নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''সম্পূর্ণ ধূমপান ও রাজনীতিমুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান ।''
বিভিন্ন টিভি চ্যানেলে কোন কলেজের বিজ্ঞাপন দেয়ার সময় এই দাবিটি সগর্বে করা হয় ইদানীং । অভিভাবকদেরকে নানা প্রলোভন দেখানোর পাশাপাশি এই ঘোষনাটির মাধ্যমে তাদেরকে শংকামুক্ত করা হয় ।
ভেবে দেখুন, ছাত্র রাজনীতিকে ধুমপানের মতো ক্ষতিকর জ্ঞান করে কীভাবে সাধারন অভিভাবকদের উৎসাহিত করা হচ্ছে তা থেকে তাদের সন্তানদের দূরে রাখতে ।
আদর্শ ও নৈতিকতাবিবর্জিত ছাত্র রাজনীতি যে আজ সাধারন মানুষের কাছে ধুমপান বা তারচে’ বেশী ক্ষতিকর কিছু বলে বিবেচিত হচ্ছে তাতে আর কোন সন্দেহ নেই ।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ছাত্র রাজনীতি আজ শিক্ষার জন্য এক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে । যে সব শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কলেজগুলোতে, ছাত্র রাজনীতি নেই, শিক্ষার মান ও ফলাফলের দিক দিয়ে তারাই আজ এ দেশে প্রথম সারিতে উঠে এসেছে ।
এক সময় ঢাকা কলেজ ছিল দেশের শীর্ষ স্থানীয় একটি কলেজ । কিন্তু ছাত্র রাজনীতির করাল গ্রাসে তা আজ প্রায় বিস্মৃতির অতলে হারিয়ে যেতে বসেছে । দেশব্যাপী এমন উদাহরনের অন্ত নেই ।
একদা 'প্রাচ্যের অক্সফোর্ড' বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে প্রকাশিত বিশ্বের সেরা একশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি মোটেও । সহিংস ও আদর্শহীন ছাত্র রাজনীতিই যে এই গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানটির অধঃপতনের অন্যতম কারন তা নিশ্চয় তর্ক করে প্রতিষ্ঠিত করতে হবে না ।
ছাত্র রাজনীতির পুরানো গৌরবময় ইতিহাসের ধুয়া তুলে যতোই এর পক্ষে সাফাই গাওয়া হোক না কেন, এ দেশের শিক্ষা ক্ষেত্রে বিরাজমান যাবতীয় অনিয়ম, সহিংসতা ও নৈতিক অবক্ষয়ে আদর্শহীন প্রচলিত ছাত্র রাজনীতি যে একটি বিরাট ভূমিকা রাখছে এ ব্যাপারে আর যাই হোক দেশের সচেতন অভিভাবককে অন্ততঃ কষ্ট করে বুঝিয়ে বলতে হবে না ।
তাই জেনেশুনে কোন অভিভাবক আজকাল ছাত্র রাজনীতি আক্রান্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তানকে পাঠাতে চান না ।
তাই শিক্ষাকে পুরোদমে রমরমা ব্যবসায় পরিণত করেছে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি, তারাও সাধারন মানুষদেরকে প্রলুদ্ধ করার জন্য তাদের ছাত্র রাজনীতি বিরুধী অবস্থান ঘোষনা করছে জোরেসোরে ।
©somewhere in net ltd.