নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর।

নিরন্তর যাত্রা

Be a positive thinker..

নিরন্তর যাত্রা › বিস্তারিত পোস্টঃ

ASUS Zenofone 5 review আসুস জেনোফোন ৫ রিভিউ

২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

“আসুস জেনোফোন ফাইভ” ২জিবি র‍্যাম ১৬জিবি ইন্টারনাল মেমোরি, ৮মেগাপিক্সেল রিয়ার ও ২মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এন্ড্রয়েড কিটক্যাট দেখে হয়তো আপনার লোভ হচ্ছে! সেট হাতে নেওয়ার পর বা কারো কাছে দেখে ইচ্ছে হচ্ছে আজই কিনবেন! কিন্তু কথায় আছেনা চকচক করলে সোনা হয়না।

গতকাল ১২৮০০ টাকা দিয়ে বসুন্ধরা সিটি থেকে কিনে খুশি মনে বাসায় আসলাম। এবং ৩০০+৩০০টাকা দিয়ে কভার আর গ্লাস প্রটেক্টর কিনে নিলাম। বাসায় এনে চার্জ দিয়ে দেখি মাশাআল্লাহ মোবাইল দিয়ে অনায়াসে কাপড় আয়রন করা যাবে। ভাবলাম চার্জে দিয়েছি তাই হয়তো গরম হল। এরপর খেয়াল করলাম প্রতি ১০ মিনিটে ৬% চার্জ কমে যাচ্ছে, মনে হচ্ছে বানের পানি উপকূল ভেসে যাচ্ছে। কল রিসিভ করলে সব ঠিক থাকে যদি নেট কানেশন দেন মোবাইল গরম হয়ে যাবে। ভিডিও ৩ মিনিট চালাইতে গেলে দেখা যাচ্ছে মোবাইলের জ্বর ১০৮ ডিগ্রী হয়ে যায়।

শর্টকাট ভাবে এর প্রবলেম গুলো হলঃ
১। মোবাইলে নেট কানেক্ট দিলে সেট অতিরিক্ত গরম হয়।
২। ভিডিও চললেও সেট গরম হয়ে যায়।
৩। টানা ৩ঘণ্টা ইউস করলে চার্জ শেষ হয়ে যায়।
৪। ডিসপ্লে ব্রাইটনেস খুব নিম্ন মানের।
৫। বাংলাদেশ কোন ওয়ারেন্টি নাই কারণ বাংলাদেশে আসুসের ডিলার গ্লোবাল ব্র্যান্ড জেনোফোন বিক্রয় করেনা, সার্ভিস ওয়ারেন্টির নামে দোকানদাররা ধোঁকা দেয়।

আমার মতে চার্জ ও নরমাল ব্যবহারের দিক দিয়ে সেরা ব্রান্ড “সনি”। সনি সেট ব্যবহার করে চার্জের যে সুবিধা পাবেন তা অন্য কোন সেটে পাবেন না।

আসুসের এই পণ্যটা গুলিস্তানের পুরাতন মোবাইল মার্কেট থেকে কিনে নেওয়া মোবাইল থেকে খারাপ, প্লিজ কেউ ASUS Zenofone 5 কিনে ধোঁকা খাবেন না।

আর সবার কাছে অনুরোধ কোন মোবাইল ব্যবহার করে বাংলায় একটা রিভিউ লিখে ব্লগে পোস্ট করবেন, কারণ এতে সাধারণ মানুষ ধোঁকা খাওয়া থেকে বেঁচে যাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার রিভিউটা পড়ে নিজের জেনফোন৫টা হাতে নিলাম, নাহ, এমনকিছু তো গত ৩ মাসে দেখি নাই! মোটামুটি ৮-১০ ঘন্টা অডিও চালালেও চার্জ বড়োজোর ২০-৩০% শেষ হয়। একটা মুভি (১ঘন্টা ২৫ মিনিট) দেখার পরও চার্জ তো মোটামুটি ৬০-৭০% থাকে।

এটাকে ওয়াইফাই হটস্পট বানিয়ে ৩-৪ ঘন্টা ব্যবহার করে দেখেছি। গরমের কোন বালাই পাই নাই।

২৪ ঘন্টা হয় ওয়াইফাই বা মোবাইলের ইন্টারনেট চালু থাকছেই। ৫টা মেইল একাউন্ট সব সময় সিঙ্ক্রনাইজ হচ্ছে। কিন্তু গরম কি জিনিষ বুঝলাম না।

এবার এক কাজ করেন। আপনার ফোনে কল করবার জায়গা যান। *#০৬# চেপে imei বের করুন এবং http://www.imei.info/ সাইট ভিজিট করে দেখুন তো আপনার সেট আসল জেনফোন কি না।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

নিরন্তর যাত্রা বলেছেন: ভাইয়া দেখলাম সবই তো ঠিক আছে... তবে আপনারটা হয়তো আনকমন, কিন্তু Click This Link এই ওয়েবের রিভিউ পড়েন আমার মত সম্যসা সবার... আর আপনার মোবাইলের জন্য শুভ কামনা।

২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

উল্টা দূরবীন বলেছেন: আমারো কিনার ইচ্ছা ছিলো। কিন্তু পরে জেনোফোন না কিনে পনেরো হাজার টাকায় সিম্ফোনি জেড ফাইভ নিলাম। সন্তুস্ট।

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪

নিরন্তর যাত্রা বলেছেন: অনেক ভাল করছেন ... ওদের কাস্টমার সার্ভিস অনেক ভাল।।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

রিফাত হোসেন বলেছেন: শফিউল সাহেবের মন্তব্য পড়ে বোল্ড হয়ে গেলাম, দাম থেকে তার সার্ভিস টা অনেক ভাল দেখাচ্ছে। যা হাই এন্ড ফোন গুলিতে দিতে পারে। পু

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:১২

নিরন্তর যাত্রা বলেছেন: বোল্ড হওয়ার কিছু নেই ব্রো... কারণ এক্সেপশনাল তো থাকতেই পারে! তবে হয়তো তিনি একটু বেশি বাড়িয়ে বলছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.