নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জীবন ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

অতি ব্যস্ততা আয়ু খেয়ে ফেলে অজান্তে, গ্রোগাসে ।

ভালো মতো কিছু বুঝে উঠার আগেই দুনিয়ার ব্যস্ত মানুষ হঠাৎ একদিন আবিষ্কার করে সে তার আয়ুর শেষ সীমায় চলে এসেছে ।



একরাশ অতৃপ্তি নিয়ে অধিকাংশ মানুষকে সুন্দর এই ভুবন থেকে বিদায় নিতে হয় । অধিকাংশ আদম সন্তানের জীবনই ফুরিয়ে যায় ঘোরের ভেতর ।



মূলতঃ জীবন এক ঘোরেরই নাম । মিথ্যা মরিচীকার মতো মানুষের সকল জাগতিক আশা-আকাংখা । অলীক, অবাস্তব, ঠুনকো । আল্লাহ্‌তায়ালা নিজেই এ মানব সংসারকে ক্ষনিকের খেল-তামাশা বলে উল্লেখ করেছেন ।



কিন্তু মূর্খ মানুষরা তা নিয়ে ভাবিত নয় । অবিমৃষ্যকারীর মতো সাধ-আহ্লাদ পূরণের জন্য পৃথিবীতে ব্যস্তসমস্ত ছুটে বেড়ায় উদয়াস্ত । দু’দন্ডের জন্য একান্তে বসে ভাবার সময় হয় না জীবনের মৌলিক ভাবনাগুলো ।



কোত্থেকে এলাম আমি ?

কে আমি ?

কোথায় আমি ?

কী আমার কর্তব্য ?

কোথায় আমার গন্তব্য ?



কেবলমাত্র মৃত্যুদূতই পারে একটানে মোহাচ্ছন্ন সেই মানুষের দৃষ্টির সামনে ঝুলতে থাকা মায়াবী পর্দাটি ছিঁড়ে ফেলতে, এক ঝাঁকুনিতে তার হুঁশ ফেরাতে ।

কিন্তু অশ্রুসজল চোখে বিদায় নেয়া ছাড়া তখন আর কিছুই করার থাকে না তার ।



এ কারণেই বোধ হয় মৃত্যু পথযাত্রী প্রায় মানুষের চোখেই অশ্রু দেখা যায় ।

সে অশ্রু মোহভঙ্গের, অনুতাপের, অসহায়ত্বের, আতংকের ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.