নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘আসসালামু আলাইকুম’, ‘আল্লাহ্ হাফেজ’ এসব ইসলামী সম্ভাষন থেকে আজকাল বোধ হয় প্রচন্ড সাম্প্রদায়িক বদবু' বের হয় ।
এসব শব্দ আজকাল বাঙালীত্বকে, ধর্মনিরপেক্ষতাকে ক্ষুন্ন করে ।
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সংবাদ পাঠের সময়, কিংবা তথাকথিত আধুনিক শিক্ষিত সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদিতে বহু দিন ধরেই ইসলামী শিষ্টাচারকে সম্পূর্ণভাবে বর্জনের এক অশুভ প্রক্রিয়া চলছে ।
অথচ ধর্মনিরপেক্ষ বলে খ্যাত প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালে অবাক হতে হয় ।
‘নমস্কার’, ‘নমস্তে’ ইত্যাদি হিন্দু সম্ভাষনগুলোকে তারা সাম্প্রদায়িক বিবেচনা করে মোটেও বর্জন করেনি । বরং সর্বত্রই তারা এসব সম্ভাষন প্রয়োগের মাধ্যমে তাদের হিন্দুত্ব প্রমান করতে সচেষ্ট থাকে ।
ভারতকে তারা হিন্দুস্থান বলে পরিচয় দিতে গর্ব বোধ করে ।
পক্ষান্তরে, বাংলাদেশের মুসলমান নামধারী তথাকথিত অসাম্প্রদায়িক চেতনার মানুষেরা আজ নিজেদের সমস্ত অস্তিত্ব থেকে মুসলমানিত্বের গ্লানিময় (?) পরিচয় মুছে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । নিজেদের ধর্মীয় পরিচয় লুকোনোর চেষ্টাতে অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট তারা ।
নাম থেকে মুহাম্মদ, মোসাম্মদ, খানম, রহমান, হোসেন, ইসলাম, আব্দুর ইত্যাদি ইসলামী অংশগুলোকে সযত্নে চেঁছে চেঁছে বাদ দেয়া হচ্ছে । হাল আমলের উচ্চশিক্ষিত ও বিত্তবান মুসলিম পরিবারের সন্তানদের নাম শুনলে হিন্দু না মুসলিম ঠাউর করা মুশকিল হয়ে যায় ।
ইদানীং আবার জটিল ও অভিনব মুসলিম নাম রাখাটাও একটা ফ্যাশনে পরিণত হয়েছে এ দেশে । এমনই জটিল যে ভালোভাবে বুঝতে হলে সে নাম কমপক্ষে দু’বার জিজ্ঞেস করতে হয় । আর মনে রাখতে গেলেতো কয়েকবার রিভিশন দিতে হয় মনে মনে ।
ধন্যি নামের বাহার !
বাবা মা আশা করে হাসান আল হক, মুজাহিদ আল ইসলাম নাম রেখেছিলেন । তবে তাদের আশার গুড়ে বালি পড়েছে । ‘কানা ছেলের নাম পদ্মলোচন’ এর মতো ঘটনা ঘটেছে ।
©somewhere in net ltd.