নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

ফারিহা হোসেন প্রভা

একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs

ফারিহা হোসেন প্রভা › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলা অস্তিত্ব

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

মনে করো সূর্য প্রতিদিন তোমার জন্য উঠে,
প্রভাত শুধু তোমার জন্য হয়,
আকাশে পাখিরা সারি বেঁধে গান গেয়ে যায় তোমার জন্য,
ময়ূর পেখম তোলে নাচে তোমার জন্য,
ভোর দুপুরের সেই নিস্তব্ধতা আসে শুধু তোমার জন্য।

মাঠে বালকদের হৈচৈ করে খেলা তোমার জন্য,
বালিকাদের মনের আনন্দে ছুটে বেড়ানো তোমার জন্য,
মধ্যাহ্নর সেই অস্তে ডুবে যাওয়া সূর্য শুধু তোমার জন্য।

ঐ বাশিওয়ালার প্রতিটি বাশিরসূরে বিরাজ করছো তুমি,
রাতের বেলায় তোমায় দেখিবার জন্য চন্দ্রের মনে হাহাকার জেগে উঠে,
সেই চন্দ্রটিও ঘনিয়ে আসে তোমার জন্য।।

মন্তব্য ৯৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! কী সুন্দর !!!
নিজেকে ভালোবাসার ,ভালোলাগার ,ভালো থাকার আনন্দময় লেখা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ম্যাডাম,
আমি লিখেছি। কেমন হয়েছে বলুন প্লিজ?

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:

প্রতি লাইনেই তুমিময়তা।

ভাল লাগল প্রতিটি লাইন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ। আমি লিখেছি। কেমন হয়েছে বলুন?

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: চন্দ্রের বুকে হাহাকার! চন্দ্রের ঔজ্জ্বল্য শোভা আপনার লেখায় ফুটে উঠেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হ্যা! কোনো এক ভোরে উঠে চিন্তা করেছিলাম কিছু,তারপর কোনো এক পূর্বাহ্ণে এবং তারপর কোনো এক মধ্যাহ্নে। আবার কোনো এক গভীর রাতের চন্দ্রের স্পর্শ তলের ছায়ায় বসে চিন্তা করেছিলাম তাকে নিয়ে। তবে লাভ কি!!!

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫

শামচুল হক বলেছেন: ভালোবাসার ভালোলাগার চমৎকার কবিতা। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশাপাশের মানুষদেরও ভালো ও সুস্থ রাখার চেষ্টায় থাকবেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কবির দৃষ্টিশক্তির ব্যাপ্তিকে শ্রদ্ধা জানাই। আমাদের হৃদয় উদ্বেলীত হোক বৃহত্তর জগতে। কবিতায় একরাশ মুগ্ধতা ।


শুভকামনা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। দোয়া করবেন আমার জন্য।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকে। আমার পাশে থাকবেন আশা করি।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার। দোয়া করবেন আমার জন্য।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

রাকু হাসান বলেছেন:


বাহ এত সহজ সুন্দর প্রকাশ । অনেক ভাল কবিতা এটা । এখন পর্যন্ত যারা মন্তব্য করেছে খুব ভাল পাঠক । মন্তব্যও রেখেছে । ভাল না হলে কোনো ভাবেই সম্ভব না । আমি অনেক আশাবাদী হয়ে গেলাম । আপনি অনেক সুনাম করবেন একদিন । তবে ব্লগে সময় দিতে হবে । পড়ে ভালো মন্তব্য করাটা কিন্তু দরকার । নতুনদের তো গঠনমূলক মন্তব্য দুর্বার হাতিয়ার । পরিচিতি পাবেন । অন্যরা এসে পড়বে ,মতামত জানাবে । আপনারও আরও ভালো লাগবে লিখতে । একদিন এভাবে চলতে চলতে সেইফ হয়ে যাবেন । তখন আর এই ব্লগ ছেড়ে যেতে ভাল লাগবে না ।
নতুন হিসাবে কিছু লিংক দিচ্ছি সেগুলো মন দিয়ে পড়বেন আশা করি ।

