নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মু, আমজাদ হোসেন

মানুষ পশুকে তখনই ছাড়িয়ে যায় যখন সে অন্য মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে । আমি একজন মানুষ ।

মু, আমজাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অরণ্যবাস ।

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

ঘর থেকে বাইরে পা বাড়ালেই শ্বাপদসংকুল অরণ্য ।

মানব অরণ্য ।

অসংখ্য ধূর্ত, লোভী, বিপদজনক ও খুনে মানুষ নামক প্রাণী চারপাশে ওঁৎ পেতে আছে শিকারের আশায় । প্রতিটি পদে পদে তাই এখানে ক্ষতি, বিপদ ও ভয়ের হাতছানি । প্রতিটি বাঁকে বাঁকে প্রতারনার ফাঁদ ।

একটু বেখেয়াল হলেন কি সর্বস্বান্ত হলেন- ধনে, মানে, প্রাণে ।



কেন-কাটায় অন্যমনস্ক হলে ওজনে ঠকবেন, নষ্ট ও বাতিল পণ্য পাবেন । লেন-দেনে অসতর্ক হলে জাল টাকা আশ্রয় নেবে আপনার পকেটে । টাকার থলেটিকে যক্ষের ধনের মতো সর্বক্ষন আগলে না রাখলে পথে-ঘাটে আপনার অজ্ঞাতে বা জ্ঞাতসারে তা বেহাত হয়ে যাবে যে কোন সময় । অন্যের দেয়া সৌজন্যমূলক খাবার খেয়ে নিঃস্ব অবস্থায় আপনার স্থান হতে পারে হাসপাতালের বেডে । অচেনা কাউকে বিশ্বাস করেছেন তো সন্দেহ-সংশয়ের নাগরদোলায় চড়েছেন ।

আর পঞ্চেন্দ্রিয় সজাগ না রেখে চললে বেঘোরে হারাতে পারেন পৈতৃক প্রাণখানি ।



মানুষ সমাজবদ্ধ হয়েছিল শান্তি, নিরাপত্তা, আরাম ও সুবিধার জন্য । মূলতঃ মানবসমাজের ভিত্তিই হচ্ছে পরস্পর নির্ভরশীলতা, পরস্পরের প্রতি সহানুভূতি ও সহযোগিতামূলক মনোভাব, সেই সাথে নিয়ম ও শৃংখলার প্রতি আনুগত্য ।



কিন্তু আমাদের সমাজে এসব আজ ক্ষয়িষ্ণু ।



মানুষের উদগ্র লোভ, হিংসা, পরশ্রীকাতরতা, অপরাধপ্রবণতা এ সমাজকে আজ বসবাসের অনুপযোগি এক বিপদসংকুল মানব অরণ্যে পরিণত করেছে । ‘সারভাইভাল ফর দ্য ফিটেস্ট’ নীতি বিরাজ করছে সর্বক্ষেত্রে । দুর্বল ও অসহায় এখানে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ক্লান্ত ও পর্যদুস্ত ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন: সবকিছু এখন নষ্টদের দখলে ৷ বেচেঁ থাকাই যেন কষ্টের ৷







ভাল লিখেছেন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.