?
শ্রমিক, মজদুর, চাকুরীজীবি, প্রবাসী শ্রমিক আর কোন কোন অংশের প্রতিনিধি আছে এনসিপিতে?
নাকি অন্যান্য দলের ছাত্রদের মত চিরায়িত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক
গুটি কয়েক নেতাকর্মী দিয়ে জুলাইকে গিলে খাওয়ার দল এনসিপি।
০৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:১৭
ঢাবিয়ান বলেছেন: জ্বি ঠিকই কইসেন ! দেশটারে সিঙ্গাপুর, কানাডা বানায়ে দিয়ে গেসে আওয়ামিলীগ।এইখানে আইন শৃংখলা বাহিনী, প্রসাষন সবাই ঠিকঠাক কাজ করে !! সেইখানে দুই নাম্বারি কাজ হাতেনাতে ধইরা হাসনাত মববাজি করসে !!
আর এদিকে আমি সিঙ্গাপুরে থাকি। দেশটা হইয়া গেসে এক্করে মগের মুল্লুক। এইখানে আমরা কোথাও কোন কাজ ঠিকমত ফাংশন না করতে দেখলে হাসনাতের মতই দ্রুত পদক্ষেপ লইয়া মববাজি করি। সিঙ্গাপুরের এই জাতীয় মববাজির কালচার বন্ধ কইরা বাংলদেশ থিকা শিক্ষা লওন দরকার !!!
আফনের তৃতীয় প্যরায় কইতে চাই যে, এনসিপি সবার জন্য উন্মুক্ত। যে কেউ সেখানে জয়েন করতে পারে। নর্থ সাউথ ইউনির একটা ছেলেকে হান্নানের মত সমমানের একটা পদ দেয়া হয়েছিল। প্রথমদিকের কিছু প্রগ্রামে তাকে দেখেছিলাম । এখন আর দেখি না। এছাড়া ডাক্তার তাসনিম জারা , তাসনুভা জাবীন, মিতু , সাইফুদ্দিন খালেদ সহ আরো অনেকেই আছেন যারা ঢাকা ইউনির কেউ না।
এনসিপির প্রতি বিদ্বেষ প্রকাশে আপনেতো চাঁদ্গাজীরেও ছাড়াইয়া গেসেন । তাও তিনিতো একজন কট্টর লীগার। আপনারে সেইটা মনে হয় নাই
৭| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:০৫
ওমর খাইয়াম বলেছেন:
আমারিকার ভাড়াটিয়া জল্লাদদের আমেরিকা নিজেই সরাবে। আমেরিকা পাকিস্তানের সাথে দহরম মহরম করে, কিনতু তাদের রগকাটাদের জন্য যায়গা করে দিবে না বাংলাদেশ।
৮| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১২:১০
কলিমুদ্দি দফাদার বলেছেন: @কিরকুট: তাজউদ্দিন ও কাদের সিদ্দিকী ৭১ এ হত্যা, ধর্ষণে যুক্ত ছিল নাকি??
তাজউদ্দিন ছেলে-মেয়ে আর কাদের সিদ্দিকী দুজন জুলাইকে স্বাধীনতা দিবস মানে।
গ্রাম-বাংলায় নাকি একটা প্রবাদ খুব চলে???
তুই মানুষ নাকি আওয়ামী লীগ!!!!
আপনে কোনটা?
৯| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ১:১০
কিরকুট বলেছেন: কলিমুদ্দি দফাদার বলেছেন: @কিরকুট: তাজউদ্দিন ও কাদের সিদ্দিকী ৭১ এ হত্যা, ধর্ষণে যুক্ত ছিল নাকি??
আপনি কি বডি বিল্ডার তাজুদ্দিনের কথা বলছেন? কাদের সিদ্দিকি কি মানে এটা কাদের সিদ্দিকির ভাষ্য । হালুয়া রুটির ভাগ না পেলে মুরগীতেও কুকুরের মতো চ্যাচায় ।
১৯৭১ এর কথা বললেই যদি আওমীলীগ ট্যাগ খেতে হয় তাহলে বুঝে নিন আপনার জ্বলুনিটা কোথায়। ১৯৭১ আওমীলীগের ব্যক্তিগত সম্পদ না । ওটা বাংলার ৯৮ ভাগ মানুষের । বাকি দুই ভাগ ফি নারে জাহান্নামা খলেদিন রাজাকার ।
১০| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ২:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: @কিরকুট: হাসিনার চেতনার দুগ্ধ পান করলে মুরগি, না করলে বাঘা সিদ্দিকী?
আর জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বললেই যদি রাজাকার ট্যাগ খেতে হয় তাহলে বুঝে নিন আপনার জ্বলুনিটা কোথায়। ২৪ এর জুলাই জামাত-শিবির একার সম্পদ না। ওটা বাংলার ৯৮ ভাগ মানুষের। বাকি দুই ভাগ; যাদের কাছে জুলাই স্কেম "দিল হে ফির বি হিন্দুস্তানি, দিল হে ফির বি হিন্দুস্তানি" ভাকু।
১১| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ৯:২৭
শেরজা তপন বলেছেন: কিছু ছেলেপেলে বিপথে যাবে, লোভ সামলাতে পারবে না, ক্ষমতার এই গরমটা সহ্য করতে পারবে না- আর বাঙালি জাতি হিসেবে তো আমাদের স্পেশাল কিছু বদগুন রয়েই গেছে, এর থেকে বের হওয়া খুব কঠিন কাজ। এরপরেও ওদের নিয়ে আমি হতাশ হইনি এখনো চরম আশাবাদী। সব বুড়া হাবড়া খাইস্ট্যা বুদ্ধিজীবী সাংবাদিক ওদের পিছনে লেগে গেছে একদম প্রথম দিন থেকেই, যেন ওদের দমন করা এদের জন্য ফরজে কেফায়া। ওরা ওদের সাধ্যমত লড়াই করছে জয় আসবেই না হয় দু-দিন পরে...
