নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামলাইকুম। আমি ফারিহা হোসেন প্রভা,ঢাকা সবুজবাগ থেকে। ছোট বেলা থেকেই আমার ইচ্ছে ছিলো আমাদের দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার। দেশের নারীদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে আমার এবং আমার স্বপ্ন দেশের একজন স্বশিক্ষিত নেত্রী হওয়া।

ফারিহা হোসেন প্রভা

একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs

ফারিহা হোসেন প্রভা › বিস্তারিত পোস্টঃ

শেষ ইচ্ছা : ১ম পর্ব

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৫

গার্লস স্কুলের পাশের টং দোকানগুলোতে বসে প্রায় দিনই চা-সিগারেট খায় সাইফ। একদিন,
-“এ মামা দু’টা বেনসন সিগারেট আর কড়া কইরা একটা চা দাওতো।”
বাড়টা বাজলো, ছুটির ঘন্টা বেজে উঠলো! মেয়েরা বের হচ্ছে স্কুল থেকে। পূরভীও বের হলো তার বান্ধবীর সঙ্গে। হঠাত সাইফের চোখ পরলো পূরভীর দিকে। বড় চুলের সেই লম্বা দুইটা ঝুঁটি। গাঢ় সবুজ রঙের স্কুল ড্রেসে সাদা রঙের একটি ওড়না গায়ে দেওয়া। সাইফের হাতে সিগারেট, পূরভীর দিকে এক নজরে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সিগারেটের আগুনের তাপটি তার হাতে গিয়ে লাগলো টেরই পেলো না।
-আহ! ধেৎ!
-ও মামা এমনি যদি আপনি প্রতিদিন মাইয়াগোর দিকে চাইয়া থাকেন তাইলে এমনি কইরা প্রতিদিনই তো আপনার হাত পুড়বো আগুনের তাপে।
সাইফ সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ালো, দেখবে মেয়েটি কোথায় যায়। বাসায়ইতো যাবে, বাসাটা চিনে আসা যাক।
পূরভী একে একে তার বান্ধবীদের বিদায় দিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলো। পূরভীর পিছে সাইফ।
-ওমা! এতো দেখি আমগো এলাকার মেয়ে।
সাইফ দেখলো, সাইফদের বাসার পাশের গলিতেই মেয়েটির বাসা। সাইফতো বড্ড খুশি।
এভাবেই দিনের পর দিন পার হয় আর সাইফ প্রতিদিনই পূরভীকে ফলো করে। কিন্তু মজার ব্যাপার হলো, পূরভী তা জানেই না। একদিন এলাকায় আড্ডারত অবস্থায় সাইফ তার বন্ধুদের মেয়েটির ব্যাপারে সব খুলে বলল,
-দোস্ত মেয়েটা আমাদের এলাকায়ই থাকে কিন্তু কিসে পড়ে বয়ফ্রেন্ড আছে নাকি নাই কিছুই জানি না।
-আরে হোপ! এডি কি কস মামা? মাইয়া তোগো পাশের এলাকায় থাকে আর তুই এটাই জানোস না মাইয়া কিসে পড়ে! খবর লাগা মামা খবর লাগা।
সাইফ খবর লাগালো, হ্যা ঠিক তেমনিভাবে যেমনি করে সব ছেলেরাই খবর লাগায়। মেয়েটির নাম পূরভী। নাইনে পড়ে। কোনো বয়ফ্রেন্ড নেই। এক বিকেলে সাইফ ও তার বন্ধুরা এক পার্কের সামনে বসে ছিলো। তখন হঠাত করেই সাইফ দেখলো পূরভীকে।
