![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম তখনো নিরীহ ছিলো,
চোখের পাতা বুঝলেই আসতো,
স্বপ্নেরা দলে দলে নেমে
কান্না, হাসি, আলোয় হাসতো।
তুমি তখন তর্জনী ছুঁয়ে
জাগিয়ে রাখতে প্রহর জুড়ে,
রাতগুলো সব কবিতা হত,
স্বপ্ন আসতো স্নিগ্ধ ভোরে।
ধীরে ধীরে আলো ঝিমোয়,
ঘুম উধাও হয় মেঘের ছাঁদে,
তুমি তখন ফোন স্ক্রিনের
ম্যাসেজ পড়ো রিপ্লাই বাদে।
চোখে তখন বালির মতো
পড়ে থাকে পুরোনো চিঠি,
স্বপ্নেরা তাল কাটে হঠাৎ
রাতের বুকে ফাটল কাটি।
ঘুম আসে না, তাও কিছুটা
ঝিম ধরা এক নাট্য রঙে,
স্বপ্ন বলে তোমার জন্য
নাম লিখেছি ভুলের জলে।
বালিশ জানে কত রাতের
ঘুম জমানো দীর্ঘশ্বাস,
আমরা তখন গল্প খুঁজি,
সাথে শত অবিশ্বাস।
মন বোঝে না কেন এখন
চোখ বুঝলেই ঘুম আসে না,
কেন এখন এ দুই চোখে
আগের সকল ঘুম ফিরে না।
রাত নামে, নিরব থাকি
বালিশে জমে কথার খসড়া,
ঘুম আসে না ঘুম আসে না
চোখের ভাঁজে ঘুম বাসনা।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৫২
সুলাইমান হোসেন বলেছেন: ঘুম না আসার চিকিৎসা হল,না ঘুমানো।অর্থাৎ জাগ্রত থাকা
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫১
সামিয়া বলেছেন: জেগেই ছিলাম, জেগে এই কবিতা লিখলাম
৩| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
তবে 'ঘুম আসে না' এটা একটা ফালতু কথা।
সারাদিন শুয়ে বসে না থেকে কঠোর পরিশ্রম করুন। দেখবেন, ঘুমে চোখ বন্ধ হয়ে আসবে।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫২
সামিয়া বলেছেন: আমি সারাদিন এতটাই পরিশ্রম করি যে খাওয়ার সময়টাও বের করতে পারিনা। ধন্যবাদ
৪| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩০
আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতা ভালো লেগেছে .।
৩১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫২
সামিয়া বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ৯:৪৩
জনারণ্যে একজন বলেছেন: ঘুম না আসাটা একটা যন্ত্রনাই বটে @ সামিয়া। বিশেষ করে যখন শরীর এবং মন টায়ার্ড থাকে - কিন্তু শত চেষ্টাতেও ঘুমানো যায়না।
গত উইকএন্ডে অ্যারিজোনা যেতে হয়েছিল। কিলোমিটারের হিসেবে ধরুন আমার এখান থেকে ১০০০ কিলোমিটার দূরে। শুক্রবার বিকেলে রওনা দিলাম -আর ওখানে হোটেলে পৌছুঁতে পৌছুঁতে রাত দুইটা বেজে গেলো।
টানা আট ঘন্টা ড্রাইভ করে এত টায়ার্ড ছিলাম, কিন্তু বেডে যাওয়ার পরও কিছুতেই ঘুমোতে পারছিলাম না। কপাল ভালো সাথে রঙিন পানীয়র বোতল ছিলো - দু'ঢোক গলায় ঢেলে দিলাম, তারপর আর কি ঘুম!
শুভকামনা রইলো।
৭| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৬
এম ডি মুসা বলেছেন: বাহ্
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ ভোর ৬:৩৭
Naim Hasan বলেছেন: বেশ লিখেছেন আপনি।