ব্লগের টুকিনাকি এখানেই পাবেন ।

এখানে একটি পোস্টে গেলে আরেক টি পোস্ট পাবেন ।এগুলো পড়লে ব্লগের ব্যাপার খুব স্বচ্ছ ধারণা হবে । আরও কিছু পোস্ট আছে । প্রয়োজনে সেগুলো দিব নে ।

আপনার কিছু কমেন্ট দেখলাম । ভাল কমেন্ট করেছেন । তবে আরেকটু গঠনমূলক হলে আরও বেশি ভালো হবে । বেশি বেশি গঠনমূলক কমেন্ট করার বিকল্প নেই । যাক অনেক কথা বলে ফেললাম । মনে কিছু নিবেন না ।
আপনার প্রতি আমার শুভ কামনা থাকলো । এবং থাকবে সব সময় । হোক ব্লগিং ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি এতক্ষণ ধরে যা বলেছেন তা সবই আমার ভালোর জন্য। তাহলে আমি কিভাবে মনে কিছু নিতে পারি বলেন?
আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি তাই ভাবছি। আসলে প্রত্যেক সফল মানুষকেই হেল্পফুল হতে হয়। এই অভ্যাসটিই তাদের আরো সফল করে তুলে জীবনে। আপনার এবং আপনার পরিবারের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৩

রাকু হাসান বলেছেন: লিংকের সব কিছু ভালো করে পড়তে হবে । আরেকটি কথা বলি ছোট করে । প্রতি উত্তরে ভিন্নতা আনলে ভালো । একই কথা বারবার বললে খারাপ দেখায় । যদি একই কথা ভিন্নভাবে বললে বিষয়টা ভালো দেখায় । অন্য ব্লগারদের ও ভালো লাগবে । আর ইমোজি ব্যবহারের একটা সুফল পেতে পারেন । যদিও অনেকে এটা ব্যবহার করে না । মনে করুন আপনি এই :) ইমোজি টা ব্যবহার করলেন কোনো কমেন্ট এ । তখন কিন্তু আপনার হাস্যউজ্জল মুখ কল্পনা করবে ব্লগাররা । যাতে করে ইতিবাচক ধারণা করবে আপনাকেনিয়ে । হাসি জিনিসটা তো সবারই ভালো লাগে । তবে প্রকৃতিগতভাবেই ব্যবহার করা উচিত । কোনো পোস্ট হয়তো খারাপ লাগতে পারে কোনো কিছু পড়ে তারপর আপনি আপনার কমেন্টে এগুলো ব্যহহার করলেন |-) :-< :(( :( ,,,,আরও স্পষ্ট হয়ে যাই যে আপনি সংশ্লিষ্ট ব্লগারের প্রতি সহানুভূতিশীল । দুঃখ প্রকাশ করছেন বা আপনি বিষয়টা নিয়ে দুঃখিত । লেখার পাশাপাশি এই বিষয়টাও কাজের হতে পারে । আমার কাছে এমনটা মনে হয় দেখে বললাম ।

শুভকামনা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগের টগবগে পঙ্খীরাজে সৃষ্টিশীলতার লাগামে প্রতিটি কাব্য হয়ে উঠুক বাঙময়!

:)

+++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার এতো সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য। আপনাদের পছন্দমতো আরো ভালো পোষ্ট যাতে লিখার সুযোগ আমার হয়,সেটার দোয়া করবেন প্লিজ। ধন্যবাদ আবারো।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপু। কেমন আছেন?

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

ভাইয়ু বলেছেন: মনে হচ্ছে পৃথিবীর প্রথম নারী হাওয়া, প্রথম পুরুষ আদমের জন্য কবিতাটা লিখলো =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সত্যি? আলহামদুল্লিলাহ! এতো সুন্দর একটি মন্তব্য পেলাম অনেক খুশি লাগছে। প্রিয় ভাইয়ু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: ব্লগিংয়ে আপনাকে স্বাগতম।

সুন্দর হয়েছে। লিখতে থাকুন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহহ! এতো সম্মানীয় একজন ব্যক্তির কাছ থেকে মন্তব্য পেয়ে আমি ধন্য।
অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

বলেছেন: ভালোবাসা ও ভালোলাগার কথমালা.