( বিগত সরকারের লোকজন দেখবেন নতুন কারো দুর্নীতির ব্যাপারে ৫০০ কোটির নিচে আলোচনা করে না, তাদের সাথে বাদবাকি অনেকে হুক্কা হুয়া করে ৫০০ কোটি টাকা কত টাকায় হয় এটার পরিমাণ কত এটা এসব এদের বেশিরভাগে মগজেই নেই। এসব বলে আগের সরকারের হাজার কোটি টাকা দুর্নীতিকে হালাল করতে চায় তারা। বোঝাই যে পোলাপান যদি এরকম পড়তে পারে তাহলে সুদীর্ঘ সময় ক্ষমতায় থাকা বুড়ারা কেন পারবে না!!)
০৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:২৯
ঢাবিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ব্লগে এত অনিয়মিত হয়ে গেলেন যে?
বুড়া হাবড়া খাইস্ট্যা বুদ্ধিজীবী সাংবাদিক ওদের পিছনে লেগে গেছে একদম প্রথম দিন থেকেই, যেন ওদের দমন করা এদের জন্য ফরজে কেফায়া। কারন হইল ক্ষমতা। একদল ক্ষমতা হারাইয়া , আরেক দল ক্ষমতার সুধা পান করবার লাগি একেবারে উন্মাদ হয়ে গেসে। সেনাবাহিনী, আইন শৃংখলা বাহীনি, প্রসাষন , বিচার বিভাগ, ইসি , ইন্টারিমের ৮০% উপদেষ্টা সব ম্যানেজ হয়ে গেছে। সরকার নির্বাচনটা দিলেই এদের সহায়তায় মসনদে গিয়া বইসা পড়ার জন্য আর তর সইতেসে না জনাব তারেক রহমান ও তার সাঙ্গপাঙ্গর ! পথের কাটা হইয়া আছে কেবল এই বিপ্লবী ছেলেগুলা। এদের কোনভাবেই সাইজ করতে না পাইরা বুউড়া খাটাসগুলো এক্করে মরিয়া উন্মাদ হয়ে গেসে। আসিফ মাহমুদ আজকেও ঘোষনা দিসে যে,
গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। "একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার"। ভুলে গেছেন?
১২| ০৫ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৩২
রাসেল বলেছেন: চেনা জানা চোর বাটপার বাদ দিয়ে নতুনদের দেখা যেতে পারে। মিডিয়া থেকে জানা যায় নতুনরাও খুব একটা সততার পরিচয় দিতেছে না। মিডিয়ার সততাও প্রশ্ন সাপেক্ষ। বর্তমান সরকারকে প্রশাসন, রাজনৈতিক দল,মিডিয়া ভাল কাজ করার সুযোগ দিতেছে না, উদ্দেশ্য অবশ্যই মহৎ নয়। যেখানে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য দেশের অস্তিত্ব না রাখা, সেখানে বেশিরভাগ জনগণ চোর বাটপার হওয়াই স্বাভাবিক।আমাদের গুনি দেশপ্রেমিকরাই বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন।
০৫ ই জুলাই, ২০২৫ সকাল ১১:৩৮
ঢাবিয়ান বলেছেন: পরিবারতন্ত্রের দূবৃত্তায়ন রাজনীতি এই দেশে মাফিয়া রাজনীতি সৃষ্টি করেছে। এই মাফিয়া রাজনীতিতে ফাটল ধরানোর প্রাথমিক কাজটাই করেছে ছাত্র - জনতা ২০২৪ এর জুলাই মাসে। গলে পচে যাওয়া সিস্টেমে যে ফাটল ধরানো হয়েছে বিগত জুলাই মাসে , তা পুরোপুরি ভেঙ্গে চুরমার না করা পর্যন্ত জুলাই বিপ্লব সফলতার মুখ দেখবে না। বিপ্লব তাই এখনও চলমান । নাহিদরা জনগনেরই কন্ঠস্বর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১০:১৮
কলিমুদ্দি দফাদার বলেছেন: মিডিয়া কভারেজ দেয়ার বদলে উল্টো জুলাকারনাইন সায়ের , জিল্লুর রহমান, খালেদ মহিউদ্দিন টাইপ অপসাংবাদিকেরা মিথ্যায় ভরপুর স্ক্রিপ্টেড খবর সরবরাহ করে এবং মাঝে মাঝে এনসিপি নেতাদের টকশোতে আমন্ত্রন জানায় হেনস্তা করার উদ্দেশ্যে!! আমি বাদে বাকি সব খারাপ ইহা আওয়ামী বয়ান!!!! টকশো তে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করবে না তো কি করবে? সিটি কর্পোরেশন গাড়ি এনে এয়ার গান দিয়ে ঠান্ডা বাতাস করবে?