-দোস্ত ও দোস্ত, যা আজকে যা। একটু কথা বইলা আয়।
-না না না! আমার ভয় করে। যাইতে পারুম না। তোরা গিয়ে ক না একটু আমার কথা।
-শালা বিয়ের দিনও কি আমরা যাইয়া কবুল কইয়া আসুম তোর পক্ষ থেইক্কা? হুম?
-আরে যাইতাসি যাইতাসি। তোরা ধাক্কা দিস না।
সাইফ পূরভীর সামনে গিয়ে ডাক দিলো তাকে,
-এক্সকিউইজ মি!
-জি?
-আপনার নাম টা জানতে পারি?
পূরভী কিছু না বলে চুপ করে একটা হাসি দিয়ে চলে গেলো। আর সাইফ ওখানেই ফিদা!
কয়দিন পর পূরভীর স্কুলের সামনে,
-এই পিচ্ছি দাঁড়াও, তোমাকে না সেদিন জিজ্ঞেস করেছিলাম তোমার নাম কি। বললে না কেন?
পূরভী চুপ।
-কথা বলো না কেন? তুমি কি মনে করেছো তুমি তোমার নাম না বললে কি আমি জানতে পারবো না? তোমার নাম পূরভী, তুমি ক্লাস নাইনে পড়।
-জি আমাকে আর ডিস্টার্ব করবেন না।
সাইফ অনেক কষ্টে পূরভীর ফেসবুক আইডি খুজে বের করলো সেখানে ভুয়া পরিচয় দিয়ে পূরভীকে ম্যাসেজ দিলো এবং শুধু তাই নয়, পূরভীর সঙ্গে বন্ধুত্বও করে ফেলেছে ধীরে ধীরে। বিকেল বেলা, বাহিরে প্রচণ্ড বৃষ্টি। সাইফ পূরভীকে কল দিলো ম্যাসেঞ্জারে,
-বাহিরে তো অনেক বৃষ্টি, তুমি বের হবা না?
-আমি? এই বৃষ্টির মধ্যে আমি বের হয়ে কি করবো?
-কেন ভিজবে বৃষ্টিতে।
-না, আমার মা বের হতে দিবে না আমাকে।
-আচ্ছা বের না হও তবে তোমার বাসার বারান্দায়তো আসতে পারবা তাই না?
-বারান্দায় গেলে কি হবে?
-তোমায় দেখবো।
-আমায় দেখবা মানে?
-না মানে আমি বারান্দায় আসবো, তুমিও যদি আসো তাহলে মনে করবো আমরা একসঙ্গে আছি। আসবা প্লিজ?
পূরভী কিছুক্ষণ চিন্তা করলো, দেখছে ছেলেটির হাবভাব বেশি ভালো না। দু’দিন হলো পরিচয় ফেসবুকে আর তাতেই ফোণ দিয়ে এসব কথা!
পূরভী তাকে ম্যাসেজ দিয়ে বলল,
-আপনি আর কখনও আমাকে ম্যাসেজ বা কল করবেন না।
সাইফ বুঝলো এভাবে কাজ হবে না। তাকে সামনে এগিয়ে আসতে হবে। সাইফ পূরভীর ফোণ নম্বর যোগার করে পূরভীকে কল করে সব বলল। তার ভালোবাসার কথা এবং তার দুষ্ট মিষ্টি ফেইক আইডি দিয়ে পূরভীর সঙ্গে বন্ধুত্ব করার কথা। পূরভী দ্বিতীয় বারের মত এবারও না করে দিলো তাকে। তবু সাইফ পিছু হটেনি। পূরভীকে আপন করেই ছাড়বে। এভাবে দিনের পর দিন পার হতে লাগলো। পূরভী ক্লাস টেনে এখন।
