নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যায় করে, অন্যের হক নষ্ট করে কেউ কোনদিন পার পায় না । না পৃথিবীতে না আখেরাতে ।
আজ কারো ৫০০ টাকার হক নষ্ট করে হয়তো দিব্যি পার পেয়ে গেলেন । কিন্তু এই পার পাওয়ার সুখ ও স্বস্তিটুকু সাময়িক মাত্র । উর্দ্ধাকাশের রবের হুকুমে তা হিসেবের খাতায় টুকে রাখা হয় । পাঁচ, দশ বা বিশ বছর পর কোন একদিন চক্রবৃদ্ধি হারে বেড়ে তা সুদে-আসলে গিয়ে হয়তো দাঁড়াবে পঞ্চাশ হাজারে । বেঁচে থাকলে এত বছর পর হুট্ করে একদিন ব্যবসায়িক গচ্চা, চুরী, ছিনতাই, প্রতারনা ইত্যাদির মাধ্যমে আপনার রিজিকের হিসাব থেকে তা কেটে নেয়া হবে ।
সেদিন হয়তো এই ঐশি সিস্টেমের কিছুই না বুঝে নিজের ভাগ্যকে অকারনে দোষারূপ করতে করতে হাপিত্যেশ করবেন ।
আমার এক বন্ধু নগরীর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একদিন দাঁড়িয়ে থাকা এক বাসের জানালা গলিয়ে এক মহিলা গরাসে বমি করে দিল ঠিক তার মাথার উপরে । স্যুটেড বুটেড আমার সেই বন্ধুটি হলুদ ও দুর্গন্ধযুক্ত ঐ বমিতে আপাদমস্তক সয়লাব হয়ে গেল ।
আমার বন্ধু পরে দুঃখ করে ভাগ্যকে দোষারূপ করছিল এই বলে যে, কোন পাপে এত মানুষ থাকতে নিখুঁত টাইমিং-এ ঠিক তার মাথাতেই মহিলাটি বমি করলো । আমি স্মিত হেসে তাকে বলেছিলাম স্মরন করে দেখতে জীবনে কবে কোথায় বাস বা ট্রেনের জানালা থেকে অনবধানে কারও মাথায় কফ বা থুতু নিক্ষেপ করেছে সে । করে থাকলে আজ এত বছর পর সেই কফ বা থুতুই হয়তো সুদে আসলে বাড়তে বাড়তে ঘৃণ্য বমি হয়ে তার মাথায় এসে পড়েছে ।
©somewhere in net ltd.