সুন্দর একটি ভালোলাগার কবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। আশা করি পাশে থাকবেন।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ম্যাডাম, আপনি তো ভালই কবিতা লিখেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাই নাকি! আগেতো জানতাম না। ধন্যবাদ আপনাকে। আমার পাশেই থাকুন।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪

চাঙ্কু বলেছেন: ওরে জেডী, সবকিছু খালি "তোমার" জন্য হইলে কেমনে হপে? আফসুস

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আচ্ছা তাহলে কি সব কিছু 'তোমাদের' হবে নাকি? হুম।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে নিশ্চয়ই তাবলীগ পার্টি নাইলে অমন খোদাপ্রেমী কোবতে কেউ লেখে!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তাবলীগ টা আবার কি ভাই?
সরি বুঝলাম না। একটু বুঝিয়ে বলবেন কি?

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

সনজিত বলেছেন: উথুলি গরাজ যায়.।.।.।।
বেশ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ এতো সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেয়ার জন্য। আমার পাশেই থাকুন।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: লিখতে থাকুন।আশা করি আরও ভাল হবে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হ্যা যদি আপনাদের দোয়ায় একটুখানি জায়গা পাই তবে।
ধন্যবাদ আপনাকে।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর লিখেছেন! ভালো লাগছে পড়তে!

আচ্ছা এই তুমিটা কে? কার জন্যে? :-B

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমার জীবনে এই তুমি টুমি কেও নেই আফসোস। তবে ফিউচারে যে আছে তার জন্য বলা যায়।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

ডার্ক ম্যান বলেছেন: এই তুমি নিশ্চয় আমি না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হিহিহি....তবে ভাইয়া আপনার জীবনে কি এমন কোনো 'তুমি' নেই?

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

পাঠক০০৭ বলেছেন: প্রোফাইলের ছবি যদি আপনার হয়, তাইলে বয়সের বিবেচনায় আপনি ভালো লিখছেন। তবে মনে কেন যেন সন্দেহ, ছবিটা আপনার না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হায় আল্লাহ্‌ !!!
এটা আমারই ছবি। আর আমিতো বাচ্চাই স্যার।
অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কমেন্ট পড়ে আমার খুব খুশি লাগছে ইয়ো।

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

রাকু হাসান বলেছেন: বোন নতুন পোস্ট দাও এবং দেওয়ার পর সক্রিয় থাকার চেষ্টা করো :) । কবিতা হলে ভালো মানসম্মত হওয়া চাই । কবিতাটি একটু কম পড়া হলেও । ভালো ভালো পাঠক পড়েছে । লাইক ৮টি । চমৎকার :-B । প্রথম পাতার আগেই ৮ জন লাইক করেছে । এটা খুব ভালো দিক । :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি প্রথম পাতা চাইলেও মনে হচ্ছে প্রথম পাতা আমাকে চায়না। একটু টেনশনে আছি আর ভাবছি কীভাবে সময় দেওয়া যায়। কারণ আমরা স্টুডেন্ট মানুষ,এতোটাও ম্যাচিউরড হইনি। আপনাদের সাথে জায়গা পাওয়া,এতো এক বিশাল ব্যাপার।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাকু হাসান বলেছেন:


আরেহ না । সব ঠিক আছে । লেখা ভালো ব্লগে বিচরণ ভালো । আমরাও অনেকে শিক্ষার্থী বা কেউ কোনো জব করে । অথবা কেউ কেউ ফ্রি সময়টুকু ব্লগে দেয় এটাই । তুলনা আনলে সমস্যায় পড়বে । নিজের মত করে লিখে গেলেই দেখবে ভালো কিছু হয়ে যাবে । এত ভয় পাবার কিছু নেই । প্রথম পাতায় আসলে সবাই সমান । যদিও একটু আগে পরের হিসাব আছে । তোমার কিছু মন্তব্য দেখেছি ,গঠনমূলক হচ্ছে । আরও সময় গেলে আরও গঠনমূলক হবে । অবসর সময়টা দিলেই হয়ে যাবে । এই তো প্রথম পাতায় চলে গেলে পরে আর ব্লগে সময় কম দিলেও সমস্যা নেই । কেননা তখন যে কোনো সময় পোস্ট দিলে প্রথম পাতায় যাবে । কেউ না কেউ পড়বে । আপাদত প্রথম পাতায় যাও,পরের টা পরে । আরেকটু কষ্ট করলে হয়ে যাবে ।