-দেখো পূরভী, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন তা বুঝনা? আমাকে কেন বুঝনা? তুমি খালি কি চোখে তোমার লাইফটাই দেখো? আমার কি কোনো লাইফ নাই? এভাবে দিনের পর দিন আমাকে নিস্তেজ করে দিচ্ছো তুমি, তা কি চোখে দেখো না? দেড় বছর আগে আমার এক্স গার্ল ফ্রেন্ড মারা গিয়েছিলো একটা কার এক্সিডেন্টে। এরপর চিন্তা করেছিলাম আর কখনো রিলেশন করবো না কিন্তু তোমায় দেখার পর বুঝলাম, না ভালোবাসা এখনো বেঁচে আছে। আল্লাহ্‌ আমাকে দ্বিতীয়বারের মত সুযোগ দিয়েছেন। প্লিজ পূরভী আমাকে বুঝ একটু।
-ছিঃ! গার্ল ফ্রেন্ড মরেছে মাত্র দেড় বছর তাতেই নতুন গার্ল ফ্রেন্ড বানাবার জন্যে উঠে পরে লেগেছে। তুমি কি হ্যা? আমার কিছু হয়ে গেলে তো তুমি আমার মৃত্যুর কয়দিন পরেই আবার ছুটবা নতুন গার্ল ফ্রেন্ডের সন্ধানে।
সাইফ অনেক বুঝাবার চেষ্টা করলো কিন্তু পূরভী কিছু তেই বুঝতে রাজি না। অবশ্য পূরভীও তার জায়গায় সঠিক।
কয়দিন পর সাইফ জানতে পারলো পূরভী রিলেশন করেছে। সাইফ জীবনে এত কষ্ট মনে হয় আর কখনোই পায়নি। এবার তো সাইফের রাগ চরম পর্যায়ে উঠেছে। রাগের মাথায় পূরভীকে ফোণ করে অকথ্য ভাষায় গালাগালি। পূরভীও ভীষণ রেগে গিয়ে সাইফের নম্বর ব্ল্যাকলিস্টে দিয়ে দিলো।
সাইফ এখন কি করবে? সাইফ একটু পাগল টাইপের ছেলে ছিলো। পূরভীকে না পাওয়ার শোকে সে নিজের হাত কাটতে শুরু করলো, নিজের হাত কেটে পূরভীর নাম লিখে, ঘুমের ঔশুধ খেয়ে দিনের পর দিন পরে থাকে বিছানায়। সারাদিন মদ, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা শুরু করে দেয়। সারাদিন রাত সাইফের জীবন ধংস করার পথে সিগারেট এখন। সাইফের মা মারা যান সাইফ ছোট থাকতেই। বাবা দ্বিতীয় বিয়ে করার পর সৎ মা তেমন খোজ খবর নেয়না। তার আপন শুধু এখন তার বড় ভাই ও ভাবি। মনে হচ্ছে একটা সাধারণ গল্প তাইনা? হ্যা তবে কিছু গল্প থাকে না সাধারণের মাঝেও অসাধারণ? সেই গল্প এটি।
-বিগত তিনটি বছর ধরে পূরভীকে ভালোবেসে আসছি। কি পেলাম? অবহেলা অপমান ছাড়া আর কি? দোস্ত ও দোস্ত আমি পূরভীকে ভুলতে চাই। আমাকে হেল্প কর যেমনি পারোস।
-হো দোস্ত আমরা তো এডাই কইতাসি। পূরভীর মত মেয়ে তোর যোগ্য নারে। তোর জন্য বেস্ট কাওকে খুজে দিবো তোরে।
একের পর এক কয়েকটি মেয়ে আসলো, গেলো। কিন্তু সাইফ? না মন তো তার আঁটকে আছে পূরভীর দিকেই। বাঁচতে পারবেনা তাকে ছাড়া। সাইফের বেস্ট ফ্রেন্ড পূরভীকে বুঝালো,
-দেখো ভাইয়া আমার দ্বারা সম্ভব না এই মদখোর গাঁজাখোরের সাথে সম্পর্ক করা।
-তুমি সম্পর্ক কেন করবা? সাইফের গ্রেজুয়েশন কমপ্লেট প্রায়। তোমরা বিয়ে করবা। সাইফ তোমাকে কি প্রেমের জন্য ভালোবাসে? নাকি সারাজীবনের জন্য?

