নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভদ্রলোকের সংজ্ঞা ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

ভদ্রলোক কাকে বলে ?



ইংরেজিতে ভদ্রলোকের সংজ্ঞা এভাবে দেয়া হয়েছে—

আ জেন্টেলম্যান ইজ ওয়ান হু নেভার হার্ট্‌স দ্য ফিলিংস্‌ অব আদার্স ।

‘অন্যের অনুভূতিতে যে কখনো আঘাত করে না সেই প্রকৃত ভদ্রলোক’ ।



আরো সোজা করে বললে,

কথা-বার্তায়, আচরণে, চলা-ফেরায় যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না, অসুবিধায় ফেলে না, বিব্রত করে না সেই প্রকৃত ভদ্রলোক ।



প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কেতাদুরস্ত পোশাক-আশাক কাউকে প্রকৃত ভদ্রলোক বানানোর জন্য অত্যাবশ্যক নয় । এগুলো ভদ্রলোককে সুশোভিত করতে পারে কেবলমাত্র বাহ্যিকভাবে ।



পাপ করে, মানুষের ক্ষতি করে, মানুষের অধিকার হরণ করে ভদ্রলোক দুরের কথা মানুষই হওয়া যায় না । ভদ্রলোক হচ্ছে পরিশুদ্ধ ও উৎকৃষ্ট ভালোমানুষ ।



একজন ভদ্রলোক রাস্তায় চলতে গিয়ে কারো গায়ে ধাক্কা খেলে সবিনয়ে দুঃখ প্রকাশ করে । একজন ভদ্রলোক নিজের ঘাম বা মুখের দুর্গন্ধ অন্যের অস্বস্থির কারন হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকে । একজন ভদ্রলোক বাসের ভিড়ে সিট খালি হলে আগে চিন্তা করে ওখানে বসার অগ্রাধিকারটি কার ।



তুচ্ছ সব বিষয় । তবে মানুষকে সুন্দর, গ্রহনযোগ্য এবং আকর্ষনীয় মানুষ বানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । মূলতঃ ভদ্রতা হচ্ছে চরিত্রের অলংকারের মতো । ঝলমল করে তা চারিত্রিক সৌন্দর্য্যের দ্যূতি ছড়ায় ।



জগতে একমাত্র ইসলাম ধর্মের পূর্ণ অনুসরনের মাধ্যমেই মানুষ প্রকৃত ভদ্রলোকে পরিনত হতে পারে । কারন ইসলাম ব্যক্তির ব্যবহারিক জীবনের যাবতীয় সূক্ষাতিসূক্ষ বিষয়ের উপর আলোকপাত করেছে । সেসবের ব্যাপারে সুন্দর ও সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে ।



ইসলাম এমন এক ধর্ম যা অন্যকে শুধু অসুবিধায়, অস্বস্থিতে ফেলতেই নিষেধ করেনি, বরং অন্যরা যেন অসুবিধায় না পড়ে তাও আগেভাগে নিশ্চিত করতে উৎসাহিত করেছে। রাস্তায় কলার খোসা বা এজাতীয় অসুবিধা সৃষ্টিকারী বস্তু ফেলাকে ইসলাম যেমন নিষেধ করেছে, পাশাপাশি এ জাতীয় বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখলে তা নিজ দায়িত্বে অপসারন করাকেও উৎসাহিত করেছে ।



তাই মুসলমানই পারে পৃথিবীর সবচে’ উৎকৃষ্টশ্রেনীর ভদ্রলোক হতে ।



কিন্তু আজকের মুসলমানরা কি তা পেরেছে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.