সময় দেওয়া ব্যাপারে বলবো-ফেসবুক চালালে সেটা এখন পুরো বাদ দিয়ে এখানে সময় দাও । আরও কিছু টিপস আছে তবে প্রকাশ্যে বলতে পারছি না । এভাবেই চলুক । সব কিছু ঠিক আছে । এমন সময় দিলেও হয়ে যাই । যখন হাতে সময় বেশি থাকে তখন না হও বেশি দিলে । প্রথম পাতায় সুযোগ পেতে টানা সময় দেওয়াটা জরুরি । কোনো টেনশন নেওয়ার দরকার নেই । আমার কাছে নয় ,অন্য ব্লগারদের কাছেও তুমি ম্যাচিউরড ,আমার মনে হয় । েএই সময়ে খোঁজ নিয়ে দেখ তোমার বন্ধুরা ফেসবুক নিয়ে ব্যস্ত ,তুমি তো ব্লগে। এটা অবাক করার মত । সো যথেষ্ট ম্যাচিউর ।


খুব একটা দেরি নেই প্রথম পাতায় যেতে । আশাবাদী । শুভকামনা :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগছে আর নিজেকেও ম্যাচিউরড মনে হচ্ছে ইয়ো।

২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ডার্ক ম্যান বলেছেন: নারে বইন। আমার জীবনে কোন তুমি নেই, তবে অনেক তোমরা আছে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অওাও! শুনে খুব খুশি হলাম। এমনই হওয়া উচিৎ। শুভকামনা রইলো আপনার প্রতি।

২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর প্রয়াস। কবিতা হয়ে উঠুক সুন্দর চিন্তার উদ্ভাস। ভাল লাগা অনেক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার। ভালোবাসা ও দোয়া রইলো আপনার প্রতি। আমার পাশেই থাকবেন।

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ্হ সুন্দর প্রকাশ ।
অনেক ভাল লাগল কবিতাটি ।

প্রশংসায় উজ্জীবিত হয়ে আরও ভালো করতে হবে ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বাগতম নতূন ব্লগার হিসাবে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার পাশেই থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি যাতে আরো ভালো ভালো কবিতা আপনাদের উপহার দিতে পারি।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

ওমেরা বলেছেন: কবিতাটা পড়ার সময় মনে হল কেউ যেন আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে খুব ভাল লাগল । ধন্যবাদ ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি ঠিক ধারণা আপনার। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আমার পাশেই থাকুন।

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

বাহ !!!!!! খুব সুন্দর কবিতা লিখেছেন!!!!!!!



শুভ ব্লগিং ...


লিখতে থাকুন !!
শুভ কামনা রইলো।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার। আমার জন্য দোয়া করবেন। আপনাদের মত যদি অয়েল উইশাররা আমাকে ঠিক এভাবেই সাপোর্ট করে যান তাহলে অবশ্যই আরো ভালো কিছু আপনাদের আমি উপহার হিসেবে দিতে পারবো।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: কবিতায় তোমার জায়গায় আল্লাহ ঈশ্বরের নাম বসান তখন দেখবেন পুরা খোদাপ্রেমী কোবতে হইয়া গেছে। তাবলীগ পার্টি হলো তাবলীগ জামাত মানে যারা মসজিদে সময় দেয়

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে বসিয়ে দেখতে হবে কেমন লাগে। তবে এই দুনিয়াতে আল্লাহ্‌ আমাদের ভালোবাসা নামক যে জিনিসটি উপহার দিয়েছেন,ঠিক তাকে চিন্তা করে কবিতাটি লিখেছিলাম আমি। কেমন লেগেছে?

৩১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: এতো কিছু ..........খারাপ লাগেনি।

শুভ ব্লগিং.............. !:#P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জনাব। এতোকিছু সব আপনাদের জন্যইতো। দোয়া করবেন।

৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মনোবাসনা পূর্ণ হোক!
আপনি একজন নামকরা নেত্রী হোন!
তবে এর জন্য সুশিক্ষিত না হলেও চলবে।
সংসদে গিয়ে ..............