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

হাবিব বলেছেন: সুন্দর গল্প লেখার চেষ্টা, আশা করি শেষটা ভালো হবে।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চেষ্টায় আছি প্রিয় স্যার। দোয়া করবেন আমার জন্যে। কেমন আছেন? আশা করি ভালোই আছেন।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

আরোগ্য বলেছেন: পরের পর্বের অপেক্ষায় আছি।

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: গল্পটি যখন কল্পনা করছিলাম তখন নিজের অজান্তেই চোখের পানির বন্যা বয়ে গিয়েছিলো। ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

বিজন রয় বলেছেন: ছেলেরা কিভাবে খবর লাগায়?

মানুষের জীবন কত বিচিত্র। যতক্ষণ জীবন ততক্ষণ ঘটনার ঘনঘটা।
কোনটা সুখের, কোনটা বেদনার।

এই তো জীবন।

দেখি পরের পর্বে কি দাঁড়ায়?

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছেলেরা মেয়েদের নম্বর বা ফেসবুক আইডি কিভাবে যোগার করে? আপনারা ছেলে মানুষ খুব ভালো করেই জানেন তা। অবশ্য আমিও কিছু কিছু জানি। ধন্যবাদ আপনাকে জনাব। ভালো থাকবেন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:



"শেষ ইচ্ছা" চলুক। আপনার গল্প লেখার প্রচেষ্টা খুব প্রসংসনীয়। আশা করি, সামনের দিনগুলোতে আপনার গল্প লেখার হাত আরো পাঁকা হবে; আমরা গুণী একজন গল্পকার পাব। গল্প লেখার সময় ভূমিকা, গল্পের কাহিনীর গভীরতা, চরিত্রের চিত্রায়ন, ভাষার ব্যবহার এবং টুইস্ট যত পরিপাটি ও নাটকীয় হবে কাহিনীটা পাঠকের কাছে তত আকর্ষণীয় হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, গল্পের পরের/শেষের অংশটি পাঠক যাতে বুঝতে না পারেন।

সময় থাকলে গল্প লেখার সহজ পাঠ লেখাটি পড়তে পারেন, হয়তো আপনার জন্য সহায়ক হতে পারে। লিখুন মন খুলে, আর লেখতে হলে পড়তে হবে তার চেয়ে বেশি (ধন্যবাদ)

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সময় নিয়ে মনোযোগ সহকারে লেখাটি পড়ে নিবো। আপনারা সকলে পাশে থাকলে অবশ্যই পারবো। পাশে থাকবেন কিন্তু। ভাইয়ার জন্য অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন সর্বদা।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গল্পের প্লট ভালো ছিলো,
তবে গাথুনিটা মজবুত হয় নি।
আরো যত্নবান হবে হবে।
পূরভী নামটা শ্রুতিমধুর হয়নি
সুন্দর একটা নাম দেওয়া যেতো।
সূরভীকে পূরভী বলার চেষ্টা নয়তো?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সূরভী তা কে গো স্যার? পূরভী নাম টা আমার বানানো। ধন্যবাদ মন্তব্যের জন্য। এরপর থেকে আপনার কথাগুলো মাথায় রেখেই এগুবো। শুভ রাত্রি।

৬| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনটি বছর ধরে পূরভীকে ভালোবেসে আসছি। কি পেলাম?
অবহেলা অপমান ছাড়া আর কি?

প্রেম বা ভালবাসলেই কি বিয়ে করতে হবে ?
এ প্রশ্নটার সমাধান হোক সবার আগে !
....................................................................................

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রেম বা ভালোবাসার শেষ কিন্তু বিয়েতেই তাই নয় কি? তাই প্রেম করো কিন্তু প্রেম করার পর পিছু হটে গিয়ে বলবে না আবার সরি আমি তোমায় বিয়ে করতে পারবো না। সবচেয়ে বাজে জিনিস এটা। ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন?

৭| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

এ.এস বাশার বলেছেন: বাহঃ গল্প লেখার ভালো চেষ্টা ... চালিয়ে যাও আপুনি.....

পরের পর্বের অপেক্ষায় রইলাম.......

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমিও অপেক্ষায় আছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে। পাশেই থাকুন। শুভ রাত্রি।

৮| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

নজসু বলেছেন: ধারাবাহিক লেখাগুলো খুব একটা পাঠ করা হয়না।
হয়তো সময় মিলাতে পারিনা।
তবে, সময় পেলেই পাঠ করবো।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অপেক্ষায় আছি প্রিয় ভাই।
কেমন আছেন? খুব ব্যস্ততায় সময় যাচ্ছে নাকি?

