নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

ফারিহা হোসেন প্রভা

একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs

ফারিহা হোসেন প্রভা › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতির প্রেমে (১ম পর্ব)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

ছেলেটির নাম নির্ঝর। বিবিএ ফার্স্ট ইয়ারে পড়ে। বিগত কয়েক বছর ধরে তার একটি বাজে স্বভাব গড়ে উঠেছে, খালি মেয়েদের পিছে ঘুরে বেড়ানো। ঠিক এমনি সুবর্ণা নামের একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর, মেয়েটি তার কাছে কিছুদিন সময় চেয়ে নিলো। মেয়েটি কোনো একভাবে জানতো নির্ঝর এর বাজে স্বভাবের ব্যাপারে। সে কিছুক্ষন ভাবার পর সিধান্ত নিলো,
‘এবার নির্ঝরকে তার ভুলগুলো বুঝতে হবে। আহহহ আমি এক কাজ করি ওকে একটা গোলাপ ফুলের চারা গিফট করি। হ্যা তাই করি’।
সুবর্ণা তারপর দিন নির্ঝরের সঙ্গে দেখা করে বলল,
-আচ্ছা তুমিতো আমাকে ভালোবাসো তাইনা?
-হ্যা কোনো সন্দেহ?
-না নেই সন্দেহ। তবে তোমাকে প্রমাণ করে বুঝাতে হবে।
-মানে?
-তোমাকে আমি এই গোলাপের চারা গাছটি দিচ্ছি,তুমি এই গাছের যত্ন নিয়ো খুব সাবধানে। কারণ এখানে তোমার ভালোবাসা বিরাজ করবে। তোমাকে ৬মাস সময় দিলাম তুমি এই চারা গাছটির যত্ন নিয়ে গাছটিকে বড় করে তুলো। যদি তুমি খুব যত্ন সহকারে গাছটিকে বড় করে তুলতে পারো তাহলে তবেই আমি তোমার প্রস্তাবে রাজি হবো।
-আমার ভালোবাসা! এই চারা গাছের সাথে আমার ভালোবাসার সম্পর্ক কোথায়! আর তোমাকে পাওয়ার জন্য আমি একটি চারা গাছের যত্ন নিবো!
-হ্যা,ঠিক তাই। এখনতো ভালোই বলছ তোমার ভালোবাসা আমি,তো তাহলে অবশ্যই এখানে আমিই বিরাজ করবো তোমার জন্য। তবে কি তুমি তোমার ভালোবাসার যত্ন এখনো নিতে পারবেনা?
নির্ঝর ঠিক বুঝতে পারেনি। তার খুব হাসি পাচ্ছে সুবর্ণার কথা শুনে। একটি গোলাপ ফুলের চারার মাঝে আবার নির্ঝরের ভালোবাসা,বাহ!
নির্ঝর তার বাসায় সেই গোলাপের চারা গাছটি নিয়ে গেলো। তার রুমের বারান্দার এক পাশে যত্ন করে রেখে দিলো। ২দিন চলে গেলো, হঠাত করে ওর চোখ পরলো সেই চারা গাছের দিকে। খুব মায়া লাগছে দেখে তার।
-ইশ! বেচারা চারা গাছ! একটু পানি দিয়ে দিয়ে দেই গাছে।
প্রতিদিন অল্প অল্প পানি দিতে দিতে অবশেষে দেখা গেলো চারা গাছ এখন আর চারা নেই। ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নিজের অজান্তেই নির্ঝরের মুখে একটি হাসি চলে আসলো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লাগল পড়ে৷ খুব সুন্দর লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ডার্ক ম্যান বলেছেন: পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ্‌ খুব তাড়াতাড়িই ২য় পর্বটি পড়ার সুযোগ হবে এবং ২য় পর্বটি পড়ার জন্য আহবান করছি।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ঋতো আহমেদ বলেছেন: বাহ্! সুন্দর গল্প। নির্ঝর কি এখন এই গাছের প্রেমে পড়ে যাবে?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি স্যার। ধীরে ধীরে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

রাকু হাসান বলেছেন: বাহ প্রকৃতি কে নিয়ে পোস্ট । চমৎকার লিখেছেন । ব্লগে স্বাগতম । শুভ ব্লগিং

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব। দোয়া করবেন।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫৭

রাকু হাসান বলেছেন: আবারও বলি এই পোস্ট মান সম্মত হয়েছে । এভাবে লিখলে থাকলে সেইফ হবেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬

খাঁজা বাবা বলেছেন: পড়লাম, দেখি এর পর কি হয়। :)

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এর পরের পর্বও আছে দেখে নিবেন জনাব। ধন্যবাদ।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

নীল আকাশ বলেছেন: আমি হলে ছয় মাস পরে দোকান থেকে বড় তড়তাজা একটা গোলাপ ফুলের গাছ বড় বড় ফুল সহ নিয়ে যেতাম। :P মেয়ে তো এটা দেখে সাথে সাথেই কাত! ;)

দিন দুনিয়া অনেক কঠিন হয়ে গেছে প্রভা...........।

লেখার প্লট টা ভালো, আরো লিখুন। হাত খুলবে বেশ!
শুভ কামনা রইল!

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার সেই দৃশ্যটি দেখার অপেক্ষায় রইলাম।
ভালো থাকবেন।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

নীল আকাশ বলেছেন: আপনার প্রোফাইল পিক টা নিশ্চয় নিজের নয়! এই ছবি টা আপনার সাথে কেন যেন মানাচ্ছে না.....স্যরি কিছু মনে করবেন না.....

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রোফাইল পিকটা তো আমার নয় অবশ্যই। আমি আবার কোনো ছেলের সাথে এইভাবে পিক তুলবো!!
এই ছবিটি দেওয়ার পিছে কারণ আছে। পরে জানতে পারবেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.