নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এরশাদ পাঁচালি ।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

‘গো ক্যাচ ও ফলিং স্টার’ ।

লুফে নাওগে পড়ন্ত তারা ।



ইংরেজ কবি জন ডান নারীর ছলনায় ত্যাক্ত হয়ে উচ্চারন করেছিলেন এমন চরন ।

রাতের আকাশের গায়ে ফুটে থাকা অগুনিত তারার দিকে তাকিয়ে থাকলে মাঝেমাঝেই উল্কাপাত চোখে পড়ে । মনে হয় উজ্জল কোন নক্ষত্র বুঝি টুপ করে খসে পড়লো আকাশের গা থেকে জমিনে ।

খসে পড়া সেই নক্ষত্রকে ছুটে গিয়ে তালুবন্দী করা যেমন অসম্ভব ও হাস্যকর, অবিশ্বস্থ, অস্থির ও অধরা সুন্দরী নারী হৃদয়কে করায়ত্ত করাও তেমনি অসম্ভব এক ব্যাপার ।

এটি ছিল প্রেমে ব্যর্থ জন ডানের সুন্দরী নারীর ব্যাপারে উপলব্ধি ।



বিশ্ব বেঈমান এরশাদের ব্যাপারেও বোধহয় এমন চরন প্রযোজ্য । অস্থির ও মুহূমুর্হূ পরিবর্তনশীল এরশাদের মনের থই পাওয়া সত্যি দুরূহ ব্যাপার । কখন যে তিনি কী ভাবেন আর কী বলেন, তা বুঝে উঠবে সে সাধ্য কার । কাকে যে তিনি কখন হৃদয় সমর্পন করবেন, কার গলায় যে কখন মালা পড়াবেন, তা এক জানেন তিনি আর এক জানেন উপরওয়ালা । আরেকজনও অবশ্য জানে । সে হচ্ছে খোদ ইবলিশ ।



বাংলায় ‘বাহাত্তুরে ধরা’ বলে একটি কথা আছে । বয়স বাহাত্তুর পেরুলে নাকি অনেকেই ভীমরতিগ্রস্থ হয়ে পড়ে । আমাদের এরশাদেরও হয়েছে তাই । দু’দিন পরপর তার হৃদয় কাকে দেবেন, কাকে দেবেন না, বা আদৌ কাউকে দেবেন কিনা এসব কথা ফলাও করে ঘোষনা করে মিডিয়ায় আলোচিত হন । এক সময়, যখন যৌবন মধ্যাহ্নে ছিল, তিনি নারীমহল কাঁপাতেন, আর খবরের বিষয় হতেন ।



‘ওয়ান ম্যান শো’ জাতীয় পার্টির আয়ু সম্ভবত এরশাদের আয়ুর সাথেই বাধা । তিনি চোখ বুজলে, জাতীয় পার্টিরও জানাযা হবে সংগে । তবুও এরশাদ তার সামান্য কিছু সংসদীয় আসন দেখিয়ে জাতীয় রাজনীতিতে সবাইকে লালচ দেখিয়ে যাচ্ছেন ক্রমাগত ।



মেঘের অনেক রঙ । এরশাদের মনেরও বোধ হয় ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.