৯| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন:
প্রেম ভালোবাসা এটা আসলে জোর করে হয়না । সাইফ যতই ভালোবাসুক পুরভি কে, সে তো তাকে ভালোবাসেনি বা কোন রকম প্রেমের সম্পর্কে যায়নি । তার অন্য কাউকে ভালো লেগেছে সে তার সাথে সম্পর্ক করবে এটাই স্বাভাবিক ।

কিন্তু মাত্র ক্লাস নাইনে পড়ে পড়াশোনা বাদ দিয়ে এসব ? :|| ভালোবাসা কি সেটি বোঝার মত তো বয়সই হয়নি ওর ।

যাক, গল্পের প্লট খারাপ না ।

গল্পের শেষে সাইফের ফ্রেন্ড যখন পুরভিকে সাইফের কথা বলছিল এবং পুরভি বলল একজন নেশাখোরের সাথে সে সম্পর্ক করবেনা । প্রশ্ন হচ্ছে, তার আগেই পুরভির যার সাথে সম্পর্ক হয়েছিল সে কই ? সে থাকতে পুরভি কিভাবে বলে সে সম্পর্ক করবেনা সাইফের সাথে সে নেশাখোর বলে ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি আপু আপনি সঠিক বলেছেন। পূরভী এই কথাটি ঠিক এমনভাবে বলেছিলো যে সে কোনোভাবেই নেশাখোর ছেলের সাথে সম্পর্ক করবে না অর্থাৎ তার চয়েস কিন্তু বেটার। সে ভুল চয়েস করেনি। সাইফকে চয়েস করার কোনো প্রশ্নই আসেনা এখানে।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

১০| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: লিখতে থাকুন । গল্প আমার ভীষণ প্রিয় ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার ভালোবাসার গল্পই প্রিয়।
ধন্যবাদ জনাব মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

১১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

আবু হাসান লাবলু বলেছেন: সবাই অনেক কিছুই বলেছেন আমি কিছু বলব শুধু একটু গভির ভাবে ভেবে লেখেন আপনি অনেক দূর যেতে পারবেন। শুভ কামনা রইল।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কত গভীরভাবে লিখিবো জনাব? ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ রাত্রি।

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: সূর্য বড় না পৃথিবী বড় ?

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অবশ্যই সূর্য স্যার। আমরা স্টুডেন্ট মানুষ আমাদের এত গভীরভাবে চিন্তা করা আপনাদের লেখকগণের মত শোভা পায়না।
ভালো থাকবেন সব সময়। শুভ রাত্রি স্যার।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


পুরোটা পড়েছি, জোর করেই পড়তে হয়েছে, গল্প আমাকে খুব একটা টানেনি

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি বুঝতে পেরেছি স্যার। অসুবিধা নেই। নেক্সট টাইম ইনশাআল্লাহ্‌ আপনার মন জয় করতে পারবো লেখা দিয়ে, গল্প দিয়ে।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

রাকু হাসান বলেছেন:


পড়লাম , ভালো চেষ্টা করেছো ,লিখছো অনেকটা সেটা ভালো দিক । আমি এসব লিখতে পারি না । তাই বেশি বলতেও পারছি না । যা তা অবশ্যই আমার থেকে ভালো হবে । আমি লিখলে আরও খারাপ লিখতাম । চালিয়ে যাও ।
কাওসার ভাই তোমাকে মন্তব্যে উপহার দিয়েছেন ,না লিখতে পারলেও উনার কথাগুলো আমার ভালো লেগেছে । তোমার জন্য কার্যকরি হোক সেই কামনা ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কাওসার ভাইয়ার দেওয়া লিংকটিতে যেয়ে লেখাগুলো পড়েছিলাম। অনেক কিছুই জানতে ও বুঝতে পেরেছি।
ভালো থাকবেন ভাইয়া সব সময়। শুভ রাত্রি।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আজ তিনবার এই পোস্টটি পড়ার চেষ্টা করেছি। কিছুতেই সময় ও নেট একসঙ্গে ক্লিক করলোনা। বাড়ি ফিরে সময় নিয়ে আবার আসবো।
শুভকামনা রইল।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। গল্পটি পড়ার সময় যদি একটু সত্যিকারের ঘটনা মনে করে চিন্তা করেন তাহলে জানি খুব হাসি পাবে। তবুও... ভালো থাকবেন ভাইয়া। শুভ রাত্রি।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

আক্তার ইতি বলেছেন: খুব সুন্দর হয়েছে ।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপু। পাশেই থাকবেন। শুভ রাত্রি।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫

তারেক ফাহিম বলেছেন: সাইফের সাথে পুরভির সর্ম্পটা স্বার্থক হবেনা, তাই বুঝি নামটিও ম্যাচিং হয়নি B-)