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সংসদে গিয়ে?
স্যার আমারতো এটাই স্বপ্ন একজন সুশিক্ষিত নেত্রী হওয়া।

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক সুন্দর প্রকাশ। শুভ কামনা কবির জন্য। ভালো থাকুন সব সময়। শুভ হোক প্রতিটি মুহূর্ত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো ভাইয়া।

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লিখেছেন আপু,

ভোর দুপুর কথাটা একটু বেমানান মনে হল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ভোর দুপুরের জায়গায় তাহলে কি দেওয়া যেতে পারে আপনার মতে ভাইয়া?

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

তারেক_মাহমুদ বলেছেন: ভোর, দুপুর হতে পারে বা ভর দুপুর ও হয়, কবিতায় লাইক দিলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: থ্যাক ইউ ভাইয়া।
এভাবেই আমার পাশে থাকবেন আশা করি।

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

নতুন নকিব বলেছেন:



পঞ্চম লাইনের 'ভোর দুপুরের' কি 'ভর দুপুরের' হওয়া উচিত?

কবিতা সুন্দর হয়েছে। আপনি সুন্দর লিখেন। শুভকামনা অনেক অনেক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভুল সংশোধন করিয়ে দেওয়ার জন্য।
আশা করি এভাবেই আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাবেন।

৩৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

নজসু বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা।
হৃদয় উদ্বেলিত হয়।
ভালোবাসায় আকুলিত হয় মন।
একরাশ ভালো লাগা।
ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ভাইয়া।
আপনার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন।

৩৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

এ.এস বাশার বলেছেন: বাহঃ বোন বাহঃ বেশ উন্নতি হয়েছে তোমার :) :) । কবিতা বেশ সুন্দর কথামালা এবং সৃজনশীল মন্তব্যে ভরে গেছে। রাকু হাসান ভাইযের মন্তব্য গুলো অনুসরণ কর প্রথম পাতায় আসার টনিক আছে ওখানে। প্রথম পাতায় দেখতে চাই তোমাকে তাড়াতাড়ি। :) :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ইনশাআল্লাহ্‌ দোয়া করবেন আমার জন্য ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

পুলক ঢালী বলেছেন: কবিতা আমি একদম বুঝতে পারিনা ভীষন জটিল মনে হয় কোন ভাবোদ্ধার করতে পারিনা।
১ম নয় লাইন পড়ে ভেবেছিলাম তুমি মানে স্রস্টা। পরের দুলাইন মানে ১০ এবং ১১ নম্বর লাইন পড়ে মনে হলো আপনিই তুমি।
তারপর ৩ নং মন্তব্যের প্রতিউত্তরে আপনার কথায় মনে হলো চাদের আলোয় বসে চাঁদের কথা অথবা ব্রেক হয়ে যাওয়া প্রেমিকের কথা ভাবছেন। দেখলেন ! কবিতার মর্ম উদ্ধার করতে কত উল্টা পাল্টা ভাবনা আমার মাথা আউলে দেয় ;)
এজন্য কবিতার মত জটিল বিষয় এড়িয়ে চলি। আমার ভাবনা যাই হোক আপনি আপনার লেখনী পূর্নদমে চায়িয়ে যান কারো কথায় প্রভাবিত না হয়ে নিজের স্বকীয়তা বজায় রেখে। ভাল থকবেন। শুভ কামন রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাই, আপনার সাথে আমিও ১০০% সহমত প্রকাশ করছি।
কবিতা আমার সর্বদা মাথার উপর দিয়ে যায় ঠিক গণিতের মত। আমি নিজে একজন সহজ সরল ব্যক্তি তাই আমার কবিতাও খুব সহজ সরল। ধন্যবাদ মন্তব্যের জন্য ভাইয়া।

৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

পুলক ঢালী বলেছেন: দুঃখীত ছোট আপু বানানে অনেক ভুল হয়েছে।
চায়িয়ে=চালিয়ে।
থকবেন=থাকবেন।
কামন=কামনা।
ইস্ আপনার ব্লগে প্রথম মন্তব্যে এত্ত এত্ত ভুল !!! :P
ভাল থাকুন সব সময়। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আরে অসুবিধা নেই। ভুলতো মানুষেরই হয়। আমরা ভুল করবো হাজার বার আর হাজার বার আমাদের মানুষত্যের পরিচয় দিবো।

৪১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: স্যার আমারতো এটাই স্বপ্ন একজন সুশিক্ষিত নেত্রী হওয়া।

বর্তমানে নেত্রী হতে সুশিক্ষিত হবার কো্নই আবশ্যকতা নেই। গলাবাজী করতে পারলেই হলো!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জানি আমি। এতোটুকো বুঝার বয়স হয়েছে বটে তবে আমি তা করতে চাইনা। আল্লাহ্‌ তা'লার দেখানো পথ অনুসরণ করতে চাই। দোয়া করবেন আমার জন্য।

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! চমৎকার আত্মবিশ্বাসে পরিপূর্ণ কাব্য, ভালো লাগলো আশায় বুক বেঁধে বেঁচে থাকার আশ্বাসে।

শুভকামনা আপনার জন্য সবসময়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আমাকে এভাবেই সাপোর্ট করে যান।
আপনার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইলো।

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

সূর্যালোক । বলেছেন: ভেরি গুড পয়েম

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: থ্যাংক ইউ জনাব।

৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭

ইসমাঈল আযহার বলেছেন: সবকিছু আমার জন্য হলে তোমার জন্য কী?
কখনো কারো কবিতা মাঝে
হারিয়ে ফেলি নিজেকে
তাই আমাকে আমি খুুঁজি
তোমার হয়ে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ চমৎকার বলেছেন জনাব। আপনার জন্য আপনি নিজেই এনাফ তাই নয় কি স্যার?

৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

ইসমাঈল আযহার বলেছেন: উঁহু আমি সেটা বলিনি। তোমার জন্য কী সেটা শুনতে চেয়েছিলাম।
আকাশে সূর‌্য আমার জন্য ওঠে
পাখিরা আমার জন্য গান গায়
ময়ূর আমার জন্য নাচে
বাগে ফুল আমার জন্য ফোটে

তোমার জন্য কি কিছুই না?

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবই আমার হৃদয়ে বিরাজ করছে।

৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১০

ইসমাঈল আযহার বলেছেন: মানুষের একেফোটা হৃদয়ে কতকিছুই না বিরাজ করে! আবার কারো হৃদয় পড়ে থাকে শূন্য।
আসলে সবকিছু নিজের কল্পনা , মানুষের নিজ ভাবনা-ই মূলত জীবন। যে যা ভাবে তার জীবন তেমন।
এসব আমার চিন্তা। আমার চিন্তার সঙ্গে কারো চিন্তা মিলতে নাও পারে। মানুষের একফোটা হৃদয়ে কতকিছু বিরাজ করে।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জনাব। সবই সৃষ্টিকর্তার কৃপায়।
ধন্যবাদ জানাই আপনাকে। শুভ কামনা রইলো।

৪৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮

নীল আকাশ বলেছেন: প্রথম দুই লাইনে জন্য টা মনে হয় বাক্যের শেষে চলে গেলে ভালো হবে.......অন্য লাইন গুলির সাথে মানাচ্ছে না...।
লেখার হাত আগের চেয়ে ভালো হয়েছে.....আরো আরো লিখুন, হাত খুলে যাবে.......।
শুভ কামনা রইল।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! আপনি তো দেখি একদিনে আমার সব পোষ্ট পড়ছেন। আপনাদের এই ভালোবাসাটাই চাওয়া আমার, আর কিছু নয়।

৪৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

নীল আকাশ বলেছেন: আজকে দিন টা আপনার জন্য বরাদ্দ ছিল। আসব আসব করে আসা হচ্ছিল না। আমি এভাবেই সবার ব্লগে যেয়ে পড়ে আসি।
আরো ভাল ভাল লেখা চাই, আবার আসব!
শুভ কামনা রইল!

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুকরিয়া....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.