কমন প্রো নিয়ে লিখা।

যাকগে ভালো হয়েছে।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি অবশ্যই জনাব। ঠিক ধারণা আপনার। তবে আমি আমার মত চিন্তা করে লিখেছিলাম। ভালো লাগলে আমি সার্থক।
ভালো থাকবেন। শুভ রাত্রি।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: গল্পটা হয়তো গতানুগতিক, তবে কয়েকটা পয়েন্ট আমার কাছে খুব শার্প মনে হলো====
ভুয়া পরিচয় দিয়ে পূরভীকে ম্যাসেজ দিলো--------Credit goes to Facebook.
পরিণতি পরিষ্কার
দেড় বছর আগে আমার এক্স গার্ল ফ্রেন্ড মারা গিয়েছিলো একটা কার এক্সিডেন্টে====
মানুষের মধ্যে ভালোবাসার কনসেপ্ট খুব দূর্বল, বিশেষত প্রযুক্তির কল্যাণে তা, কোথায় গিয়ে ঠেকে তা সময়ই বলবে।
২য় পর্বের অপেক্ষায়...

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব ভালো ভাবেই তো দেখি বুঝতে পেরেছ ভাইয়া। কখনো কি এমন সিচুয়েশনে পরেছিলা নাকি হুম?
ভালো থাকবা ভাইয়া। শুভ রাত্রি।

১৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

অরুপম বলেছেন: গল্পের শুরুটা ভালো লেগেছে। শেষটা দেখার অপেক্ষায় থাকলাম।
একটা জিনিস যেটা বিশেষভাবে ভালো লেগেছে সেটা হলো- লেখক ফেসবুকীয় বন্ধুত্বের চেষ্টাকে ফেসবুকীয় প্রেমে রুপ দেন নি।

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ফেসবুকে পরিচয় নয় এবং প্রেমও নয় তাদের মধ্যে। তবে ব্যক্তিগতভাবে আমি ফেসবুকীয় প্রেম ভালোবাসা একদম বিপক্ষে। আপনি জনাব?
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

খাঁজা বাবা বলেছেন: সাধারন স্বাভাবিক প্লট।
স্কুল জীবনের প্রেম এমন ই হয়।
ভাল লেগেছে।
আর একটু হয়ত গুছুয়ে লেখা যেত।
ধন্যবাদ :)

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সাইফের পাগলামি যেমন গল্পের কথাগুলোও তেমন। হাহাহা ধন্যবাদ মন্তব্যের জন্য। পাশে থাকবেন। ভালো থাকবেন।

২১| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

নীল আকাশ বলেছেন: শুভ সকাল প্রভা,
এই নিয়ে আপনার ৩ টা গল্প পড়লাম। মনে হচ্ছে আপনার গল্প নিয়ে কিছু বলা দরকার। যদি কিছু মনে না করেন তাহলে নীচের কথা গুলি একবার চিন্তা করে দেখবেন।
১। গল্প বা প্লট লেখার আগে শুরু বা শেষ কি হবে সেটা ঠিক করে নিন। আপনার সব গল্পেই শেষ খুবই দুর্বল। ব্যাড ফিনিস। মনে হয় যেন হুট করে শেষ করে দিয়েছেন। এটা একটা লেখকের বিরাট ভূল। মনে রাখবেন শেষটাই পাঠকের মনে রেখাপাত করে, পুরো গল্প কেউ মনে রাখে না..........।
২। ভাষা মিক্সআপ করবেন না। হয় চলিত না হয় কথ্য ভাষা ব্যবহার করবেন। দুইটার মিশ্রন ভয়াবহ!!!!!!!!!!!!!! দরকার পরলে আলাদা আলাদা কথপোকথনে দিন।
৩। সাব প্লট আলাদা প্যারাগ্রাফে দিবেন। পাঠকের বুঝতে সুবিধা হবে। কোনটা কোন জায়গার।
৪। লেখার মধ্যে গতি পরিবর্তন করেছেন কেন? যে পুরভী ছেলের সাথে কথাই বলে না, সে মেসেন্জারে ফোন করার সাথে সাথেই এত কথা বলা শুরু করে দিল? কোন সম্পর্ক ছাড়াই আপনি থেকে তুমি তে হুট করে নিয়ে আসলেন? কেন কেন???????????
৫। বানানের ব্যাপারে সাবধান হবেন যদিও আমি নিজেও এটা থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। তবে আপনি চেষ্টা করুন। আশা করি আমার চেয়েও আপনি আরো ভালো লেখক হতে পারবেন....।

আপনার আরো ভালো লেখার প্রত্যাশায়,,,,,,,,,,,,,,
শুভ কামনা রইল!

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এতো কথা মাথায় ঢুকে না ভাইয়া। একটু সহজ করে বলুন। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি আমার বেস্ট ট্রাই করবো ইনশাআল্লাহ্‌। এখানে সাইফ ও তার বন্ধুদের কথোপকথন আমি আমাদের আজকের সমাজের বন্ধুরা যেভাবে এবং যে ভাষায় কথা বলে সেইভাবে রেখেছি। আর পূরভী ফেসবুকে জানতো না যে সেই সাইফ। আর আমরা খুব ভালো করেই জানি ভার্চুয়াল জগতে অপরিচত ব্যক্তিকে খুব সহজেই তুমি বা তুই করে বলা যায়।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: ভালো লেগেছে।আগের চাইতে বেটার হচ্ছে, লেখা। বানানের দিকে কড়া নজর রাখতে হবে,আপু।পরের পরবের জন্য অপেক্ষারত।ভালো থাকবেন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জনাব আপনাকে। পাশেই থাকুন। আপনার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো। ভালো থাকবেন। শুভ রাত্রি।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৪

আইজ্যাক আসিমভ্‌ বলেছেন: বস সারা জীবনে একটাও প্রেম করার সুযোগ হয় নাই। আর বুইড়া already হয়ে গেসি তবে Bachelor জীবন শেষ হয় নাই। আপনার লেখাটা পড়ে ভেতরটা মুচড়াইতেসে। B-))
লেখাটা ভাল লেগেছে , তবে সাইফ ছেলেটার পিছে বেত দিয়ে ট্রস্‌ ট্রস্‌ করে মারতে পারলে ভাল হইত। =p~

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার নিজের উপর হাসি পায়, কি করে এমন গল্প বানাতে পারি! হাহাহা... তবে আপনারা পাশে থাকলে আরো ভালো কিছু আমি নিজ থেকে আশা করতে পারি। সাইফকে কেন মারতে ইচ্ছে করছে?
ধন্যবাদ আপনাকে অসংখ্য। শুভ রাত্রি।,

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

তারেক ফাহিম বলেছেন: শেষ ইচ্ছের প্রথমাংশে মন্তব্য করছি কিনা, চেক করে গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! আপনাদের আমার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এভাবেই সাপোর্ট করে যাবেন আশা করি। শুভ রাত্রি।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্লটটা কমন ,তবে গল্প ভালো হয়েছে। নতুন পোস্ট না পেয়ে খুঁজে দেখলাম এই পোস্টে আমার কমেন্ট এর পরে আর আসা হয়নি। সেজন্য ডিউ কাজটি আজ সম্পন্ন করলাম। গল্পের পরবর্তী পর্বটি যদিও পড়া। তবে কয়েকটি জায়গায় একটু বানান ভুল আছে ।
এভাবে লিখতে থাকুন। আগামীতে আরও উন্নতি হবে।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে....
আপনি আমার ব্লগিং এর শুরু থেকেই একমাত্র অনুপ্রেরণা। আপনার আদর্শেই ধীরে ধীরে সব কিছুতে পারদর্শী হতে চাই। আমার ভালবাসা ও দোয়া আপনার সাথে....ভালো থাকবেন সুস্থ থাকবেন।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: ফারিহা হোসেন প্রভা,




অনেকটা কাঁচা হাত । শুরুতে এমনটা হয়-ই। লিখতে লিখতে ঐ কাঁচা হাতই একদিন পাঁকা হবে।
তবে ভালো গল্প লিখতে হলে ভালো লেখকদের বই প্রচুর পরিমানে পড়তে ভুলবেন না।

পরবর্তী পর্ব অবশ্যই পড়বো।
একজন উঠতি গল্পকারের সাফল্য কামনায়।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সঠিক কথা বলেছেন স্যার। আমার জন্য দোয়া করবেন।
আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো। ভালো থাকবেন সর্বদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.